ETV Bharat / sitara

পয়মন্ত চারু কি আর্যর বাতি হতে পারবে? - Sanjher Bati

ধারাবাহিকপ্রিয় বাঙালিদের জন্য আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'সাঁঝের বাতি'। বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে আজকাল সমালোচনা হয় অনেক। নতুন এই ধারাবাহিক নতুন কী দিতে পারবে দর্শককে? সেই নিয়ে কথা বললেন ধারাবাহিকের শিল্পীরা।

সাঁঝের বাতি
author img

By

Published : Jun 22, 2019, 7:15 PM IST

কলকাতা: উত্তর কলকাতার এক বিখ্যাত পরিবার যারা মিষ্টি তৈরি করে ও তার থেকে কয়েক মাইল দূরে অবস্থিত গ্রামের একটি গোয়ালা পরিবার। এই দুই পরিবারকে কেন্দ্র করেই ধারাবাহিকের গল্প। গোয়ালা পরিবারের মেয়ে চারুর সঙ্গে মিষ্টি প্রস্তুতকারক পরিবারের ছেলে আর্যর একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়।

সাঁঝের বাতি
ধারাবাহিকের মুখ্য চরিত্র

গল্পটা শুনেই বোঝা যাচ্ছে কাহিনিতে অনেক ঘাত-প্রতিঘাত থাকবে। কারণ বড় পরিবারের ছেলে আর গরীব পরিবারের মেয়ের মিল হওয়াটা আজও আমাদের সমাজে খুব একটা সহজ নয়। ধারাবাহিক মুক্তির আগে হয়ে গেল একটি সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন জুন মালিয়া, দেবচন্দ্রিমা সিংহ রায়, রিজওয়ান রব্বানি শেখ, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে।


দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা: উত্তর কলকাতার এক বিখ্যাত পরিবার যারা মিষ্টি তৈরি করে ও তার থেকে কয়েক মাইল দূরে অবস্থিত গ্রামের একটি গোয়ালা পরিবার। এই দুই পরিবারকে কেন্দ্র করেই ধারাবাহিকের গল্প। গোয়ালা পরিবারের মেয়ে চারুর সঙ্গে মিষ্টি প্রস্তুতকারক পরিবারের ছেলে আর্যর একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়।

সাঁঝের বাতি
ধারাবাহিকের মুখ্য চরিত্র

গল্পটা শুনেই বোঝা যাচ্ছে কাহিনিতে অনেক ঘাত-প্রতিঘাত থাকবে। কারণ বড় পরিবারের ছেলে আর গরীব পরিবারের মেয়ের মিল হওয়াটা আজও আমাদের সমাজে খুব একটা সহজ নয়। ধারাবাহিক মুক্তির আগে হয়ে গেল একটি সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন জুন মালিয়া, দেবচন্দ্রিমা সিংহ রায়, রিজওয়ান রব্বানি শেখ, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে।


দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:আসছে নতুন বাংলা ধারাবাহিক সাঁঝের বাতি

অমিত চক্রবর্তী,কলকাতা: টেলিভিশন প্রিয় বাঙ্গালীদের জন্য আগামী ১লা জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক সাঁঝের বাতি। নতুন এই ধারাবাহিকের গল্পের প্রেক্ষাপট উত্তর কলকাতার এক বিখ্যাত মিষ্টান্ন পরিবার ও তার থেকে কয়েক মাইল দূরে গ্রামের এক গোয়ালা পরিবারের কিছু ঘটনাকে কেন্দ্র করে।যেখান থেকে এই গোয়ালা পরিবারের মেয়ে চারুর সঙ্গে মিষ্টি একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠবে মিষ্টি বিক্রেতা মল্লিক পরিবারের বড় ছেলে আর্যর সঙ্গে। গল্পটা এত সহজ না হলেও এর পরোতে পরোতে অনেক ঘাত প্রতিঘাত। ধারাবাহিকটি মুক্তির আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন এই ধারাবাহিকে তাদের চরিত্র সম্পর্কে অনেক না জানা কথা জানালেন জুন মালিয়া, দেবচন্দ্রিমা সিংহ রায়, রিজওয়ান রব্বানি শেখ, কাঞ্চনা মৈত্র সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.