ETV Bharat / sitara

জনতা এক্সপ্রেস-এর পর ফের টেলিভিশনে কাঞ্চন! - Odol Bodol

ফের টেলিভিশনে ফিরছেন কাঞ্চন মল্লিক। 'জনতা এক্সপ্রেস'-এর পর এবার তাঁর নুতন শো 'অদল বদল'।

কাঞ্চন মল্লিক
author img

By

Published : Jul 16, 2019, 9:40 PM IST

কলকাতা : অভিনেতা কাঞ্চন মল্লিকের উত্থান 'জনতা এক্সপ্রেস' রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেটাও বহু বছর আগের ঘটনা। তারপর অভিনেতাকে আর সেভাবে কোনও রিয়েলিটি শো করতে দেখা যায়নি। ফের একবার দর্শক কাঞ্চনের কমেডি ম্যাজিক পেতে চলেছেন বাংলা টেলিভিশনের পরদায়। কারণ আগামী 22 জুলাই সোমবার থেকে শনিবার এক বেসরকারি চ্যানেলে আসতে চলেছে তাঁর নতুন শো 'অদল বদল'।

কাঞ্চন মল্লিক
কাঞ্চন

নতুন এই শোয়ের কনসেপ্ট একেবারেই আলাদা। সাধারণ মানুষের ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো সে পরিবর্তন করতে চায়। কাঞ্চন যাবে সেই সমস্ত মানুষের বাড়ি আর তাঁদের জিজ্ঞাসা করবে তিনটে প্রশ্ন। তিনটের মধ্য দু'টো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে কথা মতো পুরোনো জিনিসের বদলে আসবে নতুন জিনিস। আবার অন্যদিকে যদি তিনটের মধ্যে দু'টো প্রশ্নের ভুল উত্তর আসে তাহলে পুরোনো জিনিসটাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে।

তুলে নিয়ে যাওয়া পুরোনো জিনিসটি সমাজকল্যানমূলক কাজে ব্যবহার করা হবে। এরকম কনসেপ্টের কোনও রিয়েলিটি শো আগে দেখা যায়নি টেলিভিশনে। নতুন এই শো নিয়ে ETV ভারত সিতারার মুখোমুখি হলেন কাঞ্চন।

দেখুন ভিডিয়ো...

কলকাতা : অভিনেতা কাঞ্চন মল্লিকের উত্থান 'জনতা এক্সপ্রেস' রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেটাও বহু বছর আগের ঘটনা। তারপর অভিনেতাকে আর সেভাবে কোনও রিয়েলিটি শো করতে দেখা যায়নি। ফের একবার দর্শক কাঞ্চনের কমেডি ম্যাজিক পেতে চলেছেন বাংলা টেলিভিশনের পরদায়। কারণ আগামী 22 জুলাই সোমবার থেকে শনিবার এক বেসরকারি চ্যানেলে আসতে চলেছে তাঁর নতুন শো 'অদল বদল'।

কাঞ্চন মল্লিক
কাঞ্চন

নতুন এই শোয়ের কনসেপ্ট একেবারেই আলাদা। সাধারণ মানুষের ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো সে পরিবর্তন করতে চায়। কাঞ্চন যাবে সেই সমস্ত মানুষের বাড়ি আর তাঁদের জিজ্ঞাসা করবে তিনটে প্রশ্ন। তিনটের মধ্য দু'টো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে কথা মতো পুরোনো জিনিসের বদলে আসবে নতুন জিনিস। আবার অন্যদিকে যদি তিনটের মধ্যে দু'টো প্রশ্নের ভুল উত্তর আসে তাহলে পুরোনো জিনিসটাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে।

তুলে নিয়ে যাওয়া পুরোনো জিনিসটি সমাজকল্যানমূলক কাজে ব্যবহার করা হবে। এরকম কনসেপ্টের কোনও রিয়েলিটি শো আগে দেখা যায়নি টেলিভিশনে। নতুন এই শো নিয়ে ETV ভারত সিতারার মুখোমুখি হলেন কাঞ্চন।

দেখুন ভিডিয়ো...
Intro:জনতা এক্সপ্রেস এর পর ফের একবার কাঞ্চন মল্লিক কে দেখা যাবে অদল বদল

অমিত চক্রবর্তী,কলকাতা: অভিনেতা কাঞ্চন মল্লিক এর উত্থান প্রথম দর্শকরা দেখেছিল জনতা এক্সপ্রেস রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেটাও প্রায় 90 এর দশকের ঘটনা। তার মাঝে অভিনেতা কাঞ্চন মল্লিক কে আর সেভাবে কোন শো তে পাওয়া যায়নি। এরপর অভিনেতা কাঞ্চন মল্লিক নিজেকে ব্যস্ত রেখেছিলেন শুধুমাত্র বাংলা ছবির পর্দাতেই। তবে ফের একবার দর্শকরা কাঞ্চন মল্লিকের কমেডির ম্যাজিক পেতে চলেছেন বাংলা টেলিভিশনের পর্দায়। কারণ আগামী 22 শে জুলাই সোমবার থেকে শনিবার এক বেসরকারি টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নতুন শো অদল বদল। নতুন এই এর প্রেক্ষাপট একদমই আলাদা।কারন সাধারণ মানুষের ঘর এমন অনেক জিনিসপত্র থাকে, যেগুলি হয়তো আর কোন কাজে লাগে না বা পাল্টে আকারে বড় বা কাজের দিক দিয়ে ভালোই সেরকম এর চাহিদা থাকে। তাই অভিনেতা কাঞ্চন মল্লিক তার নতুন এই অদল বদল শো নিয়ে উপস্থিত হবেন সেই সব মানুষদের ঘরে, যারা তাদের বাড়ির কোন জিনিস অদল বদল করতে চাইবেন। এই পুরো অদল-বদল টা নির্ভর করবে সামান্য তিনটি প্রশ্নের উত্তরের উপর।কারন দুটো প্রশ্নের উত্তর ভুল দিলে, অভিনেতা কিন্তু সেই জিনিসটি কে ফিরিয়ে নিতে পারেন। নতুন এই শো নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হওয়ার আগে,অভিনেতা কাঞ্চন মল্লিক ইটিভি ভারত সিতারার মুখোমুখি হয়ে জানালেন তার এই শো এর অনেক না জানা কাহিনী।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.