ETV Bharat / sitara

মাকে হাসপাতালে ভরতি করাতে পেরে অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ দীপিকার - Deepika mother corona

মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে একটি পোস্ট করেন অভিনেত্রী দীপিকা সিং ।

োি
োে্
author img

By

Published : Jun 14, 2020, 1:00 PM IST

দিল্লি : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা সিং । তাঁর বাবা-মা থাকেন দিল্লিতে । এদিকে কয়েকদিন আগে তাঁর মা কোরোনায় আক্রান্ত হন । কিন্তু, হাসপাতাল রিপোর্ট না দেওয়ায় মায়ের চিকিৎসা শুরু করতে পারছিলেন না । আর সেই কারণে বাধ্য হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোশাল মিডিয়ায় ঘটনার কথা জানান তিনি । পরে দিল্লির মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাকে হাসপাতালে ভরতি করান । মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

12 জুন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন দীপিকা । সেখানে তিনি বলেন, "আমার মায়ের বয়স 59 বছর । বাবা-মা দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় থাকে । এদিকে কয়েকদিন ধরেই মার জ্বর হয়েছিল । তারপর আমরা লেডি হার্ডিং হাসপাতালে তার টেস্ট করাই । তখনই কোরোনা ধরা পড়ে । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে রিপোর্ট দেয়নি । শুধুমাত্র রিপোর্টের একটা ছবি তুলতে বলে । এদিকে হাতে রিপোর্ট না থাকায় আমরা মায়ের ওষুধও কিনতে পারছি না । যার ফলে চিকিৎসাও হচ্ছে না । মায়ের যে কোরোনা হয়েছে সেটা আমরা কেউই বুঝতে পারিনি । যার কারণে এই কয়েকদিনে বাড়ির অনেক সদস্যই মায়ের সংস্পর্শে এসেছে । বাবারও শরীর ভালো না । আবার ঠাকুমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে । মা সারাক্ষণ বাড়িতেই থাকে । কিন্তু, কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ল তা বুঝতে পারছি না । কীভাবে মায়ের চিকিৎসা করাব বুঝতে পারছি না ।" এই ঘটনায় প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান অভিনেত্রী ।

  • My mom & dad are in Delhi. Mom has been diagnosed with Covid positive & Lady Hardinge hospital didn’t give reports only allowed my father to click its picture. I really hope the concerned personell are reading this and my mom there receives some relief. @ArvindKejriwal @PMOIndia pic.twitter.com/kXzjhZZ73x

    — Deepika Singh Goyal (@deepikasingh150) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে দিল্লি সরকার । সঙ্গে সঙ্গে দীপিকার মায়ের চিকিৎসার ব্যবস্থাও করা হয় । মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও একটি পোস্ট করেন অভিনেত্রী ।

সেখানে লেখেন, "মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ । তাঁদের হস্তক্ষেপেই অবশেষে আমার মাকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভরতি করা সম্ভব হয়েছে । আশা করি খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে উঠবে ।"

দিল্লি : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা সিং । তাঁর বাবা-মা থাকেন দিল্লিতে । এদিকে কয়েকদিন আগে তাঁর মা কোরোনায় আক্রান্ত হন । কিন্তু, হাসপাতাল রিপোর্ট না দেওয়ায় মায়ের চিকিৎসা শুরু করতে পারছিলেন না । আর সেই কারণে বাধ্য হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোশাল মিডিয়ায় ঘটনার কথা জানান তিনি । পরে দিল্লির মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাকে হাসপাতালে ভরতি করান । মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

12 জুন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন দীপিকা । সেখানে তিনি বলেন, "আমার মায়ের বয়স 59 বছর । বাবা-মা দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় থাকে । এদিকে কয়েকদিন ধরেই মার জ্বর হয়েছিল । তারপর আমরা লেডি হার্ডিং হাসপাতালে তার টেস্ট করাই । তখনই কোরোনা ধরা পড়ে । কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে রিপোর্ট দেয়নি । শুধুমাত্র রিপোর্টের একটা ছবি তুলতে বলে । এদিকে হাতে রিপোর্ট না থাকায় আমরা মায়ের ওষুধও কিনতে পারছি না । যার ফলে চিকিৎসাও হচ্ছে না । মায়ের যে কোরোনা হয়েছে সেটা আমরা কেউই বুঝতে পারিনি । যার কারণে এই কয়েকদিনে বাড়ির অনেক সদস্যই মায়ের সংস্পর্শে এসেছে । বাবারও শরীর ভালো না । আবার ঠাকুমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে । মা সারাক্ষণ বাড়িতেই থাকে । কিন্তু, কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ল তা বুঝতে পারছি না । কীভাবে মায়ের চিকিৎসা করাব বুঝতে পারছি না ।" এই ঘটনায় প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান অভিনেত্রী ।

  • My mom & dad are in Delhi. Mom has been diagnosed with Covid positive & Lady Hardinge hospital didn’t give reports only allowed my father to click its picture. I really hope the concerned personell are reading this and my mom there receives some relief. @ArvindKejriwal @PMOIndia pic.twitter.com/kXzjhZZ73x

    — Deepika Singh Goyal (@deepikasingh150) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে দিল্লি সরকার । সঙ্গে সঙ্গে দীপিকার মায়ের চিকিৎসার ব্যবস্থাও করা হয় । মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও একটি পোস্ট করেন অভিনেত্রী ।

সেখানে লেখেন, "মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ । তাঁদের হস্তক্ষেপেই অবশেষে আমার মাকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভরতি করা সম্ভব হয়েছে । আশা করি খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে উঠবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.