ভুবনেশ্বর, 19 জানুায়ারি : দাদাগিরির নতুন সঞ্চালক অভিনেতা অনুভব মোহান্তি (Anubhav Mohanty is hosting Dadagiri)৷ তাহলে কি টেলিভিশনের পর্দা থেকে সরে যাচ্ছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিষয়টা মোটেই তেমন না বরং বাংলা এবং পাঞ্জাবি ভাষার পর এবার ওড়িয়া ভাষাতেও শুরু হয়েছে 'দাদাগিরি'। শো-এর নতুন নাম 'দাদাগিরি হৃদয়ারু'। সঞ্চালনার দায়িত্বে আছেন ওড়িয়া সুপারস্টার তথা রাজনীতিবিদ অনুভব মহান্তি । পাঞ্জাবি ভাষাতে সম্প্রচারিত দাদাগিরির নাম ছিল 'পাঞ্জাবিয়া দি দাদাগিরি উইথ ভাজ্জি'। এর সঞ্চালনায় ছিলেন ক্রিকেটার হরভজন সিং।
প্রসঙ্গত, একাধিক বাংলা ধারাবাহিকও চলছে নানা ভাষায় । যেমন 'শ্রীময়ী' হিন্দিতে হয়ে গিয়েছে 'অনুপমা', 'খড়কুটো'র হিন্দি ভার্সন 'কভি কভি ইত্তেফাক সে', আবার ওড়িয়া ভাষাতে শুরু হয়েছে 'মিঠাই'। সেখানে এই ধারাবাহিকের নাম ছিল 'ঝিল্লি'। 'দাদাগিরি আনলিমিটেড' শুরু হয় ২০০৯ সালে । কেবল সিজন-৩ ছাড়া বাকি সবকটি মরশুমেই সঞ্চালক হিসাবে কাজ করেছেন সৌরভ । সিজন ৩-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী । এখন চলছে দাদাগিরির সিজন ৯ ।
আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে আসছে বিনয়-বাদল-দীনেশ, মুক্তি পাবে '8/12'
শুরুর দিন থেকে একইরকমের জনপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছে এই শো । নানা সময়ে নানা বিতর্ক এবং সমালোচনার মুখেও পড়তে হয়েছে দাদাকে । কিন্তু তাঁর জনপ্রিয়তায় কালো দাগ কাটতে পারেনি কেউ । দাদার দুরন্ত সঞ্চালনায় টিআরপি'র দৌড়ে শীর্ষে অবস্থান করে 'দাদাগিরি আনলিমিটেড' । এই জনপ্রিয়তাকে কী ছুঁতে পারবে 'দাদাগিরি হৃদয়ারু'? অনুভব কী টেক্কা দেবেন বাংলার মহারাজকে? নজর থাকবে সেদিকেই।