ETV Bharat / sitara

মোদির বিরোধীতা? কমেডিয়ান কুনালকে খোলাখুলি হুমকি BJP নেতার - কমেডিয়ান কুনাল কামরা হুমকি

কয়েকদিন ধরেই CAA নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কমেডিয়ান কুনাল কামরা । সম্প্রতি তিনি সরাসরি মোদির বিরোধীতা করে একটি পোস্ট করেন । আর তাতেই চটেছেন BJP নেতা মোহিত ভারাতিয়া ।

Kunal Kamra theatened
Kunal Kamra theatened
author img

By

Published : Dec 19, 2019, 8:49 AM IST

মুম্বই : মুম্বইয়ের BJP জেনারেল সেক্রেটারি মোহিত ভারাতিয়া সোশাল মিডিয়ায় খোলাখুলি হুমকি দিলেন কুনালকে । ঘটনাটা ঠিক কী হয়েছিল, একটু দেখে নেওয়া যাক...

কুনাল সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন । সেখানে তিনি সরাসরি নরেন্দ্র মোদির বিরোধীতা করেছেন । ছবিটিতে লিস্ট করে লেখা, "ডিয়ার PM মোদি, মিডিয়া আপনার সঙ্গে, বলিউড আপনার সঙ্গে, 353 জন সাংসদ আপনার সঙ্গে, সমস্ত ধর্মান্ধরা আপনার সঙ্গে, ক্রিমিনাল ও রেপিস্টরা আপনার সঙ্গে, RSS আপনার সঙ্গে, NRI মাফিয়ারা আপনার সঙ্গে...কিন্তু, আমরা শক্ত পাথরের মতো আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছি, কারণ এই দেশ আপনাকে চায় না ।"

কুনাল এই ছবির উপরে ক্যাপশনে লিখেছেন, "এটাকে ফিক্স করে দিয়েছি ।" কুনালের এই পোস্টেই চটেছেন মোহিত । তিনি পালটা এক পোস্টের মারফৎ লিখেছেন, "আমার কথা মিলিয়ে নিও, তোমাকেও খুব তাড়াতাড়ি ফিক্স করে দেব ।"

তবে কুনাল রসিক মানুষ । তিনি এর এক ফোঁটা বিরোধীতা না করে লিখেছেন, "আগে দেশের অর্থনীতিকে ফিক্স করে দাও ভাই ।" সঙ্গে কয়েকটা মজার স্মাইলি । দেখে নিন...

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকা স্বরা ভাস্কর । তিনি লিখেছেন, "BJP-র জেনারেল সেক্রেটারি তাহলে সোশাল মিডিয়ায় এভাবে খোলাখুলি হুমকি দিচ্ছেন ? আমার কাছে তো এরকমই মনে হচ্ছে । রুলিং পার্টির এক নেতার কি ব্যবহার !! নাগরিকদের নিরপদ বোধ করানোর কি তাগিদ !"

মুম্বই : মুম্বইয়ের BJP জেনারেল সেক্রেটারি মোহিত ভারাতিয়া সোশাল মিডিয়ায় খোলাখুলি হুমকি দিলেন কুনালকে । ঘটনাটা ঠিক কী হয়েছিল, একটু দেখে নেওয়া যাক...

কুনাল সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন । সেখানে তিনি সরাসরি নরেন্দ্র মোদির বিরোধীতা করেছেন । ছবিটিতে লিস্ট করে লেখা, "ডিয়ার PM মোদি, মিডিয়া আপনার সঙ্গে, বলিউড আপনার সঙ্গে, 353 জন সাংসদ আপনার সঙ্গে, সমস্ত ধর্মান্ধরা আপনার সঙ্গে, ক্রিমিনাল ও রেপিস্টরা আপনার সঙ্গে, RSS আপনার সঙ্গে, NRI মাফিয়ারা আপনার সঙ্গে...কিন্তু, আমরা শক্ত পাথরের মতো আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছি, কারণ এই দেশ আপনাকে চায় না ।"

কুনাল এই ছবির উপরে ক্যাপশনে লিখেছেন, "এটাকে ফিক্স করে দিয়েছি ।" কুনালের এই পোস্টেই চটেছেন মোহিত । তিনি পালটা এক পোস্টের মারফৎ লিখেছেন, "আমার কথা মিলিয়ে নিও, তোমাকেও খুব তাড়াতাড়ি ফিক্স করে দেব ।"

তবে কুনাল রসিক মানুষ । তিনি এর এক ফোঁটা বিরোধীতা না করে লিখেছেন, "আগে দেশের অর্থনীতিকে ফিক্স করে দাও ভাই ।" সঙ্গে কয়েকটা মজার স্মাইলি । দেখে নিন...

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকা স্বরা ভাস্কর । তিনি লিখেছেন, "BJP-র জেনারেল সেক্রেটারি তাহলে সোশাল মিডিয়ায় এভাবে খোলাখুলি হুমকি দিচ্ছেন ? আমার কাছে তো এরকমই মনে হচ্ছে । রুলিং পার্টির এক নেতার কি ব্যবহার !! নাগরিকদের নিরপদ বোধ করানোর কি তাগিদ !"

Intro:Body:

মোদির বিরোধীতা? কমেডিয়ান কুনালকে খোলাখুলি হুমকি BJP নেতার



কয়েকদিন ধরেই CAA নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কমেডিয়ান কুনাল কামরা । সম্প্রতি তিনি সরাসরি মোদির বিরোধীতা করে একটি পোস্ট করেন । আর তাতেই চটেছেন BJP নেতা মোহিত ভারাতিয়া ।



মুম্বই : মুম্বইয়ের BJP জেনারেল সেক্রেটারি মোহিত ভারাতিয়া সোশাল মিডিয়ায় খোলাখুলি হুমকি দিলেন কুনালকে । ঘটনাটা ঠিক কী হয়েছিল, একটু দেখে নেওয়া যাক...



কুনাল সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন । সেখানে তিনি সরাসরি নরেন্দ্র মোদির বিরোধীতা করেছেন । ছবিটিতে লিস্ট করে লেখা, "ডিয়ার PM মোদি, মিডিয়া আপনার সঙ্গে, বলিউড আপনার সঙ্গে, 353 জন সাংসদ আপনার সঙ্গে, সমস্ত ধর্মান্ধরা আপনার সঙ্গে, ক্রিমিনাল ও রেপিস্টরা আপনার সঙ্গে, RSS আপনার সঙ্গে, NRI মাফিয়ারা আপনার সঙ্গে...কিন্তু, আমরা শক্ত পাথরের মতো আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছি, কারণ এই দেশ আপনাকে চায় না ।"



কুনাল এই ছবির উপরে ক্যাপশনে লিখেছেন, "এটাকে ফিক্স করে দিয়েছি ।" কুনালের এই পোস্টেই চটেছেন মোহিত । তিনি পালটা এক পোস্টের মারফৎ লিখেছেন, "আমার কথা মিলিয়ে নিও, তোমাকেও খুব তাড়াতাড়ি ফিক্স করে দেব ।"



তবে কুনাল রসিক মানুষ । তিনি এর এক ফোঁটা বিরোধীতা না করে লিখেছেন, "আগে দেশের অর্থনীতিকে ফিক্স করে দাও ভাই ।" সঙ্গে কয়েকটা মজার স্মাইলি । দেখে নিন...



এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকা স্বরা ভাস্কর । তিনি লিখেছেন, "BJP-র জেনারেল সেক্রেটারি তাহলে সোশাল মিডিয়ায় এভাবে খোলাখুলি হুমকি দিচ্ছেন ? আমার কাছে তো এরকমই মনে হচ্ছে । রুলিং পার্টির এক নেতার কি ব্যবহার !! নাগরিকদের নিরপদ বোধ করানোর কি তাগিদ !"






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.