ETV Bharat / sitara

প্রশিক্ষণ ছাড়াই প্লেন ওড়াল তিতলি, সিরিয়ালের প্লট দেখে হেসে কুটোপাটি দর্শক - বাংলা ধারাবাহিক তিতলি

কোনও প্রশিক্ষণ ছাড়াই প্লেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পাইলটের আসনে বসে পড়ল তিতলি । সব ধ্বংস হওয়ার আগে সে নিজেই শেষ চেষ্টা করল আর তার পিছনে বসে সাহস যোগাল স্বামী সানি । 'তিতলি' ধারাবাহিকের এই হাস্যকর প্লট দেখে হেসে কুটোপাটি খেল দর্শক ।

bengali serial titli stupid plot
bengali serial titli stupid plot
author img

By

Published : Nov 13, 2020, 11:21 AM IST

কলকাতা : বাংলা ধারাবাহিকের প্লট নিয়ে একগাদা অভিযোগ । প্লটে বাস্তবতার অভাব, কুসংস্কারের ছড়াছড়ি, নতুন মোড় আনতে হাস্যকর অবৈজ্ঞানিক টুইস্ট...এই ধরনের অভিযোগ উঠেই থাকে । কবে প্রশিক্ষণ ছাড়া প্লেন ওড়ানো ? না এতটা বাড়াবাড়ি বোধহয় কেউ আশা করেননি ।

'তিতলি' ধারাবাহিকে এমনটাই দেখানো হবে আগামী সপ্তাহে । চ্যানেলের পক্ষ থেকে রিলিজ় করা হয়েছে প্রোমো । সেই প্রোমো দেখেই হেসে কুটোপাটি খাচ্ছে দর্শক । তাহলে পুরো পর্বটা দেখলে কী হবে কে জানে !

bengali serial titli stupid plot
ধারাবাহিকের দৃশ্য

তিতলির স্বপ্ন সে বড় হয়ে পাইলট হবে । তবে সে বধির । তাই এখনও অবধি পাইলট হওয়া হয়নি তার । কিন্তু বাংলা সিরিয়ালে সব সম্ভব । তাই প্রশিক্ষণ ছাড়াই সে পাইলটের আসনে বসে গেল । প্লেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল । আর পাশে বসে বধির তিতলিকে সাহস যোগাল তার স্বামী সানি ।

এই প্রোমো দেখে দর্শক চুপ থাকেননি । তারা সোশাল মিডিয়ার পাতা ভরিয়ে দিয়েছেন নিন্দা আর সমালোচনায় । দেখে নিন সেই পোস্ট...

আগামী 16 থেকে 20 নভেম্বর স্টার জলসায় দেখানো হবে 'তিতলি' মহাসপ্তাহ । আর সেখানেই দেখানো হবে এই অবিশ্বাস্য ঘটনা ।

কলকাতা : বাংলা ধারাবাহিকের প্লট নিয়ে একগাদা অভিযোগ । প্লটে বাস্তবতার অভাব, কুসংস্কারের ছড়াছড়ি, নতুন মোড় আনতে হাস্যকর অবৈজ্ঞানিক টুইস্ট...এই ধরনের অভিযোগ উঠেই থাকে । কবে প্রশিক্ষণ ছাড়া প্লেন ওড়ানো ? না এতটা বাড়াবাড়ি বোধহয় কেউ আশা করেননি ।

'তিতলি' ধারাবাহিকে এমনটাই দেখানো হবে আগামী সপ্তাহে । চ্যানেলের পক্ষ থেকে রিলিজ় করা হয়েছে প্রোমো । সেই প্রোমো দেখেই হেসে কুটোপাটি খাচ্ছে দর্শক । তাহলে পুরো পর্বটা দেখলে কী হবে কে জানে !

bengali serial titli stupid plot
ধারাবাহিকের দৃশ্য

তিতলির স্বপ্ন সে বড় হয়ে পাইলট হবে । তবে সে বধির । তাই এখনও অবধি পাইলট হওয়া হয়নি তার । কিন্তু বাংলা সিরিয়ালে সব সম্ভব । তাই প্রশিক্ষণ ছাড়াই সে পাইলটের আসনে বসে গেল । প্লেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল । আর পাশে বসে বধির তিতলিকে সাহস যোগাল তার স্বামী সানি ।

এই প্রোমো দেখে দর্শক চুপ থাকেননি । তারা সোশাল মিডিয়ার পাতা ভরিয়ে দিয়েছেন নিন্দা আর সমালোচনায় । দেখে নিন সেই পোস্ট...

আগামী 16 থেকে 20 নভেম্বর স্টার জলসায় দেখানো হবে 'তিতলি' মহাসপ্তাহ । আর সেখানেই দেখানো হবে এই অবিশ্বাস্য ঘটনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.