দিল্লি, 31 জানুয়ারি : রাজ্যের পর এবার সিনেমা হলের দর্শক আসনের ক্ষেত্রে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার । নয়া নির্দেশিকা অনুসারে, 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে হাজির থাকতে পারবেন 100 শতাংশ দর্শক । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে গতকাল এই নয়া নির্দেশিকা জারি করা হয় ।
তবে হলগুলিতে 100 শতাংশ দর্শক উপস্থিত থাকার কথা বলা হলেও কোরোনা পরিস্থিতির মধ্যে বেশ কিছু নির্দেশ মানতে হবে হল মালিক ও দর্শকদের । আজ সেই নির্দেশিকাগুলি প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।
যেখানে বলা হয়েছে, কনটেনমেন্ট জ়োনে কোনও সিনেমা দেখানো যাবে না । হলের বাইরে থার্মাল স্ক্রিনিং ও দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা ও ডিজিটাল পেমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে নির্দেশিকায় ।
-
Good news for Cinema lovers:
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Today, Issued the revised SOP for the film exhibition, 100% occupancy will be allowed in theatres from 1st February, but all @MoHFW_INDIA #COVID19 guidelines will have to be followed.https://t.co/5vfZtAoHXW@MIB_India pic.twitter.com/89qZpSiMhq
">Good news for Cinema lovers:
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 31, 2021
Today, Issued the revised SOP for the film exhibition, 100% occupancy will be allowed in theatres from 1st February, but all @MoHFW_INDIA #COVID19 guidelines will have to be followed.https://t.co/5vfZtAoHXW@MIB_India pic.twitter.com/89qZpSiMhqGood news for Cinema lovers:
— Prakash Javadekar (@PrakashJavdekar) January 31, 2021
Today, Issued the revised SOP for the film exhibition, 100% occupancy will be allowed in theatres from 1st February, but all @MoHFW_INDIA #COVID19 guidelines will have to be followed.https://t.co/5vfZtAoHXW@MIB_India pic.twitter.com/89qZpSiMhq
সিনেমা হলের মধ্যে ভিড় এড়াতে দুটি শোয়ের সময়ের মধ্যে বেশ কিছুটা পার্থক্য রাখার কথা বলা হয়েছে । স্যানিটাইজ়ারের ব্যবহার বাধ্যতামূলক । এছাড়া এখন কাউন্টার থেকে খাবার কিনে তা হলের মধ্যে বসে দর্শকরা খেতে পারবেন বলেও নির্দেশিকায় বলা হয়েছে ।
নির্দেশিকা ঘোষণার পর মন্ত্রী বলেন, "এই সব বিষয়গুলি আমাদের কাছে খুবই স্বাভাবিক ছিল । কিন্তু, পরিস্থিতি জেরে এই স্বাভাবিক বিষয়গুলি আমাদের কাছে নিষিদ্ধ হয়ে যায় । কিন্তু, সব কিছু আবার স্বাভাবিক হতে চলেছে । সেই কারণে এখন থেকে সিনেমা হলে 100 শতাংশ দর্শক যেতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এটা সিনেমা প্রেমীদের কাছে খুবই খুশির খবর ।"
আরও পড়ুন : এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । এরপর প্রায় সাত মাস পর 15 অক্টোবর খোলে সিনেমা হলের দরজা । যদিও সেই সময় দর্শক আসনের মাত্র 50 শতাংশ পূরণ করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । এরপর 8 জানুয়ারি রাজ্যের সব সিনেমা হলে 100 শতাংশ দর্শক হাজির থাকতে পারবেন বলে ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ দর্শক আসনের 100 শতাংশই পূরণ করা যাবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল ।