কলকাতা : ফিরদৌসের পর এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গাজ়ি আবদুন নুর। বিদেশি নাগরিক হয়ে এদেশের রাজনৈতিক দলের প্রচার করার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁকে দেশে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দমদমে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে গাজ়িকে দেশ ছাড়তে বলা হয়েছে। ইতিমধ্যে তাঁর VISA-ও শেষ হয়েছে। VISA শেষ হয়ে যাওয়ার পরও এই দেশে থাকার ঘটনাতেও গাজ়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে মদন মিত্রের সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিয়ো সামনে আসে গাজ়ির। সেই প্রসঙ্গে নিজের পক্ষ তুলে ধরে গাজ়ি জানিয়েছিলেন যে তিনি জানতে না যে সেখানে নির্বাচনী প্রচার চলছে।
এই বিষয় কলকাতার বাংলাদেশ দূতাবাস সূত্রে খবর, VISA-র মেয়াদ শেষ হলে ফরেন রেজিস্ট্রেশন অফিসে আসতে হয়। আজকালের মধ্যেই গাজ়িকে সেখানে যেতে হবে। জরিমানা ভরতে হবে। না হলে দেশ থেকে বেরোতে দেওয়া হবে না। গাজ়ির উপর স্বরাষ্ট্রমন্ত্রকেরও এই একই নির্দেশ রয়েছে বলে জানা গেছে।
গাজ়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। দূতাবাস সূত্রে খবর, গাজ়িকে সোশাল মিডিয়াগুলি অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী কারোর সঙ্গে কথা না বলার নির্দেশও রয়েছে তাঁর উপর। তবে এখনই দেশ ছাড়তে পারবেন না গাজ়ি। VISA প্রক্রিয়ায় তিন-চার সময় লাগতে পারে বলে খবর।