কলকাতা : আজ থেকেই শুরু হয়েছে টলিপাড়ার শুটিং । জোরকদমে ফ্লোরগুলি চলছে শুটিংয়ের কাজ । তবে সিনেমা, ওয়েব সিরিজ় ও ধারাবাহিকের শুটিংয়ের অনুমতি পাওয়া গেলেও, এখনই মঞ্চস্থ হচ্ছে না যাত্রা । অগাস্ট মাসের আগে যাত্রা মঞ্চস্থ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।
সিনেমা, থিয়েটার, টেলিভিশন সিরিয়াল, ওয়েব সিরিজ়, গানের অনুষ্ঠান, নাচের প্রোগ্রামের বাইরেও বিনোদনের একটা বিরাট জগৎ আছে । যা শহুরে বিনোদনের থেকে অনেকটা আলাদা । সেই বিনোদন জগতের নাম যাত্রা । তবে লকডাউনের জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যাত্রা জগতও । এদিকে রোজগারের সময় পালা বন্ধ থাকায় সমস্যায় পড়েন শিল্পীরা । কবে থেকে ফের যাত্রা মঞ্চস্থ করতে পারবেন তাঁরা, তা জানতে চেয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে আজ ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চের যাত্রা অ্যাকাডেমিতে একটি বৈঠক করেন কলাকুশলী ও প্রযোজকরা । ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পিয়ালী সেনগুপ্তও । অগাস্ট মাসের আগে পর্যন্ত যাত্রা শিল্পের সব কাজ বন্ধ রাখতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ওই বৈঠকে । অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ফের বৈঠক হবে । তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অরূপ বিশ্বাস ।
প্রায় আড়াই মাস ধরে বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে টলিপাড়ার শুটিং । গতকাল অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ফেডারেশন ও চ্যানেল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠক হয় । সেখানেই আজ থেকে শুটিং শুরু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । আর তাই যাত্রাও যাতে শীঘ্রই মঞ্চস্থ করা যায় তার জন্য রাজ্য সরকারের কাছে একটি আবেদন জানিয়েছিলেন কলাকুশলীরা । কিন্তু, অগাস্ট মাসের আগে যাত্রা শুরু করা যাবে না বলে বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী ।
আসলে এই পরিস্থিতিতে যাত্রায় সামাজিক দূরত্বের মতো বিষয় মানা সম্ভব নয় বলেই মনে করছে সরকার । সেই কারণেই দেওয়া হল না যাত্রা মঞ্চস্থ করার অনুমতি । এ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, "অগাস্ট মাসের প্রথম সপ্তাহে সবাইকে নিয়ে আলোচনা করে পরিবেশ ও পরিস্থিতি সব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।"