কলকাতা : থিয়েটার এখন শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয় । তা আগেই প্রমাণ হয়েছে । কিন্তু, চা বা কফির সঙ্গে স্ন্যাক্সে যদি জায়গা করে নেয় থিয়েটার, তাহলে খারাপ কী ? আর সেই কথা মাথায় রেখেই পথ চলা শুরু হয়েছিল নাইন হোল ইয়ার্ডসের । পাবলিক ডিমান্ডে ক্যাফেতে ফিরেছিল ক্যাফে থিয়েটার 'তারামণ্ডল'। মঞ্চস্থ হল তাঁদের 14 তম শো ।
কফি বা চায়ে চুমুক দিতে দিতে নাটকের মজা নিতে মন্দ লাগে না । বিদেশে এই ধারণা অনেক আগেই দেখা গেছে । কিন্তু, কলকাতায় এটা একেবারেই নতুন । ফলে দর্শকদের এই বিষয়টিকে মানিয়ে নিতে একটু সময় লাগবে জানিয়েছেন নাটকের কলাকুশলীরা । তবে দর্শকরা যে গ্রহণ করবেন সে বিষয়ে আশাবাদী তাঁরা ।
অভ্রজিত সেন পরিচালিত 'তারামণ্ডল' নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে । সেই সঙ্গে প্রধান চরিত্রে ছিলেন দীপ্তদীপ চক্রবর্তী, সৌম্যদীপ চক্রবর্তী, দেবপ্রিয় মুখার্জি, অনন্যা সেন, পলাশ চতুর্বেদী ও রায়ান ।
এছাড়াও এই থিয়েটার ক্যাফেটি দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিবৃতি চাটার্জি, উষসী চক্রবর্তী ও পরিচালক জয়দীপ মুখার্জি ।