ETV Bharat / sitara

Dibyojyoti Dutta in Anurager Chowa: চরিত্রের প্রয়োজনে ডাক্তারির খুঁটিনাটি শিখছেন দিব্যজ্যোতি - অনুরাগের ছোঁয়া

চরিত্রের জন্য পারিবারিক ডাক্তারের কাছ থেকে ডাক্তারির খুঁটিনাটি শিখে নিচ্ছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta in Anurager Chowa) ৷ শিগগিরই আসছে তাঁর নতুন বাংলা ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'(new Bengali serial Anurager Chowa)।

Dibyojyoti Dutta in Anurager Chowa
চরিত্রের প্রয়োজনে ডাক্তারির খুঁটিনাটি শিখছেন দিব্যজ্যোতি
author img

By

Published : Jan 28, 2022, 4:15 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: 'দেশের মাটি'তে (Desher mati) ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta in Anurager Chowa) ৷ নতুন বাংলা ধারাবাহিকে ফের ওই একই ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ।

7 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'(new Bengali serial Anurager Chowa)। ধারাবাহিকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে । এর আগে 'দেশের মাটি' ধারাবাহিকেও এমন এক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । 7 ফেব্রুয়ারি থেকে 'গঙ্গারাম' ধারাবাহিকের সময়ে দেখা যাবে এই ধারাবাহিক । 'গঙ্গারাম' চলবে রাত 10 টায় ।

নতুন ধারাবাহিকে দিব্যজ্যোতি ছাড়াও থাকছেন মল্লিকা মজুমদার, রূপাঞ্জনা মিত্র, দেবদূত ঘোষ, সায়ন্তনী সেনগুপ্ত, তনিমা সেন-সহ আরও অনেকে । দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে স্বস্তিকা ঘোষকে । এসভিএফ-এর ঘর থেকে আসছে এই ধারাবাহিক ।

আরও পড়ুন: Save the Mothers: সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স'

বাংলায় একটা প্রবাদ আছে, 'পহেলে দর্শনধারী ফির গুণবিচারি'। এই প্রবাদকে মিথ্যে করতে আসছে এই ধারাবাহিক । দিব্যজ্যোতি এই চরিত্রের জন্য ডাক্তারির খুঁটিনাটি শেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, "এখানে একজন কার্ডিয়োলজিস্টের ভূমিকায় দেখা যাবে আমাকে । আমি বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করছি আমাদের পারিবারিক ডাক্তারের কাছ থেকে । আমার প্রিয় বন্ধু সিদ্ধার্থ সার্টিফাইড নিউট্রিশনিস্ট, বডি বিল্ডার । ওঁর থেকেও ফিটনেস সংক্রান্ত অনেক জিনিস শিখছি । আমি নিজেও ফিটনেস ফ্রিক । তাই এই ব্যাপারে আমার আগ্রহও খুব । ওঁর বইপত্তর আমি ঘাঁটি ৷ তাতে অনেক কিছু জানতে পেরেছি । তবে কোন জায়গায় আমাদের কোন নার্ভ থাকে এবং কোন কোন হাড়ের কী নাম, সে বিষয়ে আমাকে জানাতে পারেন একজন চিকিৎসকই । ওগুলো না জানলে চরিত্রটা তুলে ধরতে পারব না ঠিক ভাবে । তাছাড়া ডাক্তারির ভাষাও অন্যরকম । সেটা ঠিক করে জানা না থাকলে, সিনে উচ্চারণ করতে অসুবিধা হয় । তাই আমি আমার পারিবারিক ডাক্তারের কাছ থেকে ডাক্তারির ভাষাগুলোও শিখে নিচ্ছি । একইসঙ্গে শিখে নিয়েছি কী ভাবে প্রেশার মাপার যন্ত্র ধরতে হয় কী ভাবে স্টেথোস্কোপ ধরতে হয় ইত্যাদি । যদি কখনও অপারেশনের দৃশ্য করতে হয় ! তাই কী ভাবে কোন যন্ত্র ধরব, এগুলোও শিখে নিচ্ছি । সবই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য ।"

আরও পড়ুন: Solanki Roy : নিজের প্রথম ছবি নিয়ে আড্ডায় শোলাঙ্কি রায়

উল্লেখ্য, দিব্যজ্যোতির টেলিজার্নি শুরু হয় 'জয়ী' ধারাবাহিক দিয়ে । এরপর 'চুনিপান্না', 'দেশের মাটি' ধারাবাহিকে অভিনয় করেন দিব্যজ্যোতি । 'অনুরাগের ছোঁয়া' তাঁর চতুর্থ কাজ । এই কাজ নিয়ে বেশ খাটছেন অভিনেতা । কোভিডের বাড়বাড়ন্তের সময়ে সামাজিক কাজেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেতা ।

কলকাতা, 28 জানুয়ারি: 'দেশের মাটি'তে (Desher mati) ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta in Anurager Chowa) ৷ নতুন বাংলা ধারাবাহিকে ফের ওই একই ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ।

7 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'(new Bengali serial Anurager Chowa)। ধারাবাহিকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে । এর আগে 'দেশের মাটি' ধারাবাহিকেও এমন এক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । 7 ফেব্রুয়ারি থেকে 'গঙ্গারাম' ধারাবাহিকের সময়ে দেখা যাবে এই ধারাবাহিক । 'গঙ্গারাম' চলবে রাত 10 টায় ।

নতুন ধারাবাহিকে দিব্যজ্যোতি ছাড়াও থাকছেন মল্লিকা মজুমদার, রূপাঞ্জনা মিত্র, দেবদূত ঘোষ, সায়ন্তনী সেনগুপ্ত, তনিমা সেন-সহ আরও অনেকে । দিব্যজ্যোতির বিপরীতে দেখা যাবে স্বস্তিকা ঘোষকে । এসভিএফ-এর ঘর থেকে আসছে এই ধারাবাহিক ।

আরও পড়ুন: Save the Mothers: সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প শোনাবে 'সেভ দ্য মাদার্স'

বাংলায় একটা প্রবাদ আছে, 'পহেলে দর্শনধারী ফির গুণবিচারি'। এই প্রবাদকে মিথ্যে করতে আসছে এই ধারাবাহিক । দিব্যজ্যোতি এই চরিত্রের জন্য ডাক্তারির খুঁটিনাটি শেখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, "এখানে একজন কার্ডিয়োলজিস্টের ভূমিকায় দেখা যাবে আমাকে । আমি বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করছি আমাদের পারিবারিক ডাক্তারের কাছ থেকে । আমার প্রিয় বন্ধু সিদ্ধার্থ সার্টিফাইড নিউট্রিশনিস্ট, বডি বিল্ডার । ওঁর থেকেও ফিটনেস সংক্রান্ত অনেক জিনিস শিখছি । আমি নিজেও ফিটনেস ফ্রিক । তাই এই ব্যাপারে আমার আগ্রহও খুব । ওঁর বইপত্তর আমি ঘাঁটি ৷ তাতে অনেক কিছু জানতে পেরেছি । তবে কোন জায়গায় আমাদের কোন নার্ভ থাকে এবং কোন কোন হাড়ের কী নাম, সে বিষয়ে আমাকে জানাতে পারেন একজন চিকিৎসকই । ওগুলো না জানলে চরিত্রটা তুলে ধরতে পারব না ঠিক ভাবে । তাছাড়া ডাক্তারির ভাষাও অন্যরকম । সেটা ঠিক করে জানা না থাকলে, সিনে উচ্চারণ করতে অসুবিধা হয় । তাই আমি আমার পারিবারিক ডাক্তারের কাছ থেকে ডাক্তারির ভাষাগুলোও শিখে নিচ্ছি । একইসঙ্গে শিখে নিয়েছি কী ভাবে প্রেশার মাপার যন্ত্র ধরতে হয় কী ভাবে স্টেথোস্কোপ ধরতে হয় ইত্যাদি । যদি কখনও অপারেশনের দৃশ্য করতে হয় ! তাই কী ভাবে কোন যন্ত্র ধরব, এগুলোও শিখে নিচ্ছি । সবই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য ।"

আরও পড়ুন: Solanki Roy : নিজের প্রথম ছবি নিয়ে আড্ডায় শোলাঙ্কি রায়

উল্লেখ্য, দিব্যজ্যোতির টেলিজার্নি শুরু হয় 'জয়ী' ধারাবাহিক দিয়ে । এরপর 'চুনিপান্না', 'দেশের মাটি' ধারাবাহিকে অভিনয় করেন দিব্যজ্যোতি । 'অনুরাগের ছোঁয়া' তাঁর চতুর্থ কাজ । এই কাজ নিয়ে বেশ খাটছেন অভিনেতা । কোভিডের বাড়বাড়ন্তের সময়ে সামাজিক কাজেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.