ETV Bharat / sitara

"ট্র্যাফিক আইন মেনে চলুন", অক্ষয় কুমারের ভিডিয়ো ভাইরাল - Hit on Internet

এক বছর আগে ট্র্যাফিক আইন নিয়ে একটি ভিডিয়ো বানিয়েছিলেন অক্ষয় কুমার । এই ইউটিউব ভিডিয়োটি একবছর পরও ইন্টারনেটে হিট । ট্র্যাফিক আইন মানা কতটা জরুরী তা বুঝিয়ে দেন অভিনেতা ।

অক্ষয় কুমারের ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Sep 19, 2019, 11:21 AM IST

মুম্বই : অক্ষয় কুমারের একটি পুরোনো ভিডিয়োতে দেখা যায়, ট্র্যাফিক আইন ভাঙায় একজনের সঙ্গে মজার ছলে আইন মানার কথা বুঝিয়ে দেন অভিনেতা । সেই ভিডিয়োটি আবার বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

ভিডিয়োতে দেখা যায়, অক্ষয় একজন ট্র্যাফিক পুলিশের পোশাকে রয়েছেন । একজন ব্যক্তি গাড়ি নিয়ে নো-এন্ট্রি রাস্তায় চলে আসলে অক্ষয় তাঁকে আটকান এবং হাসতে শুরু করেন ।

ভিডিয়োতে ওই ব্যক্তিকে অক্ষয় বলেন, "আপনার বাবা একজন মহান ব্যক্তি ছিলেন । আমি তাঁর অনুরাগী, আমি তাঁর সমস্ত বই পড়েছি ।" তিনি তাঁর বাবার প্রতি শ্রদ্ধাও জানান । ব্যক্তিটি তাঁর বাবা বেঁচে আছেন বলে আপত্তি জানালে অক্ষয় বিভ্রান্ত হওয়ার অভিনয় করেন ।

অবাক হয়ে ওই ব্যক্তিকে অক্ষয় জিজ্ঞাসা করেন, "ওহ্! এটা আপনার বাবার রাস্তা নয় ?" সঙ্গে সঙ্গে ক্য়ামেরাতে সাইন বোর্ডে লেখা রাস্তার নাম 'লোকমান্য তীলক রোড' দেখানো হয় ।

অক্ষয় ওই ব্যক্তিকে বলেন, যদি রাস্তাটা আপনার বাবার নামে নয়, তাহলে নো-এন্ট্রি জ়োনে গাড়ি নিয়ে ঢুকে আইন কেন ভাঙলেন তিনি ? বিব্রত হয়ে তিনি তাঁর ভুল বুঝতে পারেন ।

ওই ব্যক্তিকে জরিমানার সঙ্গে ট্র্যাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা কতটা তা বোঝান অক্ষয় ।

কাজের ক্ষেত্রে সব উৎসবের দিনগুলিকে বুক করে নিয়েছেন অভিনেতা । এবছর দিওয়ালিতে আনতে চলেছেন 'হাউজ়ফুল ৪' । এবছর ক্রিসমাসে মুক্তি পাবে 'গুড নিউজ়' । পরের বছর ইদের জন্য রয়েছে অক্ষয় অভিনীত 'লক্ষ্মী বম্ব' এবং পরের বছর দিওয়ালিতে 'পৃথ্বীরাজ' মুক্তির পরিকল্পনা করছেন অক্ষয় । 2020-র ক্রিসমাসে মুক্তি পেতে পারে 'বচ্চন পান্ডে' ।

এছাড়াও পরের বছর 27 মার্চ মুক্তি পাবে 'সূর্যবংশী' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : অক্ষয় কুমারের একটি পুরোনো ভিডিয়োতে দেখা যায়, ট্র্যাফিক আইন ভাঙায় একজনের সঙ্গে মজার ছলে আইন মানার কথা বুঝিয়ে দেন অভিনেতা । সেই ভিডিয়োটি আবার বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

ভিডিয়োতে দেখা যায়, অক্ষয় একজন ট্র্যাফিক পুলিশের পোশাকে রয়েছেন । একজন ব্যক্তি গাড়ি নিয়ে নো-এন্ট্রি রাস্তায় চলে আসলে অক্ষয় তাঁকে আটকান এবং হাসতে শুরু করেন ।

ভিডিয়োতে ওই ব্যক্তিকে অক্ষয় বলেন, "আপনার বাবা একজন মহান ব্যক্তি ছিলেন । আমি তাঁর অনুরাগী, আমি তাঁর সমস্ত বই পড়েছি ।" তিনি তাঁর বাবার প্রতি শ্রদ্ধাও জানান । ব্যক্তিটি তাঁর বাবা বেঁচে আছেন বলে আপত্তি জানালে অক্ষয় বিভ্রান্ত হওয়ার অভিনয় করেন ।

অবাক হয়ে ওই ব্যক্তিকে অক্ষয় জিজ্ঞাসা করেন, "ওহ্! এটা আপনার বাবার রাস্তা নয় ?" সঙ্গে সঙ্গে ক্য়ামেরাতে সাইন বোর্ডে লেখা রাস্তার নাম 'লোকমান্য তীলক রোড' দেখানো হয় ।

অক্ষয় ওই ব্যক্তিকে বলেন, যদি রাস্তাটা আপনার বাবার নামে নয়, তাহলে নো-এন্ট্রি জ়োনে গাড়ি নিয়ে ঢুকে আইন কেন ভাঙলেন তিনি ? বিব্রত হয়ে তিনি তাঁর ভুল বুঝতে পারেন ।

ওই ব্যক্তিকে জরিমানার সঙ্গে ট্র্যাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা কতটা তা বোঝান অক্ষয় ।

কাজের ক্ষেত্রে সব উৎসবের দিনগুলিকে বুক করে নিয়েছেন অভিনেতা । এবছর দিওয়ালিতে আনতে চলেছেন 'হাউজ়ফুল ৪' । এবছর ক্রিসমাসে মুক্তি পাবে 'গুড নিউজ়' । পরের বছর ইদের জন্য রয়েছে অক্ষয় অভিনীত 'লক্ষ্মী বম্ব' এবং পরের বছর দিওয়ালিতে 'পৃথ্বীরাজ' মুক্তির পরিকল্পনা করছেন অক্ষয় । 2020-র ক্রিসমাসে মুক্তি পেতে পারে 'বচ্চন পান্ডে' ।

এছাড়াও পরের বছর 27 মার্চ মুক্তি পাবে 'সূর্যবংশী' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

Akshay Kumar


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.