ETV Bharat / sitara

চেন-তালায় আটকে ভারত, লকডাউনে চিত্রশিল্পী হিনা

লকডাউনে নিজের চিত্রশিল্পীর সুপ্ত সত্ত্বাকে জাগিয়ে তুললেন হিনা খান । পেন্সিল স্কেচে ফুটিয়ে তুললেন ভারতের বর্তমান পরিস্থিতি ।

hina khan in lickdown
hina khan in lickdown
author img

By

Published : Mar 31, 2020, 9:43 AM IST

মুম্বই : লকডাউনে নিজের চিত্রশিল্পী সত্ত্বাকে জাগিয়ে তুললেন হিনা খান । চেন-তালা লাগানো ভারতের মানচিত্র ফুটিয়ে তুললেন পেন্সিল স্কেচে ।

ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেছেন,"আমার ভালোবাসার দেশের বর্তমান পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি । ছবিটি যে কোনও শব্দ বা গল্পের থেকে অনেক বেশি বাঙ্ময় । ভারতবর্ষ এখন একটা কঠিন সময়ের মুখোমুখি ।"

আরও লিখেছেন হিনা.."তবে আমরা এই সময়কে অতিক্রম করবই কারণ, কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে ।" তাঁর আঁকা প্রতীকী ছবি মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায় ।

লকডাউনে সবাই নিজেকে নতুন করে ডিসকভার করছেন । বাইরে যাওয়ার পথ যখন বন্ধ, তখন নিজের ভিতরেই যাতায়াত চলছে অবিরত । তাই জং ধরে যাওয়া স্কিলগুলোকে একটু ঘষামাজা করে বেরিয়ে আসছে কবিতা, ছবি, গান, মেকআপ ট্রিক, রান্নাবান্না আরও কত কি ! সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা প্রতি মুহূর্তে শেয়ার করছেন তাঁদের কোয়ারেন্টাইন ডায়রি ।

হিনা খান নিজের ওয়ার্কআউটের কিছু ঝলকও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।

মুম্বই : লকডাউনে নিজের চিত্রশিল্পী সত্ত্বাকে জাগিয়ে তুললেন হিনা খান । চেন-তালা লাগানো ভারতের মানচিত্র ফুটিয়ে তুললেন পেন্সিল স্কেচে ।

ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেছেন,"আমার ভালোবাসার দেশের বর্তমান পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি । ছবিটি যে কোনও শব্দ বা গল্পের থেকে অনেক বেশি বাঙ্ময় । ভারতবর্ষ এখন একটা কঠিন সময়ের মুখোমুখি ।"

আরও লিখেছেন হিনা.."তবে আমরা এই সময়কে অতিক্রম করবই কারণ, কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হবে ।" তাঁর আঁকা প্রতীকী ছবি মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায় ।

লকডাউনে সবাই নিজেকে নতুন করে ডিসকভার করছেন । বাইরে যাওয়ার পথ যখন বন্ধ, তখন নিজের ভিতরেই যাতায়াত চলছে অবিরত । তাই জং ধরে যাওয়া স্কিলগুলোকে একটু ঘষামাজা করে বেরিয়ে আসছে কবিতা, ছবি, গান, মেকআপ ট্রিক, রান্নাবান্না আরও কত কি ! সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা প্রতি মুহূর্তে শেয়ার করছেন তাঁদের কোয়ারেন্টাইন ডায়রি ।

হিনা খান নিজের ওয়ার্কআউটের কিছু ঝলকও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.