ETV Bharat / sitara

আসছে 'চরিত্রহীন' পার্ট ২

author img

By

Published : Apr 5, 2019, 5:48 PM IST

Updated : Apr 5, 2019, 7:02 PM IST

জনপ্রিয়তার কথা মাথাই রেখে এবার আসছে 'চরিত্রহীন' পার্ট ২।

চরিত্রহীন

কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'চরিত্রহীন' উপন্যাসের 100 বছর পূর্তিতে পরিচালক দেবালয় ভট্টাচার্য দর্শকের জন্য নিয়ে এসেছিলেন 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়। এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল নয়না গাঙ্গুলিকে । অন্যান্য চরিত্রে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, অঙ্কিতা মজুমদার সহ আরও অনেককে। ওয়েব সিরিজ়টি যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই জনপ্রিয় হয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথাই রেখে এবার আসছে 'চরিত্রহীন' পার্ট ২।

এবারও ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। সূত্র মারফত জানা যাচ্ছে, এবারও এই চরিত্রহীন পার্ট ২ ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করবেন নয়না গাঙ্গুলিই। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন সৌরভ দাস‌, সায়নী ঘোষ।

এর আগের 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়ে দর্শক দেখেছিলেন যে নয়না তাঁর স্বামী গৌরবকে খুন করে। আর এবার দেখা যাবে নয়না নতুন করে নিজের জীবন শুরু করে। কিরণময়ী মানে নয়না গাঙ্গুলি এবারও ধরা দেবেন তাঁর বোল্ড অবতারে। এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের।

কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'চরিত্রহীন' উপন্যাসের 100 বছর পূর্তিতে পরিচালক দেবালয় ভট্টাচার্য দর্শকের জন্য নিয়ে এসেছিলেন 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়। এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল নয়না গাঙ্গুলিকে । অন্যান্য চরিত্রে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, অঙ্কিতা মজুমদার সহ আরও অনেককে। ওয়েব সিরিজ়টি যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই জনপ্রিয় হয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথাই রেখে এবার আসছে 'চরিত্রহীন' পার্ট ২।

এবারও ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। সূত্র মারফত জানা যাচ্ছে, এবারও এই চরিত্রহীন পার্ট ২ ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করবেন নয়না গাঙ্গুলিই। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন সৌরভ দাস‌, সায়নী ঘোষ।

এর আগের 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়ে দর্শক দেখেছিলেন যে নয়না তাঁর স্বামী গৌরবকে খুন করে। আর এবার দেখা যাবে নয়না নতুন করে নিজের জীবন শুরু করে। কিরণময়ী মানে নয়না গাঙ্গুলি এবারও ধরা দেবেন তাঁর বোল্ড অবতারে। এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের।

Intro:চরিত্রহীন ওয়েব সিরিজ এর সাফল্যে ভর করে আসছে চরিত্রহীন পার্ট 2

অমিত চক্রবর্তী,কলকাতা: গত বছরের মাঝামাঝি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন উপন্যাসের 100 বছর পূর্তি উপলক্ষে পরিচালক দেবালয় ভট্টাচার্য দর্শকদের জন্য নিয়ে এসেছিলেন চরিত্রহীন ওয়েব সিরিজ। নতুন এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের বাঙালি অভিনেত্রী নয়না গাঙ্গুলী কে প্রধান চরিত্রে। এছাড়া অন্যান্য চরিত্রে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ,সৌরভ দাস, অঙ্কিতা মজুমদার সহ আরো অনেকে। ওয়েব সিরিজটি মুক্তির পরই দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয় গল্পের নতুনত্ব এবং ওয়েবসাইট প্রধান অভিনেত্রী নয়না অভিনয় কে কেন্দ্র করে। পরিচালক দেবালয় চরিত্রহীন কে বর্তমান পেক্ষাপটে এনে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। এ পর্যন্ত হইচই ওয়েব সিরিজ দর্শকদের বিচারে যে কটা ওয়েব সিরিজ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ জাগাতে পেয়েছিল তার মধ্যে চরিত্রহীন ছিল অন্যতম।


Body:আর সেই চরিত্রহীন ওয়েব সিরিজ এ সাফল্যের উপর ভিত্তি করে এবার পরিচালক দেবালয় ভট্টাচার্য নিয়ে আসছেন চরিত্রহীন পাট 2। বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে এবারের এই চরিত্রহীন পাট 2 ওয়েব সিরিজ এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নয়না গাঙ্গুলী কে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস‌, সায়নী ঘোষ সহ আরো অনেকে। এর আগের চরিত্রহীন ওয়েব সিরিজে দর্শকরা দেখেছিলেন, যে নয়না তার স্বামী গৌরব কে গল্পের শেষে খুন করে এবং এই খুনের জন্য তার জেল হয়।আর এবার দেখা যাবে নয়না জেল থেকে বেরিয়ে কিভাবে তার জীবন অতিবাহিত করতে চলেছে। তবে এবার একটি বিষয় নিশ্চিত করেই বলা যায় যে, কিরণময়ী মানে নয়না গাঙ্গুলী পর্দায় তার অভিনয় এবং সাহসী দৃশ্য দর্শকদের আরো বেশি করে মাতিয়ে রাখতে চলেছেন। এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের, যখন এই মাসের শেষ দিক থেকে শুটিং ফ্লোরে যেতে চলেছে চরিত্রহীন পার্ট টু-এর কলাকুশলীরা।


Conclusion:
Last Updated : Apr 5, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.