ETV Bharat / sitara

কোমরে চোট, 'যমুনা ঢাকি'-র শুটিং বাড়ি থেকে করছেন শ্বেতা - sweta injured back

শ্বেতার মামাকে হাসপাতালে ভরতি করা হয় । সেই খবর জানার পর তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি । সেই সময় পা পিছলে পড়ে যান । কোমরের হাড়ে চোট লাগে । তাই এখন বাড়ি থেকেই শুটিং করছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Aug 20, 2020, 1:06 PM IST

কলকাতা : 'যমুনা ঢাকি' ধারাবাহিকের মুখ্যচরিত্রে আপাতত ফ্লোরে গিয়ে শুটিং করছেন না শ্বেতা ভট্টাচার্য । বরং বাড়ি থেকেই শুটিং করতে হচ্ছে তাঁকে । কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে বাড়ি থেকে শুটিং করছিলেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য । এবার এই একই অবস্থা শ্বেতার । তাহলে কি তিনিও কোরোনায় আক্রান্ত ? এই প্রশ্নই তুলেছিলেন অনুরাগীরা । তবে এর পিছনে থাকা আসল সত্যিটা ETV ভারতকে জানালেন অভিনেত্রী ।

কয়েকদিন শুটিংয়ে না যাওয়া মানেই সবাই ধরে নিচ্ছেন যে কোরোনায় আক্রান্ত হয়েছেন । এমনকী, বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কোরোনায় আক্রান্ত হয়েছেন শ্বেতাও । তবে একেবারেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি । বলেন, "কারও কোরোনা হলে সে কি সাত দিনের ছুটি নেয় । সে তো 14 দিনের ছুটি নেবে । এখন লোকের কিছু হলেই ভাবছে কোরোনা হয়েছে । কী মুশকিল !"

sdf
.

আসলে শ্বেতার মামাকে হাসপাতালে ভরতি করা হয় । সেই খবর জানার পর তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি । সেই সময় পা পিছলে পড়ে যান । কোমরের হাড়ে চোট লাগে । একাধিকবার কোমরের হাড়ে চোট পেয়েছেন তিনি । দিল্লিতে থাকার সময়, স্কুলে পড়াকালীন আর শুটিং ফ্লোরে পালকি ভেঙে পড়ে গিয়েও চোট পেয়েছিলেন । এভাবে বারবার একই জায়গায় চোট পাওয়ায় তাঁর কোমরে চিড় ধরে । সেই জায়গাতেই আবার চোট পেলেন । তাই ব্যথার চোটে উঠতে পারছিলেন না ।

এ প্রসঙ্গে শ্বেতা বলেন, "বাড়িতে বসে এই ব্যথা নিয়েই শুটিং করছি ধারাবাহিকের জন্য । মোবাইলে শুটিং করছি । আমার দাদারা যারা আমাকে দেখতে আসছে, তারাই শুটিংয়ে সাহায্য করছে । আর যাঁর জন্য এত চিন্তা, এত কিছু ঘটল, সেই মামাও আমাদের ছেড়ে চলে গিয়েছেন গত পরশু ।" এদিকে শনিবার থেকে শুটিং ফ্লোরে ফিরবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী ।

কলকাতা : 'যমুনা ঢাকি' ধারাবাহিকের মুখ্যচরিত্রে আপাতত ফ্লোরে গিয়ে শুটিং করছেন না শ্বেতা ভট্টাচার্য । বরং বাড়ি থেকেই শুটিং করতে হচ্ছে তাঁকে । কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে বাড়ি থেকে শুটিং করছিলেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য । এবার এই একই অবস্থা শ্বেতার । তাহলে কি তিনিও কোরোনায় আক্রান্ত ? এই প্রশ্নই তুলেছিলেন অনুরাগীরা । তবে এর পিছনে থাকা আসল সত্যিটা ETV ভারতকে জানালেন অভিনেত্রী ।

কয়েকদিন শুটিংয়ে না যাওয়া মানেই সবাই ধরে নিচ্ছেন যে কোরোনায় আক্রান্ত হয়েছেন । এমনকী, বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কোরোনায় আক্রান্ত হয়েছেন শ্বেতাও । তবে একেবারেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি । বলেন, "কারও কোরোনা হলে সে কি সাত দিনের ছুটি নেয় । সে তো 14 দিনের ছুটি নেবে । এখন লোকের কিছু হলেই ভাবছে কোরোনা হয়েছে । কী মুশকিল !"

sdf
.

আসলে শ্বেতার মামাকে হাসপাতালে ভরতি করা হয় । সেই খবর জানার পর তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন তিনি । সেই সময় পা পিছলে পড়ে যান । কোমরের হাড়ে চোট লাগে । একাধিকবার কোমরের হাড়ে চোট পেয়েছেন তিনি । দিল্লিতে থাকার সময়, স্কুলে পড়াকালীন আর শুটিং ফ্লোরে পালকি ভেঙে পড়ে গিয়েও চোট পেয়েছিলেন । এভাবে বারবার একই জায়গায় চোট পাওয়ায় তাঁর কোমরে চিড় ধরে । সেই জায়গাতেই আবার চোট পেলেন । তাই ব্যথার চোটে উঠতে পারছিলেন না ।

এ প্রসঙ্গে শ্বেতা বলেন, "বাড়িতে বসে এই ব্যথা নিয়েই শুটিং করছি ধারাবাহিকের জন্য । মোবাইলে শুটিং করছি । আমার দাদারা যারা আমাকে দেখতে আসছে, তারাই শুটিংয়ে সাহায্য করছে । আর যাঁর জন্য এত চিন্তা, এত কিছু ঘটল, সেই মামাও আমাদের ছেড়ে চলে গিয়েছেন গত পরশু ।" এদিকে শনিবার থেকে শুটিং ফ্লোরে ফিরবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.