কলকাতা : 20 অক্টোবর মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম 'দুই শালিক'। পরিচালনা করেছেন তমাল সেন । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, শুভ্রজিৎ চক্রবর্তী এবং তপতী মুন্সি ।
'দুই শালিক' দু'জন মানুষের একলা থাকার গল্প । মধ্যবয়সে আসা একাধিক জটিলতার গল্প বলে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি । এই দুই মানুষ পার্থ এবং সঞ্চারী । এই চরিত্র দুটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত এবং অনন্যা চট্টোপাধ্যায় । কীভাবে তাঁদের মিল হবে ? আদতেও তাঁরা একসঙ্গে থাকতে পারবেন কিনা, সেই গল্প বলবে এই ছবি ।
ছবির কাহিনি এবং অতিরিক্ত সংলাপ অম্বরীশ মজুমদারের । সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন শুভদীপ দে । ছবির সম্পাদক সংলাপ ভৌমিক । ছবিটি প্রযোজনা করেছেন দেবজিৎ সাহা ও অম্বরীশ মজুমদার । আবহ সংগীত এবং সংগীত পরিচালনা করেছেন অনির্বাণ অজয় দাস ।
পরিচালক তমাল সেন ফিল্ম স্কুলে পড়াশোনা করা ছাত্র । তাঁর প্রথম ফিচার ছবির নাম 'দা গিফট'। পাওলি দাম অভিনীত 'কালী' ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়নের লেখক ছিলেন তমাল । বর্তমানে তিনি কাজ করছেন অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ়ে ।