ETV Bharat / sitara

Didi number 1 Season 8 ends : আজই শেষ দিদি নম্বর ওয়ান - সিজন 8, করুণাময়ী রানি রাসমণি - দিদি নম্বর ওয়ান - সিজন 8

শেষ পর্বে দিদি নম্বর ওয়ান - সিজন 8 (Didi number 1 Season 8 ends) ৷ আজ গ্র‍্যান্ড ফিনালে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এ বারের সিজন (Didi number 1 Season 8 grand finale episode) ৷ আজই সফর শেষ 'করুণাময়ী রানি রাসমণি'রও (Karunamoyee Rani Rashmoni ends) ৷

didi-number-1-season-8-ends-today-with-grand-finale-episode
আজই শেষ দিদি নম্বর ওয়ান - সিজন 8, করুণাময়ী রানি রাসমণি
author img

By

Published : Feb 13, 2022, 5:51 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: শেষ হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান-সিজন 8' (Didi number 1 Season 8 ends)। আজ গ্র‍্যান্ড ফিনালেতে (Didi number 1 Season 8 grand finale episode) প্রতিযোগী হিসেবে থাকছেন সেলেব্রিটিরা । একইদিনে শেষ হচ্ছে 'করুণাময়ী রানি রাসমণি'।

1000 পর্ব পার করে সিজন 8-এর সফর শেষ হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান'-এর । 13 ফেব্রুয়ারি গ্র‍্যান্ড ফিনালের সম্প্রচার দেখবে দর্শক । এই পর্বে দিদির সঙ্গে খেলছেন অভিনেতা স্বৈরিতী-রোহিত, মৌমিতা-উত্তম, সঙ্গীত শিল্পী রূপঙ্কর-চৈতালি বাগচি এবং ইমন ও ঋতুপর্ণা । অর্থাৎ প্রত্যেকেই থাকছেন নিজেদের রিয়েল লাইফ জুটিদের নিয়ে ।

এর আগে একাধিকবার প্রতিযোগীদের মনোরঞ্জন করতে এবং গানের রাউন্ডে প্রশ্ন দিতে হাজির থেকেছেন ইমন এবং রূপঙ্কর । এ বার তাঁরাই প্রতিযোগী । গানের প্রশ্ন দিতে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী জোজো এবং অনীক ধর । কেমন জমবে আজকের পর্ব ? চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

Didi number 1 Season 8
গ্র্যান্ড ফিনালেতে

আরও পড়ুন: Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

আগামিকাল থেকে শুরু হবে সিজন 9 (Didi number 1 Season 9 starts)। আজ গ্র‍্যান্ড ফিনালেতে কারা জয়ের হাসি হাসে সেটাই দেখার । তবে শেষ লগ্নের এপিসোড যে গানে আর মজায় মেতে উঠবে তা বলাই বাহুল্য । অনীক গাইবেন রূপঙ্করের গাওয়া বিখ্যাত গান "ভো কাট্টা তোমার ভালোবাসা..."। জোজো গাইবেন " গা ছমছম কী হয় কী হয়..."।

Didi number 1 Season 8
জুটিতে ইমন

ও দিকে আজই শেষ হতে চলেছে ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'র উত্তরপর্ব (Karunamoyee Rani Rashmoni ends)। শেষ পর্বে রানি মাকে ফের ফিরে পাবে দর্শক । ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিক, তা নিয়ে উৎসাহের পারদ চড়ছে দর্শকমহলে । এ দিন এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়কে । কীভাবে ধরা পড়বেন তিনি ? জানার সময় আসন্ন ।

Didi number 1 Season 8
গ্র্যান্ড ফিনালেতে রূপঙ্কর

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

কলকাতা, 13 ফেব্রুয়ারি: শেষ হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান-সিজন 8' (Didi number 1 Season 8 ends)। আজ গ্র‍্যান্ড ফিনালেতে (Didi number 1 Season 8 grand finale episode) প্রতিযোগী হিসেবে থাকছেন সেলেব্রিটিরা । একইদিনে শেষ হচ্ছে 'করুণাময়ী রানি রাসমণি'।

1000 পর্ব পার করে সিজন 8-এর সফর শেষ হতে চলেছে 'দিদি নম্বর ওয়ান'-এর । 13 ফেব্রুয়ারি গ্র‍্যান্ড ফিনালের সম্প্রচার দেখবে দর্শক । এই পর্বে দিদির সঙ্গে খেলছেন অভিনেতা স্বৈরিতী-রোহিত, মৌমিতা-উত্তম, সঙ্গীত শিল্পী রূপঙ্কর-চৈতালি বাগচি এবং ইমন ও ঋতুপর্ণা । অর্থাৎ প্রত্যেকেই থাকছেন নিজেদের রিয়েল লাইফ জুটিদের নিয়ে ।

এর আগে একাধিকবার প্রতিযোগীদের মনোরঞ্জন করতে এবং গানের রাউন্ডে প্রশ্ন দিতে হাজির থেকেছেন ইমন এবং রূপঙ্কর । এ বার তাঁরাই প্রতিযোগী । গানের প্রশ্ন দিতে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী জোজো এবং অনীক ধর । কেমন জমবে আজকের পর্ব ? চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

Didi number 1 Season 8
গ্র্যান্ড ফিনালেতে

আরও পড়ুন: Madan mitra joins didi number 1 with his wife: দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

আগামিকাল থেকে শুরু হবে সিজন 9 (Didi number 1 Season 9 starts)। আজ গ্র‍্যান্ড ফিনালেতে কারা জয়ের হাসি হাসে সেটাই দেখার । তবে শেষ লগ্নের এপিসোড যে গানে আর মজায় মেতে উঠবে তা বলাই বাহুল্য । অনীক গাইবেন রূপঙ্করের গাওয়া বিখ্যাত গান "ভো কাট্টা তোমার ভালোবাসা..."। জোজো গাইবেন " গা ছমছম কী হয় কী হয়..."।

Didi number 1 Season 8
জুটিতে ইমন

ও দিকে আজই শেষ হতে চলেছে ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'র উত্তরপর্ব (Karunamoyee Rani Rashmoni ends)। শেষ পর্বে রানি মাকে ফের ফিরে পাবে দর্শক । ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিক, তা নিয়ে উৎসাহের পারদ চড়ছে দর্শকমহলে । এ দিন এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়কে । কীভাবে ধরা পড়বেন তিনি ? জানার সময় আসন্ন ।

Didi number 1 Season 8
গ্র্যান্ড ফিনালেতে রূপঙ্কর

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.