ETV Bharat / sitara

Beat Blasters new music video Paracyclone: ব্যান্ডের জন্মদিনে আসছে বিট ব্লাস্টার্সের নয়া মিউজিক ভিডিয়ো - বিট ব্লাস্টার্সের মিউজিক ভিডিয়ো

ব্যান্ডের (instrumental band) জন্মদিনে আসছে বিট ব্লাস্টার্সের (Beat Blasters new music video Paracyclone) নয়া মিউজিক ভিডিয়ো প্যারাসাইক্লোন ৷ 17 ডিসেম্বর মুক্তি পাবে এই ভিডিয়ো (Paracyclone releasing on 17th december)৷

Beat Blasters new music video Paracyclone releasing on the its birthday
ব্যান্ডের জন্মদিনে আসছে বিট ব্লাস্টার্সের নয়া মিউজিক ভিডিয়ো
author img

By

Published : Dec 16, 2021, 2:13 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর: একটা সময় ছিল যখন কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু ইন্সট্রুমেন্টাল ব্যান্ড (instrumental band)। বড়, বড় হোটেলে বসত যন্ত্রসঙ্গীতের আসর । চিত্রটা আজ অনেকটাই অন্যরকম । যন্ত্রসংগীত শিল্পীদের ব্যান্ড কলকাতায় আগের মতো দেখা যায় না । তবে, ইন্সট্রুমেন্টাল ব্যান্ড 'বিট ব্লাস্টারস' আজও স্বমহিমায় বহাল এই শহরে । পৃথিবীর নানা প্রান্তের বাদ্যযন্ত্রে সমৃদ্ধ এই ব্যান্ড । এই ব্যান্ডের জন্মদিন 17 ডিসেম্বর । ওই দিনই ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে তাদের নতুন মিউজিক ভিডিয়ো 'প্যারাসাইক্লোন'(Beat Blasters new music video Paracyclone)।

করোনার কারণে বিভিন্ন মাধ্যমের কাজের মানুষের যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনই সঙ্গীত শিল্পীদেরও ক্ষতি হয়েছে । অনুষ্ঠান বন্ধ, অডিটোরিয়ামে এখন কম দর্শক নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে । এই অনিশ্চয়তা থেকে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসা নিয়েই ব্যান্ডের এই নতুন মিউজিক ভিডিয়ো । এই মিউজিক ভিডিয়োতে ব্যবহার করা হয়েছে বিট ব্লাস্টারস-এর নবতম সংযোজন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বালাফোন ।

আরও পড়ুন: Viewers can not accept the death of Rohit Sen : 'শ্রীময়ী'-র রোহিত সেনের মৃত্যু, লেখিকাকে বয়কটের ডাক দর্শকদের

'বিট ব্লাস্টারস'-এর যাত্রাপথ শুরু হয় 2015 এর 17 ডিসেম্বর (Paracyclone releasing on 17th december)। মূল ভাবনায়, উদ্যোগে বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী হিমাদ্রিশেখর দাস,(আপ্পু)। সহযোগিতায় চিরঞ্জিত সরকার, নমিত বাজোরিয়া, সৌভিক মুখোপাধ্যায়, রনিত দাস । Bring Back music অর্থাৎ আবার মঞ্চে গান-বাজনা ফিরুক, শিল্পীরা আবার কাজে ফিরুন - এই আশার কথাই এই মিউজিক ভিডিয়োর মূল বক্তব্য । মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন ঋক বসু । দেখা যাবে বিশিষ্ট অভিনেত্রী জিনা তরফদারকে ।

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

হিমাদ্রিশেখর দাস জানালেন, "অনেক দিন বাদে আবার নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে আসছি । মাঝে করোনা আবহে নতুন কোনও কাজ করা সম্ভব হয়নি । লকডাউনের ঠিক আগেই কলকাতায় আমাদের কনসার্টে এসেছিলেন লাতিন গ্র্যামি পুরস্কার বিজয়ী ইভান সন্তোষ । একসঙ্গে পারফর্ম করেছিলাম আমরা । এই মিউজিক ভিডিয়োতে বালাফোন বাজিয়েছি । নানা রকমের মিউজিক ইন্সট্রুমেন্ট আমরা পৃথিবীর নানা প্রান্ত ঘুরে সংগ্রহ করেছি । এই বাদ্যযন্ত্রগুলো আমাদের পরিচিতির সঙ্গে জড়িয়ে গিয়েছে । আশা করি এই নতুন মিউজিক ভিডিয়ো সবার ভালোই লাগবে ।"

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

কলকাতা, 16 ডিসেম্বর: একটা সময় ছিল যখন কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু ইন্সট্রুমেন্টাল ব্যান্ড (instrumental band)। বড়, বড় হোটেলে বসত যন্ত্রসঙ্গীতের আসর । চিত্রটা আজ অনেকটাই অন্যরকম । যন্ত্রসংগীত শিল্পীদের ব্যান্ড কলকাতায় আগের মতো দেখা যায় না । তবে, ইন্সট্রুমেন্টাল ব্যান্ড 'বিট ব্লাস্টারস' আজও স্বমহিমায় বহাল এই শহরে । পৃথিবীর নানা প্রান্তের বাদ্যযন্ত্রে সমৃদ্ধ এই ব্যান্ড । এই ব্যান্ডের জন্মদিন 17 ডিসেম্বর । ওই দিনই ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে তাদের নতুন মিউজিক ভিডিয়ো 'প্যারাসাইক্লোন'(Beat Blasters new music video Paracyclone)।

করোনার কারণে বিভিন্ন মাধ্যমের কাজের মানুষের যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনই সঙ্গীত শিল্পীদেরও ক্ষতি হয়েছে । অনুষ্ঠান বন্ধ, অডিটোরিয়ামে এখন কম দর্শক নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে । এই অনিশ্চয়তা থেকে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসা নিয়েই ব্যান্ডের এই নতুন মিউজিক ভিডিয়ো । এই মিউজিক ভিডিয়োতে ব্যবহার করা হয়েছে বিট ব্লাস্টারস-এর নবতম সংযোজন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বালাফোন ।

আরও পড়ুন: Viewers can not accept the death of Rohit Sen : 'শ্রীময়ী'-র রোহিত সেনের মৃত্যু, লেখিকাকে বয়কটের ডাক দর্শকদের

'বিট ব্লাস্টারস'-এর যাত্রাপথ শুরু হয় 2015 এর 17 ডিসেম্বর (Paracyclone releasing on 17th december)। মূল ভাবনায়, উদ্যোগে বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী হিমাদ্রিশেখর দাস,(আপ্পু)। সহযোগিতায় চিরঞ্জিত সরকার, নমিত বাজোরিয়া, সৌভিক মুখোপাধ্যায়, রনিত দাস । Bring Back music অর্থাৎ আবার মঞ্চে গান-বাজনা ফিরুক, শিল্পীরা আবার কাজে ফিরুন - এই আশার কথাই এই মিউজিক ভিডিয়োর মূল বক্তব্য । মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন ঋক বসু । দেখা যাবে বিশিষ্ট অভিনেত্রী জিনা তরফদারকে ।

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

হিমাদ্রিশেখর দাস জানালেন, "অনেক দিন বাদে আবার নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে আসছি । মাঝে করোনা আবহে নতুন কোনও কাজ করা সম্ভব হয়নি । লকডাউনের ঠিক আগেই কলকাতায় আমাদের কনসার্টে এসেছিলেন লাতিন গ্র্যামি পুরস্কার বিজয়ী ইভান সন্তোষ । একসঙ্গে পারফর্ম করেছিলাম আমরা । এই মিউজিক ভিডিয়োতে বালাফোন বাজিয়েছি । নানা রকমের মিউজিক ইন্সট্রুমেন্ট আমরা পৃথিবীর নানা প্রান্ত ঘুরে সংগ্রহ করেছি । এই বাদ্যযন্ত্রগুলো আমাদের পরিচিতির সঙ্গে জড়িয়ে গিয়েছে । আশা করি এই নতুন মিউজিক ভিডিয়ো সবার ভালোই লাগবে ।"

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.