ETV Bharat / sitara

বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযান অক্ষয়ের - Into The Wild

এবার গভীর জঙ্গলের মধ্যে কেরামতি দেখাতে চলেছেন অক্ষয় কুমার । আর সেখানে তাঁর সঙ্গী বেয়ার গ্রিলস । 'ইন টু দা ওয়াইল্ড' শো-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের । সেপ্টেম্বরেই সম্প্রচারিত হবে এই শো ।

ad
asd
author img

By

Published : Sep 1, 2020, 10:21 AM IST

মুম্বই : বলিউডের 'খিলাড়ি' নামেই পরিচিত তিনি । ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্যে নিজের কেরামতি দেখিয়েছেন । আর এবার গভীর জঙ্গলের মধ্যে নিজের কেরামতি দেখাতে চলেছেন অক্ষয় কুমার । আর সেখানে তাঁর সঙ্গী বেয়ার গ্রিলস । সেপ্টেম্বরেই টিভিতে সম্প্রচারিত হবে এই শো । তার আগে এই শোয়ের ট্রেলার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় ।

কর্নাটকের বান্দিপুর টাইগার রিজ়ার্ভ ফরেস্টে এই শো শুট করা হয়েছে । ট্রেলারে বেয়ার গ্রিলসের সঙ্গে একাধিক অ্যাকশন করতে দেখা গিয়েছে অক্ষয়কে । কখনও গাড়ি থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে, কখনও আবার কুমিরের সামনে পড়ে গিয়ে কীভাবে সেখান থেকে বেঁচে ফেরেন তা দেখানো হয়েছে ভিডিয়োতে । সবথেকে মজার বিষয় হল হাতির মল দিয়ে তৈরি চা অক্ষয়কে খাইয়েছেন বেয়ার গ্রিলস । সেটাও তৃপ্তি করে খেয়েছেন তিনি ।

তবে এই গোটা বিষয়টাকে যে চ্যালেঞ্জিং ছিল তা অবশ্য ভিডিয়োর শেয়ার করে তার ক্যাপশনে জানান অক্ষয় । তিনি লেখেন, "বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানের আগে যে, আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম । কিন্তু অভিযানে যাওয়ার পর এলিফ্যান্টস পোপ টি খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন...উফ, কি অবিশ্বাস্য একটা দিন ।"

বেয়ার গ্রিলসের সঙ্গে 'ইন টু দা ওয়াইল্ড' শো-তে সেনাবাহিনীর কায়দায় ড্রিল করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । মূলত 7টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের 50টি দেশে সম্প্রচারিত হবে এই শো । হিন্দি তো রয়েছেই । তার সঙ্গে বাংলা, ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও এই শো সম্প্রচারিত হবে ।

মুম্বই : বলিউডের 'খিলাড়ি' নামেই পরিচিত তিনি । ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্যে নিজের কেরামতি দেখিয়েছেন । আর এবার গভীর জঙ্গলের মধ্যে নিজের কেরামতি দেখাতে চলেছেন অক্ষয় কুমার । আর সেখানে তাঁর সঙ্গী বেয়ার গ্রিলস । সেপ্টেম্বরেই টিভিতে সম্প্রচারিত হবে এই শো । তার আগে এই শোয়ের ট্রেলার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় ।

কর্নাটকের বান্দিপুর টাইগার রিজ়ার্ভ ফরেস্টে এই শো শুট করা হয়েছে । ট্রেলারে বেয়ার গ্রিলসের সঙ্গে একাধিক অ্যাকশন করতে দেখা গিয়েছে অক্ষয়কে । কখনও গাড়ি থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে, কখনও আবার কুমিরের সামনে পড়ে গিয়ে কীভাবে সেখান থেকে বেঁচে ফেরেন তা দেখানো হয়েছে ভিডিয়োতে । সবথেকে মজার বিষয় হল হাতির মল দিয়ে তৈরি চা অক্ষয়কে খাইয়েছেন বেয়ার গ্রিলস । সেটাও তৃপ্তি করে খেয়েছেন তিনি ।

তবে এই গোটা বিষয়টাকে যে চ্যালেঞ্জিং ছিল তা অবশ্য ভিডিয়োর শেয়ার করে তার ক্যাপশনে জানান অক্ষয় । তিনি লেখেন, "বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানের আগে যে, আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম । কিন্তু অভিযানে যাওয়ার পর এলিফ্যান্টস পোপ টি খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন...উফ, কি অবিশ্বাস্য একটা দিন ।"

বেয়ার গ্রিলসের সঙ্গে 'ইন টু দা ওয়াইল্ড' শো-তে সেনাবাহিনীর কায়দায় ড্রিল করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । মূলত 7টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের 50টি দেশে সম্প্রচারিত হবে এই শো । হিন্দি তো রয়েছেই । তার সঙ্গে বাংলা, ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও এই শো সম্প্রচারিত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.