ETV Bharat / sitara

Bappi Lahiri: সুপার সিঙ্গারের মঞ্চে এবার বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড - সুপার সিঙ্গারের গান

সুপার সিঙ্গারের (Super Singer) মঞ্চে এ বার বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) স্পেশাল এপিসোড ৷ শিল্পীকে ঘিরে নানা কথায় মুখর হবেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)৷

Bappi Lahiri special episode will feature on tv show Super Singer
সুপার সিঙ্গারের মঞ্চে এবার বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড
author img

By

Published : Oct 21, 2021, 8:11 PM IST

কলকাতা, 21 অক্টোবর : সুপার সিঙ্গারের (Super Singer) মঞ্চে এই সপ্তাহে রয়েছে বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) স্পেশাল এপিসোড । তাঁর সুরারোপিত গান গাইবেন প্রতিযোগীরা ।

দিনকয়েক আগেই টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে গায়িকার ভূমিকায় তুলে ধরেছেন তিনি । তাঁর সুরসৃষ্টি নিয়ে কথা বাড়ানো অমূলক । ইন্ডাস্ট্রির বাপ্পিদাকে ঘিরে এ বার রিয়ালিটি শো-এর মঞ্চে স্পেশাল এপিসোড দেখবে সঙ্গীতরসিক দর্শক ।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার' (Super Singer)-এ থাকবে জীবন্ত কিংবদন্তির তৈরি গান এবং তাঁকে ঘিরে স্মৃতিচারণা । স্মৃতিচারণা করবেন শোয়ের বিচারক কুমার শানু (Kumar Sanu) । একদিন গানের রেকর্ডিং-এ গিয়ে কী ঘটনা ঘটেছিল, তা প্রকাশ্যে আনবেন কুমার শানু । বলবেন, আরও নানা ঘটনার কথা এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ।

আরও পড়ুন: Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

দিনকয়েক আগে একটা ভুয়ো খবর রটেছিল । আর তাতে বেশ বিরক্তও হয়েছিলেন বাপ্পিদা । রটেছিল করোনার পরে তিনি বেজায় অসুস্থ । মারণ ভাইরাস ফুসফুসে প্রভাব ফেলায় তিনি নাকি তাঁর কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন । এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া । বিমর্ষ হয়ে পড়েন অনুরাগীরা । প্রিয় বাপ্পিদার দ্রুত আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা শুরু করেন । কিন্তু তথ্যটা ছিল একেবারেই ভুয়ো । আর তা তিনি নিজেই জানান সোশ্যাল মিডিয়ায় ।

আরও পড়ুন: Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

বাপ্পি লাহিড়ী লেখেন, "অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে একদম সুস্থ আছি । তবে খুব কষ্ট পেলাম যে, আমার শারীরিক অসুস্থতা নিয়ে ভুয়ো খবর রটেছে ।" তাঁকে ঘিরে এ হেন ভুয়ো খবরে চটেছিলেন শান-সহ আরও অনেকেই ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

'সুপার সিঙ্গার' দেখুন শনি ও রবিবার রাত সাড়ে 9 টায় টিভির পর্দায় ।

আরও পড়ুন: Bijoya Boithok : নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক

কলকাতা, 21 অক্টোবর : সুপার সিঙ্গারের (Super Singer) মঞ্চে এই সপ্তাহে রয়েছে বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) স্পেশাল এপিসোড । তাঁর সুরারোপিত গান গাইবেন প্রতিযোগীরা ।

দিনকয়েক আগেই টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে গায়িকার ভূমিকায় তুলে ধরেছেন তিনি । তাঁর সুরসৃষ্টি নিয়ে কথা বাড়ানো অমূলক । ইন্ডাস্ট্রির বাপ্পিদাকে ঘিরে এ বার রিয়ালিটি শো-এর মঞ্চে স্পেশাল এপিসোড দেখবে সঙ্গীতরসিক দর্শক ।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'সুপার সিঙ্গার' (Super Singer)-এ থাকবে জীবন্ত কিংবদন্তির তৈরি গান এবং তাঁকে ঘিরে স্মৃতিচারণা । স্মৃতিচারণা করবেন শোয়ের বিচারক কুমার শানু (Kumar Sanu) । একদিন গানের রেকর্ডিং-এ গিয়ে কী ঘটনা ঘটেছিল, তা প্রকাশ্যে আনবেন কুমার শানু । বলবেন, আরও নানা ঘটনার কথা এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ।

আরও পড়ুন: Anjana-Sabyasachi : সব্যসাচীর লক্ষ্মীপুজোয় অঞ্জনা, দলবদলের জল্পনায় কী বললেন অভিনেত্রী ?

দিনকয়েক আগে একটা ভুয়ো খবর রটেছিল । আর তাতে বেশ বিরক্তও হয়েছিলেন বাপ্পিদা । রটেছিল করোনার পরে তিনি বেজায় অসুস্থ । মারণ ভাইরাস ফুসফুসে প্রভাব ফেলায় তিনি নাকি তাঁর কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন । এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া । বিমর্ষ হয়ে পড়েন অনুরাগীরা । প্রিয় বাপ্পিদার দ্রুত আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা শুরু করেন । কিন্তু তথ্যটা ছিল একেবারেই ভুয়ো । আর তা তিনি নিজেই জানান সোশ্যাল মিডিয়ায় ।

আরও পড়ুন: Payel Gogol: ধসের বাধা পেরিয়ে সপরিবার পাহাড় থেকে নামলেন পায়েল-গোগোল

বাপ্পি লাহিড়ী লেখেন, "অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে একদম সুস্থ আছি । তবে খুব কষ্ট পেলাম যে, আমার শারীরিক অসুস্থতা নিয়ে ভুয়ো খবর রটেছে ।" তাঁকে ঘিরে এ হেন ভুয়ো খবরে চটেছিলেন শান-সহ আরও অনেকেই ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

'সুপার সিঙ্গার' দেখুন শনি ও রবিবার রাত সাড়ে 9 টায় টিভির পর্দায় ।

আরও পড়ুন: Bijoya Boithok : নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.