ETV Bharat / sitara

মঞ্চস্থ ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'-এর চতুর্দশ শো - ক্যাফে থিয়েটার তারামণ্ডল

কফি বা চায়ে চুমুক দিতে দিতে নাটকের মজা নিতে মন্দ লাগে না । বিদেশে এই ধারণা অনেক আগেই দেখা গেছে । কিন্তু, কলকাতায় এটা একেবারেই নতুন । ফলে দর্শকদের এই বিষয়টিকে মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন নাটকের কলাকুশলীরা । তবে দর্শকরা যে গ্রহণ করবেন সে বিষয়ে আশাবাদী তাঁরা ।

fd
author img

By

Published : Nov 11, 2019, 10:16 PM IST

কলকাতা : থিয়েটার এখন শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয় । তা আগেই প্রমাণ হয়েছে । কিন্তু, চা বা কফির সঙ্গে স্ন্যাক্সে যদি জায়গা করে নেয় থিয়েটার, তাহলে খারাপ কী ? আর সেই কথা মাথায় রেখেই পথ চলা শুরু হয়েছিল নাইন হোল ইয়ার্ডসের । পাবলিক ডিমান্ডে ক্যাফেতে ফিরেছিল ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। মঞ্চস্থ হল তাঁদের 14 তম শো ।

কফি বা চায়ে চুমুক দিতে দিতে নাটকের মজা নিতে মন্দ লাগে না । বিদেশে এই ধারণা অনেক আগেই দেখা গেছে । কিন্তু, কলকাতায় এটা একেবারেই নতুন । ফলে দর্শকদের এই বিষয়টিকে মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন নাটকের কলাকুশলীরা । তবে দর্শকরা যে গ্রহণ করবেন সে বিষয়ে আশাবাদী তাঁরা ।

cafe theater taramondal fourteenth show
তারামণ্ডল

অভ্রজিত সেন পরিচালিত 'তারামণ্ডল' নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে । সেই সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপ্তদীপ চক্রবর্তী, সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জি, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান ।

এছাড়াও এই থিয়েটার ক্যাফেটি দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিবৃতি চাটার্জি, উষসী চক্রবর্তী ও পরিচালক জয়দীপ মুখার্জি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : থিয়েটার এখন শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয় । তা আগেই প্রমাণ হয়েছে । কিন্তু, চা বা কফির সঙ্গে স্ন্যাক্সে যদি জায়গা করে নেয় থিয়েটার, তাহলে খারাপ কী ? আর সেই কথা মাথায় রেখেই পথ চলা শুরু হয়েছিল নাইন হোল ইয়ার্ডসের । পাবলিক ডিমান্ডে ক্যাফেতে ফিরেছিল ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। মঞ্চস্থ হল তাঁদের 14 তম শো ।

কফি বা চায়ে চুমুক দিতে দিতে নাটকের মজা নিতে মন্দ লাগে না । বিদেশে এই ধারণা অনেক আগেই দেখা গেছে । কিন্তু, কলকাতায় এটা একেবারেই নতুন । ফলে দর্শকদের এই বিষয়টিকে মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন নাটকের কলাকুশলীরা । তবে দর্শকরা যে গ্রহণ করবেন সে বিষয়ে আশাবাদী তাঁরা ।

cafe theater taramondal fourteenth show
তারামণ্ডল

অভ্রজিত সেন পরিচালিত 'তারামণ্ডল' নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে । সেই সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপ্তদীপ চক্রবর্তী, সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জি, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান ।

এছাড়াও এই থিয়েটার ক্যাফেটি দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিবৃতি চাটার্জি, উষসী চক্রবর্তী ও পরিচালক জয়দীপ মুখার্জি ।

দেখুন ভিডিয়ো
Intro:বিদেশের ধাঁচে দেশে ক্যাফে থিয়েটারে জনপ্রিয়তা বাড়ছে তারামণ্ডলের হাত ধরে অমিত চক্রবর্তী,কলকাতা: থিয়েটার এখন শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয়,আর তারই উজ্জ্বল নমুনা হলো নাইন হোল ইয়ার্ডসের এর উদ্যোগে ক্যাফে থিয়েটার তারামণ্ডল। বিদেশে থিয়েটার কে কেন্দ্র করে যে নিত্যনতুন ভাবনা দর্শকদের সামনে উঠে আসে তার অন্যতম হলো একটি ক্যাফেতে লোকজনের আসা-যাওয়ার মাঝে নিজেদের নাটকে তুলে ধরা। আর দেখতে দেখতে গতকাল মঞ্চস্থ হলো তারামণ্ডলের 14 তম শো। অভ্রজিত সেন পরিচালিত তারামণ্ডল নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য কে। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবপ্রিয় মুখার্জি,সৌম্যদীপ চক্রবর্তী, দীপ্তদীপ চক্রবর্তী, অনন্যা সেন,তানিকা বাসু সহ আরো অনেকে। এবং এই তারামণ্ডল নাটকটি পরিচালনা করেছেন সায়ন্তন ব্যানার্জি। এছাড়াও এদিনের এই থিয়েটার ক্যাফে টি দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিবৃতি চাটার্জী, উষসী চক্রবর্তী ও পরিচালক জয়দীপ মুখার্জি।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.