ETV Bharat / sitara

বর্ধমানে কোয়ারেন্টাইনে কেমন কাটছে 'চুনি'-র দিন - চুনি পান্না

শুটিং বন্ধ হওয়ার পরই বর্ধমানে নিজের বাড়িতে চলে যান অন্বেষা । এখন আপাতত সেখানেই রয়েছেন তিনি । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । এই পরিস্থিতির মধ্যে কেমনভাবে দিন কাটাচ্ছেন তা ETV ভারতের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

DF
SDF
author img

By

Published : Apr 1, 2020, 10:14 PM IST

Updated : Apr 1, 2020, 10:22 PM IST

কলকাতা : সপ্তাহের সাতদিনই দর্শকদের মন জয় করতে ছোটো পরদায় চলে আসত চুনি । অর্থাৎ ধারাবাহিক 'চুনিপান্নার' মুখ্য অভিনেত্রী অন্বেষা হাজরা । কিন্তু, লকডাউনের কারণে এখন বন্ধ শুটিং । এই সময় কার্যত গৃহবন্দী তারকারা । পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । তবে এই পরিস্থিতিতে কেমন আছেন অন্বেষা ? ETV ভারতের সঙ্গে নিজের কথা শেয়ার করে নিলেন তিনি ।

sdf
.

অন্বেষার বাড়ি বর্ধমানে । 18 মার্চ থেকে শুটিং বন্ধ হওয়ার পরপরই বাড়ি চলে যান তিনি । এখন আপাতত সেখানেই রয়েছেন । ছোটো থেকেই যৌথ পরিবারে বড় হয়েছেন তিনি । কিন্তু, বাড়িতে কেমন করে কাটছে তাঁর সময় ? এ প্রসঙ্গে অন্বেষা বলেন, "এই সময় আমাদের বাড়ি থেকে না বের হওয়াই ভালো । বাবা-মায়ের কাছে বর্ধমানে চলে এসেছি । এখানে বেশ ভালোই কাটচ্ছে সময় । মুভি ও ওয়েব সিরিজ় দেখে সময় কেটে যাচ্ছে । বাড়ির কাজও করছি । মাকে হাতে হাতে রান্না করে দিচ্ছি । ঘর পরিষ্কার করছি । আমাদের সোশাল মিডিয়াতে 'চুনিপান্না' গ্রুপে সবাই চিঠি পাঠান । সেই চিঠিগুলো পড়ছি । লাইভে এসে সবার সঙ্গে কথা বলছি । আমার চারপাশে সবাই সুস্থ আছে । এটাই বড় বিষয় ।"

কথায় কথায় নিজের বাড়ির কথাও আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন অন্বেষা । বলেন, "আমরা সব ভাইবোন এখন বাড়িতে চলে এসেছি । বাবার পেট্রোল পাম্প রয়েছে । এই সময় শুধু পাম্পটাই খোলা রয়েছে । তবে সবরকম সাবধানতা মানছে বাবা । সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে । স্যানিটাইজ়ার ব্যবহার করা হচ্ছে । আমরা নিজেরা যদি সতর্ক থাকি তাহলেই কোরোনা সংক্রমণ এড়ানো যাবে । প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা বাইরে কাজ করছেন, ডাক্তার, নার্স, পুলিশ, সবজি বিক্রেতা । তাঁরা যেন ভালো থাকেন, সেই কামনা করি ।"

xgf
পরিবারের সঙ্গে অন্বেষা

তবে এসবের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা করা হল না অন্বেষার । বলেন, "এতদিন পরপর বাড়ি আসা হয়, এবারটা পুরোপুরি বাড়ির সকলের সঙ্গে কাটছে । আমার বন্ধুরা কেউ এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, তাদের সঙ্গে দেখা হয়নি ।" একজন অভিনেত্রী অভিনয় ছাড়া থাকতেই পারেন না । সেই কাজ যখন বন্ধ, অনেক ক্ষেত্রেই ক্লান্তি আসতে পারে । তবে এ প্রসঙ্গে অন্বেষা বলেন, "আগে তো আমরা বাঁচি সবাই মিলে । তারপর না হয় কাজ করব ।"

dfg
বাবা-মায়ের সঙ্গে অন্বেষা

কথা শেষ করার আগে রাজ্যবাসীর উদ্দেশে অন্বেষা বলেন, "আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন । চলুন আমরা হারিয়ে দিই এই ভাইরাসকে ।" ঠিক যেমন বারবার চুনি হারায় ভূত দিম্মাকে !

কলকাতা : সপ্তাহের সাতদিনই দর্শকদের মন জয় করতে ছোটো পরদায় চলে আসত চুনি । অর্থাৎ ধারাবাহিক 'চুনিপান্নার' মুখ্য অভিনেত্রী অন্বেষা হাজরা । কিন্তু, লকডাউনের কারণে এখন বন্ধ শুটিং । এই সময় কার্যত গৃহবন্দী তারকারা । পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । তবে এই পরিস্থিতিতে কেমন আছেন অন্বেষা ? ETV ভারতের সঙ্গে নিজের কথা শেয়ার করে নিলেন তিনি ।

sdf
.

অন্বেষার বাড়ি বর্ধমানে । 18 মার্চ থেকে শুটিং বন্ধ হওয়ার পরপরই বাড়ি চলে যান তিনি । এখন আপাতত সেখানেই রয়েছেন । ছোটো থেকেই যৌথ পরিবারে বড় হয়েছেন তিনি । কিন্তু, বাড়িতে কেমন করে কাটছে তাঁর সময় ? এ প্রসঙ্গে অন্বেষা বলেন, "এই সময় আমাদের বাড়ি থেকে না বের হওয়াই ভালো । বাবা-মায়ের কাছে বর্ধমানে চলে এসেছি । এখানে বেশ ভালোই কাটচ্ছে সময় । মুভি ও ওয়েব সিরিজ় দেখে সময় কেটে যাচ্ছে । বাড়ির কাজও করছি । মাকে হাতে হাতে রান্না করে দিচ্ছি । ঘর পরিষ্কার করছি । আমাদের সোশাল মিডিয়াতে 'চুনিপান্না' গ্রুপে সবাই চিঠি পাঠান । সেই চিঠিগুলো পড়ছি । লাইভে এসে সবার সঙ্গে কথা বলছি । আমার চারপাশে সবাই সুস্থ আছে । এটাই বড় বিষয় ।"

কথায় কথায় নিজের বাড়ির কথাও আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন অন্বেষা । বলেন, "আমরা সব ভাইবোন এখন বাড়িতে চলে এসেছি । বাবার পেট্রোল পাম্প রয়েছে । এই সময় শুধু পাম্পটাই খোলা রয়েছে । তবে সবরকম সাবধানতা মানছে বাবা । সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে । স্যানিটাইজ়ার ব্যবহার করা হচ্ছে । আমরা নিজেরা যদি সতর্ক থাকি তাহলেই কোরোনা সংক্রমণ এড়ানো যাবে । প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা বাইরে কাজ করছেন, ডাক্তার, নার্স, পুলিশ, সবজি বিক্রেতা । তাঁরা যেন ভালো থাকেন, সেই কামনা করি ।"

xgf
পরিবারের সঙ্গে অন্বেষা

তবে এসবের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা করা হল না অন্বেষার । বলেন, "এতদিন পরপর বাড়ি আসা হয়, এবারটা পুরোপুরি বাড়ির সকলের সঙ্গে কাটছে । আমার বন্ধুরা কেউ এখনও পর্যন্ত বাড়িতে আসেনি, তাদের সঙ্গে দেখা হয়নি ।" একজন অভিনেত্রী অভিনয় ছাড়া থাকতেই পারেন না । সেই কাজ যখন বন্ধ, অনেক ক্ষেত্রেই ক্লান্তি আসতে পারে । তবে এ প্রসঙ্গে অন্বেষা বলেন, "আগে তো আমরা বাঁচি সবাই মিলে । তারপর না হয় কাজ করব ।"

dfg
বাবা-মায়ের সঙ্গে অন্বেষা

কথা শেষ করার আগে রাজ্যবাসীর উদ্দেশে অন্বেষা বলেন, "আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন । চলুন আমরা হারিয়ে দিই এই ভাইরাসকে ।" ঠিক যেমন বারবার চুনি হারায় ভূত দিম্মাকে !

Last Updated : Apr 1, 2020, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.