ETV Bharat / sitara

ক্যালেন্ডারের পাতায় পাতায় 'মহানায়িকা'-র ম্যাজিক - Mahanaykia

তিনি বাংলা চলচ্চিত্র জগতের 'গ্রেটা গার্বো'। মোহিনী দৃষ্টি, ভুবনজয়ী হাসি আর সুদৃঢ় ব্যক্তিত্ব দিয়ে বাঙালি মনের মণিকোঠায় চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছিলেন তিনি। বাঙালি আজও তাঁকে ভোলেননি। ভুলবে না কোনওদিনই। তাই আজও তাঁকে নিয়ে তুলির টান দেন কেউ কেউ, অভিনব ক্যালেন্ডার তৈরি হয় তাঁকে নিয়ে। তিনি আমাদের সকলের প্রিয় মহানায়িকা সুচিত্রা সেন।

author img

By

Published : Feb 4, 2019, 2:02 PM IST

২০১৪ সালের ১৭ জানুয়ারি সুচিত্রা আমাদের ছেড়ে চলে গেছেন। আর ২০১৯ সালের জানুয়ারি মাসে তাঁকে নিয়ে এক অভিনব ক্যালেন্ডার প্রকাশ করল 'স্প্যারো পাবলিকেশন'। পেশায় সাংবাদিক ও চিত্রকর অনীত মুখোপাধ্যায়ের আঁকা সুচিত্রা সেনের ছবি দিয়েই এই ক্যালেন্ডার। মধ্য কলকাতার একটি অডিটোরিয়ামে হয়ে গেল ক্যালেন্ডার লঞ্চ।

অনিত মুখার্জির বাইট

undefined
কল্যান সেন বরাট বললেন, "এটা একটা অসাধারণ অনুভূতি। ছোটোবেলায় আমরা ইয়ো-ইয়ো খেলতাম। একদিকে সুচিত্রা সেন আর অন্য়দিকে উত্তম কুমার। আমাদের যৌবন, আমাদের কৈশোর কেটেছে এই সমস্ত আইডলের মাথায় রেখে। এই প্রচেষ্টা আমার কাছে খুবই অভিনব লেগেছে। এটা অনীত বলেই সম্ভব হয়েছে। এটা খুবই জরুরী একটা প্রচেষ্টা। কারণ এই সমস্ত ব্যক্তিদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।"


কেন সুচিত্রা সেনকে নিয়ে ক্যালেন্ডার করার কথা ভাবলেন অনীত মুখোপাধ্যায়? তিনি বললেন, "২০০৪ সালে আমি আমার প্রথম একজ়িবিশন করি। তখনই একটা ক্যালেন্ডার করার কথা ভেবেছিলাম আমি। ১৫ বছর পর স্প্যারো পাবলিকেশন রাজি হল এই কাজটা করতে। সব ছবিই পেন্টিং থেকে নিয়েছি।"
১২ পাতায় ১২ রূপের সুচিত্রা। কল্যান সেন বরাট রসিকতার সুরে বললেন, "ক্যালেন্ডারটা জানুয়ারি মাস থেকে হলে ভালো হত। তবে ১১ মাস ধরে সুচিত্রা সেনকে দেখব, এটাও কম কথা নয়।"

২০১৪ সালের ১৭ জানুয়ারি সুচিত্রা আমাদের ছেড়ে চলে গেছেন। আর ২০১৯ সালের জানুয়ারি মাসে তাঁকে নিয়ে এক অভিনব ক্যালেন্ডার প্রকাশ করল 'স্প্যারো পাবলিকেশন'। পেশায় সাংবাদিক ও চিত্রকর অনীত মুখোপাধ্যায়ের আঁকা সুচিত্রা সেনের ছবি দিয়েই এই ক্যালেন্ডার। মধ্য কলকাতার একটি অডিটোরিয়ামে হয়ে গেল ক্যালেন্ডার লঞ্চ।

অনিত মুখার্জির বাইট

undefined
কল্যান সেন বরাট বললেন, "এটা একটা অসাধারণ অনুভূতি। ছোটোবেলায় আমরা ইয়ো-ইয়ো খেলতাম। একদিকে সুচিত্রা সেন আর অন্য়দিকে উত্তম কুমার। আমাদের যৌবন, আমাদের কৈশোর কেটেছে এই সমস্ত আইডলের মাথায় রেখে। এই প্রচেষ্টা আমার কাছে খুবই অভিনব লেগেছে। এটা অনীত বলেই সম্ভব হয়েছে। এটা খুবই জরুরী একটা প্রচেষ্টা। কারণ এই সমস্ত ব্যক্তিদের বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।"


কেন সুচিত্রা সেনকে নিয়ে ক্যালেন্ডার করার কথা ভাবলেন অনীত মুখোপাধ্যায়? তিনি বললেন, "২০০৪ সালে আমি আমার প্রথম একজ়িবিশন করি। তখনই একটা ক্যালেন্ডার করার কথা ভেবেছিলাম আমি। ১৫ বছর পর স্প্যারো পাবলিকেশন রাজি হল এই কাজটা করতে। সব ছবিই পেন্টিং থেকে নিয়েছি।"
১২ পাতায় ১২ রূপের সুচিত্রা। কল্যান সেন বরাট রসিকতার সুরে বললেন, "ক্যালেন্ডারটা জানুয়ারি মাস থেকে হলে ভালো হত। তবে ১১ মাস ধরে সুচিত্রা সেনকে দেখব, এটাও কম কথা নয়।"

Intro:Anit Mukherjea on Suchitra Sen


Body:Anit Mukherjea on Suchitra Sen


Conclusion:Anit Mukherjea on Suchitra Sen
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.