ETV Bharat / sitara

Bigg Boss OTT: প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী - প্রতীক সেহজপালের খবর

বিগ বস ওটিটির (Bigg Boss OTT) ঘরে গায়িকা নেহা ভাসিন (Neha Bhasin) ও প্রতীক সেহজপালের (Pratik Sehajpal) সম্পর্কের রসায়ন নিয়ে এ বার নিজের প্রতিক্রিয়া জানালেন নেহার স্বামী সমীর উদ্দিন (Sameer Uddin)৷

bigg-boss-ott-neha-bhasins-husband-reacts-to-her-relation-with-pratik-sehajpal-in-show
প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী
author img

By

Published : Sep 6, 2021, 3:43 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: বিগ বস ওটিটিতে (Bigg Boss OTT) সঙ্গীতশিল্পী নেহা ভাসিন (Neha Bhasin) ও প্রতীক সেহজপালের (Pratik Sehajpal) সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন নেহার স্বামী সমীর উদ্দিন (Sameer Uddin)৷ তিনি এ প্রসঙ্গে বলেছেন, "ওরা হাইস্কুলের বাচ্চার মতো আচরণ করছে ৷"

বছর চারেক আগে সঙ্গীত পরিচালক সমীর উদ্দিনের সঙ্গে বিয়ে হয় গায়িকা নেহা ভাসিনের ৷ বিগ বস ওটিটির ঘরে তিনি ও প্রতীক একে-অপরের প্রেমে পড়েছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে বিনোদুনিয়ায় ৷ এই সম্পর্ককে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে নেহার স্বামী সমীর বললেন, "আপনাকে প্রায় সবসময় একটি ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধ্য করা হচ্ছে ৷ এটা খুবই স্বাভাবিক যে আপনি একজনের সঙ্গে সংযোগের ক্ষেত্রে প্রেম, ঘৃণা, রাগ ইত্যাদির মতো সমস্ত আবেগের শিকার হবেন এবং এটি কেবল ওদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় । অন্যান্য প্রতিযোগীদের ক্ষেত্রেও একই অনুভূতি হচ্ছে ৷"

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

নেহা-প্রতীকের সম্পর্ক নিয়ে সমীর আরও বলেছেন, "নেহা ও প্রতীক হাইস্কুলের বাচ্চাদের মতো আচরণ করছে ৷ ওরা একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে, লড়ছে, ফ্লার্ট করছে, টিজ করছে, প্র্যাংক করছে ৷ আবার যখন প্রয়োজন পড়ছে, তখন ওরা একে-অপরকে সাহায্যও করছে, মনের কথাও শেয়ার করছে ৷ যাঁরা নেহাকে চেনেন তাঁরা জানেন যে, বহির্জগতের সঙ্গেও নেহা ঠিক এই একইরকম আচরণ করে ৷"

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

বিগ বসের ডিজিটাল ভার্সানের উপস্থাপনা করছেন চিত্রনির্মাতা করণ জহর (Karan Johar)৷ অগস্ট 8-এ ভূতে হয়েছে এর প্রিমিয়ার ৷ 6 সপ্তাহের বিগ বস ওটিটি ডিজিটাল এক্সক্লুসিভ শো শেষ হলে তা আবার সম্প্রচারিত হবে কালার্সে ৷ সলমন খানের (Salman Khan) বিগ বস (Bigg Boss) সিজন 15-এর সঙ্গে শুরু হবে বিগ বস ওটিটির টেলিভিশন সফর ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: বিগ বস ওটিটিতে (Bigg Boss OTT) সঙ্গীতশিল্পী নেহা ভাসিন (Neha Bhasin) ও প্রতীক সেহজপালের (Pratik Sehajpal) সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন নেহার স্বামী সমীর উদ্দিন (Sameer Uddin)৷ তিনি এ প্রসঙ্গে বলেছেন, "ওরা হাইস্কুলের বাচ্চার মতো আচরণ করছে ৷"

বছর চারেক আগে সঙ্গীত পরিচালক সমীর উদ্দিনের সঙ্গে বিয়ে হয় গায়িকা নেহা ভাসিনের ৷ বিগ বস ওটিটির ঘরে তিনি ও প্রতীক একে-অপরের প্রেমে পড়েছেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে বিনোদুনিয়ায় ৷ এই সম্পর্ককে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে নেহার স্বামী সমীর বললেন, "আপনাকে প্রায় সবসময় একটি ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধ্য করা হচ্ছে ৷ এটা খুবই স্বাভাবিক যে আপনি একজনের সঙ্গে সংযোগের ক্ষেত্রে প্রেম, ঘৃণা, রাগ ইত্যাদির মতো সমস্ত আবেগের শিকার হবেন এবং এটি কেবল ওদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় । অন্যান্য প্রতিযোগীদের ক্ষেত্রেও একই অনুভূতি হচ্ছে ৷"

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

নেহা-প্রতীকের সম্পর্ক নিয়ে সমীর আরও বলেছেন, "নেহা ও প্রতীক হাইস্কুলের বাচ্চাদের মতো আচরণ করছে ৷ ওরা একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে, লড়ছে, ফ্লার্ট করছে, টিজ করছে, প্র্যাংক করছে ৷ আবার যখন প্রয়োজন পড়ছে, তখন ওরা একে-অপরকে সাহায্যও করছে, মনের কথাও শেয়ার করছে ৷ যাঁরা নেহাকে চেনেন তাঁরা জানেন যে, বহির্জগতের সঙ্গেও নেহা ঠিক এই একইরকম আচরণ করে ৷"

আরও পড়ুন : Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের

বিগ বসের ডিজিটাল ভার্সানের উপস্থাপনা করছেন চিত্রনির্মাতা করণ জহর (Karan Johar)৷ অগস্ট 8-এ ভূতে হয়েছে এর প্রিমিয়ার ৷ 6 সপ্তাহের বিগ বস ওটিটি ডিজিটাল এক্সক্লুসিভ শো শেষ হলে তা আবার সম্প্রচারিত হবে কালার্সে ৷ সলমন খানের (Salman Khan) বিগ বস (Bigg Boss) সিজন 15-এর সঙ্গে শুরু হবে বিগ বস ওটিটির টেলিভিশন সফর ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.