ETV Bharat / sitara

ছেলের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাইলেন কুমার শানু - Kumar Sanu apologies

মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে কুমার শানু পুত্র জান কুমার শানুর বিরুদ্ধে । এরপর অবশ্য এই ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পাশাপাশি মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন জান । আর ছেলের এই ধরনের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে নিয়েছেন স্বয়মং কুমার শানুও ।

sdf
zsdf
author img

By

Published : Oct 30, 2020, 10:33 PM IST

মুম্বই : 'বিগ বস'-এর ঘরে এই মন্তব্যের জেরে নেটিজ়েনদের ও মহারাষ্ট্র সরকারের কটাক্ষের মুখে পড়েছিলেন কুমার শানু পুত্র জান কুমার শানু । মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । এরপর অবশ্য এই ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পাশাপাশি মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন জান । আর ছেলের এই ধরনের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে নিয়েছেন স্বয়ং কুমার শানুও ।

সোশাল মিডিয়ায় ভাইরাল কুমার শানুর একটি ভিডিয়ো । সেখানে এই বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । বলেন, "আমি শুনেছি আমার ছেলে জান যে কথা বলেছে । গত 41 বছরে এই কথা আমি ভাবতেও পারিনি । যেই মহারাষ্ট্র ও মুম্বই আমাকে আশির্বাদ দিয়েছে, যার মাধ্যমে আমি নাম, খ্যাতি সব পেয়েছি সেই মহারাষ্ট্রকে নিয়ে এই ধরনের কোনও কথা আমি বাবেই পারি না । আমার ছেলে যে ভাষাকে নিয়ে এই কথা বলেছে, আমি দেশের সব ভাষাকেই ভালোবাসি । সব ভাষায় আমি গানও গেয়েছি ।"

তিনি আরও বলেন, "27 বছর ধরে আমি ছেলের সঙ্গে থাকি না । আমরা 27 বছর ধরে আলাদা রয়েছি । তো তার মা কী শিক্ষা দিয়েছে, কীভাবে এই ধরনের সে কথা বলে এটা আমি জানি না । ছেলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

এই শোয়ের সাম্প্রতিক এপিসোডে নিকি তম্বোলি নামে এক প্রতিযোগিকে মারাঠি ভাষায় কথা বলতে বারণ করেন জান । বলেন, "মারাঠি ভাষা আমায় বিরক্ত করে ।" মারাঠির পরিবর্তে নিকিকে হিন্দিতে কথা বলার পরামর্শ দেন তিনি ।

জানের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । এই মন্তব্যকে 'অপমানজনক' ও 'মারাঠা বিরোধী' বলে উল্লেখ করেন তাঁরা । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে জান ও চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছিল শিবসেনা । তারপর চ্যানেল কর্তৃপক্ষ ও জানের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয় ।

মুম্বই : 'বিগ বস'-এর ঘরে এই মন্তব্যের জেরে নেটিজ়েনদের ও মহারাষ্ট্র সরকারের কটাক্ষের মুখে পড়েছিলেন কুমার শানু পুত্র জান কুমার শানু । মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । এরপর অবশ্য এই ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষের পাশাপাশি মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন জান । আর ছেলের এই ধরনের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে নিয়েছেন স্বয়ং কুমার শানুও ।

সোশাল মিডিয়ায় ভাইরাল কুমার শানুর একটি ভিডিয়ো । সেখানে এই বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । বলেন, "আমি শুনেছি আমার ছেলে জান যে কথা বলেছে । গত 41 বছরে এই কথা আমি ভাবতেও পারিনি । যেই মহারাষ্ট্র ও মুম্বই আমাকে আশির্বাদ দিয়েছে, যার মাধ্যমে আমি নাম, খ্যাতি সব পেয়েছি সেই মহারাষ্ট্রকে নিয়ে এই ধরনের কোনও কথা আমি বাবেই পারি না । আমার ছেলে যে ভাষাকে নিয়ে এই কথা বলেছে, আমি দেশের সব ভাষাকেই ভালোবাসি । সব ভাষায় আমি গানও গেয়েছি ।"

তিনি আরও বলেন, "27 বছর ধরে আমি ছেলের সঙ্গে থাকি না । আমরা 27 বছর ধরে আলাদা রয়েছি । তো তার মা কী শিক্ষা দিয়েছে, কীভাবে এই ধরনের সে কথা বলে এটা আমি জানি না । ছেলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

এই শোয়ের সাম্প্রতিক এপিসোডে নিকি তম্বোলি নামে এক প্রতিযোগিকে মারাঠি ভাষায় কথা বলতে বারণ করেন জান । বলেন, "মারাঠি ভাষা আমায় বিরক্ত করে ।" মারাঠির পরিবর্তে নিকিকে হিন্দিতে কথা বলার পরামর্শ দেন তিনি ।

জানের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । এই মন্তব্যকে 'অপমানজনক' ও 'মারাঠা বিরোধী' বলে উল্লেখ করেন তাঁরা । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে জান ও চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছিল শিবসেনা । তারপর চ্যানেল কর্তৃপক্ষ ও জানের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.