ETV Bharat / sitara

বন্ধ হচ্ছে 'চুনিপান্না' ? - bengali serial chunnipanna

শেষ হতে চলেছে ধারাবাহিক 'চুনিপান্না'। সূত্রের খবর, 11 অক্টোবরই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ।

asd
asd
author img

By

Published : Sep 28, 2020, 8:34 PM IST

কলকাতা : আর দেখা যাবে না ভূতদিম্মা পান্না ও চুনির খুনসুটি । শেষ হতে চলেছে ধারাবাহিক 'চুনিপান্না'। সূত্রের খবর, 11 অক্টোবরই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ।

শুরু থেকে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল ধারাবাহিক 'চুনিপান্না'। অভিনয়, স্ক্রিপ্ট, ছক ভাঙা বিষয়বস্তু নিয়ে এসেছিল এই ধারাবাহিক । যেখানে শাশুড়ি বউমার ঝামেলা ও স্বামী-স্ত্রীর ভালোবাসা থাকলেও ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল চুনি ও পান্না ।

sdf
.

এখানে চুনি একজন ছটফটে মেয়ে, যার সদ্য বিয়ে হয়েছে । আর এমন এক বাড়িতে বিয়ে হয়েছে যেখানে ভূত আছে । ভূত আছে খবর পেয়েই সে ওই বাড়িতে বিয়ে করতে রাজি হয়েছে । তার নেশা ভূত ধরা । নিজের বাড়ি ও আশপাশে অনেক খুঁজেও কিছুতে মনের মত ভূত পাচ্ছিল না সে । তারপর অভয়ভবনের ভূতদিম্মা পান্নাকে খুঁজে পায় সে । আসলে ভূতের বাতিক আছে এই মেয়েকে পান্নাই খুঁজে বের করে । তারপর নানা ফন্দি মাথা থেকে বের করে বাড়ির ছোটো ছেলে নির্ভীকের সঙ্গে তার বিয়ের দেয় । তারপর নানা ঘটনা ঘটে ।

sdf
.

প্রথমে এই ধারাবাহিক সম্প্রচারিত হত রাত সাড়ে 10টায় । তার মাসখানেক পর দেখা গেল, সময় এগোনোর জায়গায় তা আরও এক ঘণ্টা পিছিয়ে রাত সাড়ে 11টায় সম্প্রচারিত হতে শুরু করল । তাতে TRP অনেকটাই পড়ে যায় । সূত্র থেকে জানা গিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হয়ে যাবে ধারাবাহিকের শুটিং । আর ধারাবাহিকের কলাকুশলীদের জানানো হয়েছে 11 অক্টোবর শেষবারের মতো সম্প্রচারিত হবে 'চুনিপান্না'।

কলকাতা : আর দেখা যাবে না ভূতদিম্মা পান্না ও চুনির খুনসুটি । শেষ হতে চলেছে ধারাবাহিক 'চুনিপান্না'। সূত্রের খবর, 11 অক্টোবরই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ।

শুরু থেকে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল ধারাবাহিক 'চুনিপান্না'। অভিনয়, স্ক্রিপ্ট, ছক ভাঙা বিষয়বস্তু নিয়ে এসেছিল এই ধারাবাহিক । যেখানে শাশুড়ি বউমার ঝামেলা ও স্বামী-স্ত্রীর ভালোবাসা থাকলেও ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল চুনি ও পান্না ।

sdf
.

এখানে চুনি একজন ছটফটে মেয়ে, যার সদ্য বিয়ে হয়েছে । আর এমন এক বাড়িতে বিয়ে হয়েছে যেখানে ভূত আছে । ভূত আছে খবর পেয়েই সে ওই বাড়িতে বিয়ে করতে রাজি হয়েছে । তার নেশা ভূত ধরা । নিজের বাড়ি ও আশপাশে অনেক খুঁজেও কিছুতে মনের মত ভূত পাচ্ছিল না সে । তারপর অভয়ভবনের ভূতদিম্মা পান্নাকে খুঁজে পায় সে । আসলে ভূতের বাতিক আছে এই মেয়েকে পান্নাই খুঁজে বের করে । তারপর নানা ফন্দি মাথা থেকে বের করে বাড়ির ছোটো ছেলে নির্ভীকের সঙ্গে তার বিয়ের দেয় । তারপর নানা ঘটনা ঘটে ।

sdf
.

প্রথমে এই ধারাবাহিক সম্প্রচারিত হত রাত সাড়ে 10টায় । তার মাসখানেক পর দেখা গেল, সময় এগোনোর জায়গায় তা আরও এক ঘণ্টা পিছিয়ে রাত সাড়ে 11টায় সম্প্রচারিত হতে শুরু করল । তাতে TRP অনেকটাই পড়ে যায় । সূত্র থেকে জানা গিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হয়ে যাবে ধারাবাহিকের শুটিং । আর ধারাবাহিকের কলাকুশলীদের জানানো হয়েছে 11 অক্টোবর শেষবারের মতো সম্প্রচারিত হবে 'চুনিপান্না'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.