ETV Bharat / sitara

কার সঙ্গে ডেট করছেন 'ত্রিনয়নী'-র নয়ন ? - swarnendu somaddar

ইন্ডাস্ট্রির অতি পরিচিত স্বর্ণ । অর্থাৎ, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ডেট করছেন শ্রুতি দাস । গতবছর থেকেই চলছে তাঁদের একে অপরকে ডেট করার পালা ।

asd
asd
author img

By

Published : Sep 22, 2020, 11:30 PM IST

কলকাতা : বেশ কিছুদিন আগে শেষ হয়েছে ধারাবাহিক 'ত্রিনয়নী'। বিশেষ ক্ষমতাসম্পন্ন এক পাড়াগাঁয়ের মেয়ের গল্প বলেছিল সেই ধারাবাহিক । আর সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নয়ন অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস । ধারাবাহিকটি শেষ । তাঁর সঙ্গে নতুন কাজ নিয়েও কথা হচ্ছে । এর মধ্যেই শোনা গিয়েছে একজনের সঙ্গে ডেট করছেন তিনি ।

প্রেমিকের জন্মদিনে সোশাল মিডিয়াতে বেশ কিছু কথাও লিখেছিলেন শ্রুতি । এবং সেই থেকেই নিশ্চিত হওয়া গেল সেই ব্যক্তি আর কেউ নন, ইন্ডাস্ট্রির অতি পরিচিত স্বর্ণ । অর্থাৎ, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার । তিনি ছিলেন 'ত্রিনয়নী' ধারাবাহিকের পরিচালকও । তিনি আবার 'প্রথমা কাদম্বিনী'-রও পরিচালক । তাঁর সঙ্গেই ডেট করছেন শ্রুতি ।

sda
শ্রুতি ও স্বর্ণেন্দু

তবে সেটা অবশ্য আজ থেকে নয় । গতবছর থেকেই চলছে তাঁদের একে অপরকে ডেট করার পালা ।

asd
স্বর্ণেন্দু ও শ্রুতি

এবিষয়ে জানতে ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রুতির সঙ্গে । তিনি বলেন, 30 তারিখের পরই বিস্তারিতভাবে নিজের লাভ লাইফ সম্পর্কে জানাবেন তিনি । সেদিন আবার শ্রুতির জন্মদিনও ।

কলকাতা : বেশ কিছুদিন আগে শেষ হয়েছে ধারাবাহিক 'ত্রিনয়নী'। বিশেষ ক্ষমতাসম্পন্ন এক পাড়াগাঁয়ের মেয়ের গল্প বলেছিল সেই ধারাবাহিক । আর সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নয়ন অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস । ধারাবাহিকটি শেষ । তাঁর সঙ্গে নতুন কাজ নিয়েও কথা হচ্ছে । এর মধ্যেই শোনা গিয়েছে একজনের সঙ্গে ডেট করছেন তিনি ।

প্রেমিকের জন্মদিনে সোশাল মিডিয়াতে বেশ কিছু কথাও লিখেছিলেন শ্রুতি । এবং সেই থেকেই নিশ্চিত হওয়া গেল সেই ব্যক্তি আর কেউ নন, ইন্ডাস্ট্রির অতি পরিচিত স্বর্ণ । অর্থাৎ, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার । তিনি ছিলেন 'ত্রিনয়নী' ধারাবাহিকের পরিচালকও । তিনি আবার 'প্রথমা কাদম্বিনী'-রও পরিচালক । তাঁর সঙ্গেই ডেট করছেন শ্রুতি ।

sda
শ্রুতি ও স্বর্ণেন্দু

তবে সেটা অবশ্য আজ থেকে নয় । গতবছর থেকেই চলছে তাঁদের একে অপরকে ডেট করার পালা ।

asd
স্বর্ণেন্দু ও শ্রুতি

এবিষয়ে জানতে ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল শ্রুতির সঙ্গে । তিনি বলেন, 30 তারিখের পরই বিস্তারিতভাবে নিজের লাভ লাইফ সম্পর্কে জানাবেন তিনি । সেদিন আবার শ্রুতির জন্মদিনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.