মুম্বই : প্রায় একমাস আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন মোহেনা কুমারী ও তাঁর পরিবারের একাধিক সদস্য । দীর্ঘদিনের যুদ্ধের পর অবশেষে কোরোনা মুক্ত অভিনেত্রী ।
কোরোনা প্রথম থাবা বসায় মোহেনার শাশুড়ির উপর । সেখান থেকে ধীরে ধীরে পরিবরের বাকি সদস্যরাও আক্রান্ত হন । বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতেই সেল্ফ আইসোলেশনে ছিলেন তাঁরা ।
ডাক্তারদের সঙ্গে হাসিমুখে একটি ছবি শেয়ার করে মোহেনা লিখেছেন, "ফাইনালি আমাদের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । ঋষিকেশের AIIMS হাসপাতালের ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।"
দেখে নিন মোহেনার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">