ছিল কেন? তার কারণ, সেন পরিবারের কেউই আজ ভোট দিতে যাচ্ছেন না। এ বিষয়টি ETV Bharat'র প্রতিনিধিকে খোলসা করে বললেন রেশমি সেন।
রেশমির কণ্ঠে ক্ষোভ-দুঃখ মিলেমিশে রয়েছে। তিনি সাফ বললেন, "কাকে ভোট দেব। এমন কারোর নাম বলুন যাঁকে ভোট দেওয়া যায়। যাঁকে ভরসা করা যায়। ভোটকে কেন্দ্র করে অরাজগতা চলছে গোটা দেশে। ছড়িয়েছে হিংসা আর বিদ্বেষে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অনেক আগে থেকেই মানুষ মরছে ভোটের জন্য। ভোট একটা আনন্দ উৎসব হয়েছিল। এখন তা পরিণত হয়েছে মৃত্যু উদযাপনে। আমরা কাউকে ভরসা করতে পারছি না বলে কাউকেই ভোট দিচ্ছি না। খারাপের সঙ্গে খুব খারাপের লড়াই। ভালো কী কেউ আছে রাজনীতিতে, যাঁকে দেখে দেশের দায়িত্ব সপে দেওয়া যাবে।"
তাঁর আরও দাবি, "সেরকম ভরসাযোগ্য মানুষ যখন নেই, আমরা যেহেতু কাউকে ভরসা করতেই পারছি না, তাই ভোটও দিচ্ছি না। বলতে পারেন আমরা ভোট বয়কট করেছি এবছর। যেই আসুক খারাপই হবে।"
যদিও কৌশিক সেন এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি। ভোট না দেওয়ার বিষয় প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।