ETV Bharat / sitara

Supriya Devi Birthday : সুপ্রিয়া দেবীর জন্মদিনে দিদিমার স্মৃতি ভাগ করে নিলেন নাতি শন বন্দ্যোপাধ্যায় - Supriya Devi passed away on 26 January 2018

তিনি চলে গিয়েছেন চার বছর হল (Supriya Devi passed away on 26 January 2018) ৷ তবে সিনেপ্রেমী বাঙালির মননে তিনি থেকে যাবেন আজীবন। অভিনয় গুণে মুগ্ধ করে পেয়েছেন একাধিক পুরস্কার।

Supriya Devi Birthday
সুপ্রিয়া দেবীর জন্মদিনে দিদিমার স্মৃতি ভাগ করে নিলেন নাতি শন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 8, 2022, 8:22 PM IST

Updated : Jan 9, 2022, 8:48 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : সালটা আনুমানিক 1933 ৷ তৎকালীন বার্মা অর্থাৎ আজকের মায়ানমারে এইদিনেই জন্ম হয়েছিল অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর ৷ দর্শকের কাছে যিনি অধিক পরিচিত সুপ্রিয়া দেবী নামে। আর টলিউড ইন্ডাষ্ট্রির কাছে তিনি সকলের প্রিয় 'বেনু দি'। কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় ক্যারিশ্মা নিয়ে আলোচনা নেহাতই বাতুলতা। তিনি চলে গিয়েছেন চার বছর হল (Supriya Devi passed away on 26 January 2018) ৷ তবে সিনেপ্রেমী বাঙালির মননে তিনি থেকে যাবেন আজীবন। অভিনয় গুণে মুগ্ধ করে অর্জন করেছেন একাধিক পুরস্কার। 'পদ্মশ্রী', 'বঙ্গবিভূষণ', 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড'-এর পাশাপাশি 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' থেকেও পেয়েছেন সম্মান।

জন্মদিনে অভিনেত্রীর আদরের নাতি শন বন্দ্যোপাধ্যায়ের মন খানিক ভার। কারণ, দিনটা ছোটবেলা থেকেই তাঁর কাছে বড্ড স্পেশাল। দিদাকে ঘিরে তাঁর অসংখ্য স্মৃতি। তিন ভাই-বোনের বড় হওয়া তো তাঁর কাছেই। কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে নাতি শনের সেইসব স্মৃতির দরজায় কড়া নাড়ল ইটিভি ভারত Actor Sean Banerjee recalls memories of his maternal grandmother Supriya Devi)। শন ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন নিজের হাতে আঁকা দিদার ছবি।

Supriya Devi Birthday
শনের হাতে আঁকা সুপ্রিয়া দেবীর ছবি

শনের কথায়, "মা তো বটেই, দিদার কাছে আমরা তিন ভাই-বোনও মানুষ হয়েছি । দিদাই আমাদের কাছে সব। দিদার জন্মদিন মানেই ছিল উৎসব। আমি, মা আর দিদা মিলে প্রত্যেক বছর 8 জানুয়ারি চাইনিজ খেতে বেরোতাম দুপুরবেলা। দিদার সবচেয়ে প্রিয় ছিল চাইনিজ। শহরে দিদার পছন্দের চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে খেতাম আমরা। খাওয়াদাওয়া সেরে চলে যেতাম প্রিন্সেপ ঘাটে। সেখানে স্কুপ থেকে আইসক্রিম খেতাম গাড়িতে বসেই। এরপর লং-ড্রাইভ সেরে বাড়ি ফিরতাম। প্রত্যেকবছর এই রুটিন বাধা ছিল আমাদের।

একবার মনে আছে, দিদা কোনও একটা কাজে আমেরিকা গিয়েছিল। জন্মদিনের দিন ফিরে আসলে আমি ভাবছিলাম কী উপহার দেব দিদাকে। ও মা! দেখি দিদাই আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিল। তখন আমার বয়স নয় কি দশ হবে। খুব মজা পেয়েছিলাম সেদিন। নিজের হাতে দিদাকে এঁকে বহুবার আমি উপহার দিয়েছি। দিদা খুব প্রশংসা করেছে সেই সব আঁকার। শুধু আমি কেন, দিদা যে কোনও ভাল কাজেরই খুব প্রশংসা করত। সকলকে কাজে উৎসাহ দিত। কারও থেকে কিছু পেয়ে যতটা আনন্দ পেত তার থেকেও বেশি আনন্দ পেত অন্যকে উপহার দিয়ে। আমি সেটা উপলব্ধি করতে পারতাম।"

Supriya Devi Birthday
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Alta phooring : স্বপ্ন দেখা গ্রামের জিমন্যাস্টসের গল্প নিয়ে আসছে 'আলতা ফড়িং'

প্রয়াত অভিনেত্রীর হাতের রান্নার বাড়তি সুখ্যাতি ছিল ইন্ড্রাষ্টিতে। এ প্রসঙ্গে শন বলেন, "দিদা খেতে যেমন ভালবাসত তেমনি খাওয়াতে। দিদার রান্না নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। নিজের হাতে রেঁধে অন্যকে খাওয়াতে বেশি আনন্দ পেত দিদা। কেউ বাড়িতে এলে তাঁকে না-খাইয়ে ছাড়ত না আমার দিদা।"

সুপ্রিয়া দেবী চাইতেন তাঁর নাতি অভিনয় করুক। দিদার সেই স্বপ্নপূরণ করে শন আজ ব্যস্ত অভিনেতা। পরপর তিনটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করে ফেললেন তিনি। এই মুহূর্তে চলছে তাঁর অভিনীত ধারাবাহিক 'মন ফাগুন'। একইসঙ্গে বড় পর্দায় কাজ করে ফেলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শনের জনপ্রিয়তার আঁচ পাওয়া যায়। আজ তিনি যতটুকু, সবটা দিদার জন্য বলেই মনে করেন শন।

কলকাতা, 8 জানুয়ারি : সালটা আনুমানিক 1933 ৷ তৎকালীন বার্মা অর্থাৎ আজকের মায়ানমারে এইদিনেই জন্ম হয়েছিল অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর ৷ দর্শকের কাছে যিনি অধিক পরিচিত সুপ্রিয়া দেবী নামে। আর টলিউড ইন্ডাষ্ট্রির কাছে তিনি সকলের প্রিয় 'বেনু দি'। কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় ক্যারিশ্মা নিয়ে আলোচনা নেহাতই বাতুলতা। তিনি চলে গিয়েছেন চার বছর হল (Supriya Devi passed away on 26 January 2018) ৷ তবে সিনেপ্রেমী বাঙালির মননে তিনি থেকে যাবেন আজীবন। অভিনয় গুণে মুগ্ধ করে অর্জন করেছেন একাধিক পুরস্কার। 'পদ্মশ্রী', 'বঙ্গবিভূষণ', 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড'-এর পাশাপাশি 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' থেকেও পেয়েছেন সম্মান।

জন্মদিনে অভিনেত্রীর আদরের নাতি শন বন্দ্যোপাধ্যায়ের মন খানিক ভার। কারণ, দিনটা ছোটবেলা থেকেই তাঁর কাছে বড্ড স্পেশাল। দিদাকে ঘিরে তাঁর অসংখ্য স্মৃতি। তিন ভাই-বোনের বড় হওয়া তো তাঁর কাছেই। কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে নাতি শনের সেইসব স্মৃতির দরজায় কড়া নাড়ল ইটিভি ভারত Actor Sean Banerjee recalls memories of his maternal grandmother Supriya Devi)। শন ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন নিজের হাতে আঁকা দিদার ছবি।

Supriya Devi Birthday
শনের হাতে আঁকা সুপ্রিয়া দেবীর ছবি

শনের কথায়, "মা তো বটেই, দিদার কাছে আমরা তিন ভাই-বোনও মানুষ হয়েছি । দিদাই আমাদের কাছে সব। দিদার জন্মদিন মানেই ছিল উৎসব। আমি, মা আর দিদা মিলে প্রত্যেক বছর 8 জানুয়ারি চাইনিজ খেতে বেরোতাম দুপুরবেলা। দিদার সবচেয়ে প্রিয় ছিল চাইনিজ। শহরে দিদার পছন্দের চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে খেতাম আমরা। খাওয়াদাওয়া সেরে চলে যেতাম প্রিন্সেপ ঘাটে। সেখানে স্কুপ থেকে আইসক্রিম খেতাম গাড়িতে বসেই। এরপর লং-ড্রাইভ সেরে বাড়ি ফিরতাম। প্রত্যেকবছর এই রুটিন বাধা ছিল আমাদের।

একবার মনে আছে, দিদা কোনও একটা কাজে আমেরিকা গিয়েছিল। জন্মদিনের দিন ফিরে আসলে আমি ভাবছিলাম কী উপহার দেব দিদাকে। ও মা! দেখি দিদাই আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিল। তখন আমার বয়স নয় কি দশ হবে। খুব মজা পেয়েছিলাম সেদিন। নিজের হাতে দিদাকে এঁকে বহুবার আমি উপহার দিয়েছি। দিদা খুব প্রশংসা করেছে সেই সব আঁকার। শুধু আমি কেন, দিদা যে কোনও ভাল কাজেরই খুব প্রশংসা করত। সকলকে কাজে উৎসাহ দিত। কারও থেকে কিছু পেয়ে যতটা আনন্দ পেত তার থেকেও বেশি আনন্দ পেত অন্যকে উপহার দিয়ে। আমি সেটা উপলব্ধি করতে পারতাম।"

Supriya Devi Birthday
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Alta phooring : স্বপ্ন দেখা গ্রামের জিমন্যাস্টসের গল্প নিয়ে আসছে 'আলতা ফড়িং'

প্রয়াত অভিনেত্রীর হাতের রান্নার বাড়তি সুখ্যাতি ছিল ইন্ড্রাষ্টিতে। এ প্রসঙ্গে শন বলেন, "দিদা খেতে যেমন ভালবাসত তেমনি খাওয়াতে। দিদার রান্না নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। নিজের হাতে রেঁধে অন্যকে খাওয়াতে বেশি আনন্দ পেত দিদা। কেউ বাড়িতে এলে তাঁকে না-খাইয়ে ছাড়ত না আমার দিদা।"

সুপ্রিয়া দেবী চাইতেন তাঁর নাতি অভিনয় করুক। দিদার সেই স্বপ্নপূরণ করে শন আজ ব্যস্ত অভিনেতা। পরপর তিনটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করে ফেললেন তিনি। এই মুহূর্তে চলছে তাঁর অভিনীত ধারাবাহিক 'মন ফাগুন'। একইসঙ্গে বড় পর্দায় কাজ করে ফেলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে শনের জনপ্রিয়তার আঁচ পাওয়া যায়। আজ তিনি যতটুকু, সবটা দিদার জন্য বলেই মনে করেন শন।

Last Updated : Jan 9, 2022, 8:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.