কলকাতা : সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অগ্নিমিত্রা বললেন, "আমি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল ফেডারেশনের প্রেসিডেন্ট। অন্য কেউ নন। যাঁরা এটা দাবী করছেন, নিছকই ঈর্ষান্বিত হয়ে করছেন, এবং তাতে একটা কনফিউশন তৈরি হচ্ছে।"
অগ্নিমিত্রা বললেন, "সেক্রেটারি সাধন তালুকদার রেজোলিউশন পাস করিয়ে আমাদের সকলকে নিয়ে নিয়েছেন ২৮ জুন। ২৯ জুন আমাদের সাংবাদিক বৈঠক হয়েছে। বৈদ্য দের বিষয়ে আমি জানি না। আমাদের কাছে সমস্ত লিগাল পেপারস আছে। আমাদের কাছে রেজিস্ট্রেশনের পেপারসও চলে এসেছে।"
১ জুলাই দুপুর তিনটে নাগাদ প্রেস কনফারেন্সে একটি সাংবাদিক বৈঠকে বৈদ্য দে বলেন, তাঁর কাছে যে আইনি কাগজপত্র আছে তাতে স্পষ্ট করে লেখা, তিনি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কনফেডারেশনের প্রেসিডেন্ট। সেই কাগজ বৈদ্যবাবু ETV ভারতকে দেখিয়েওছেন। তাহলে সেটা কীসের কাগজ? এই প্রশ্নে অগ্নিমিত্রা বলেন, "ওঁদেরটা রেজলিউশন পাস হওয়ার আগের কাগজ। ওঁরা আগের পেপার নিয়ে এসে দেখাচ্ছে। ২৮ তারিখ রেজুলেশন পাশ করে আমাদের ওর মধ্যে নেওয়া হয়েছে। বৈদ্যবাবুরা বোকা বোকা কথা বলছেন। বোকা বোকা কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টের আন্ডারে আমরা কাজ করছি। আমরা থোড়াই এরকম কাঁচা কাজ করব।"
আমিই প্রেসিডেন্ট, ঈর্ষান্বিত হয়ে লোকজন ভুলভাল কথা বলছে : অগ্নিমিত্রা পাল - অগ্নিমিত্রা পাল
'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন'এর প্রেসিডেন্ট নাকি নন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। এমনটাই দাবি করেছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের জেনারেল সেক্রেটারি শঙ্কুদেব পণ্ডা এবং বৈদ্য দে। তবে ETV ভারত সিতারাকে অগ্নিমিত্রা জানালেন অন্য কথা। কী বললেন তিনি?
কলকাতা : সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অগ্নিমিত্রা বললেন, "আমি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল ফেডারেশনের প্রেসিডেন্ট। অন্য কেউ নন। যাঁরা এটা দাবী করছেন, নিছকই ঈর্ষান্বিত হয়ে করছেন, এবং তাতে একটা কনফিউশন তৈরি হচ্ছে।"
অগ্নিমিত্রা বললেন, "সেক্রেটারি সাধন তালুকদার রেজোলিউশন পাস করিয়ে আমাদের সকলকে নিয়ে নিয়েছেন ২৮ জুন। ২৯ জুন আমাদের সাংবাদিক বৈঠক হয়েছে। বৈদ্য দের বিষয়ে আমি জানি না। আমাদের কাছে সমস্ত লিগাল পেপারস আছে। আমাদের কাছে রেজিস্ট্রেশনের পেপারসও চলে এসেছে।"
১ জুলাই দুপুর তিনটে নাগাদ প্রেস কনফারেন্সে একটি সাংবাদিক বৈঠকে বৈদ্য দে বলেন, তাঁর কাছে যে আইনি কাগজপত্র আছে তাতে স্পষ্ট করে লেখা, তিনি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কনফেডারেশনের প্রেসিডেন্ট। সেই কাগজ বৈদ্যবাবু ETV ভারতকে দেখিয়েওছেন। তাহলে সেটা কীসের কাগজ? এই প্রশ্নে অগ্নিমিত্রা বলেন, "ওঁদেরটা রেজলিউশন পাস হওয়ার আগের কাগজ। ওঁরা আগের পেপার নিয়ে এসে দেখাচ্ছে। ২৮ তারিখ রেজুলেশন পাশ করে আমাদের ওর মধ্যে নেওয়া হয়েছে। বৈদ্যবাবুরা বোকা বোকা কথা বলছেন। বোকা বোকা কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টের আন্ডারে আমরা কাজ করছি। আমরা থোড়াই এরকম কাঁচা কাজ করব।"
Body:সমস্ত অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অগ্নিমিত্রা বললেন, "আমি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল ফেডারেশনের প্রেসিডেন্ট। অন্য কেউ নন। যাঁরা এটা দাবী করছেন, নিছকই ঈর্ষান্বিত হয়ে করছেন, এবং তাতে একটা কনফিউশন তৈরি হচ্ছে।"
অগ্নিমিত্রা বললেন, "সেক্রেটারি সাধন তালুকদার রেজোলিউশন পাস করিয়ে আমাদের সকলকে নিয়ে নিয়েছেন ২৮ জুন। ২৯ জুন আমাদের সাংবাদিক বৈঠক হয়েছে। বৈদ্য দের বিষয়ে আমি জানি না। আমাদের কাছে সমস্ত লিগাল পেপারস আছে। আমাদের কাছে রেজিস্ট্রেশনের পেপারসও চলে এসেছে।"
১ জুলাই দুপুর তিনটে নাগাদ প্রেস কনফারেন্সে একটি সাংবাদিক বৈঠকে বৈদ্য দে বলেন, তাঁর কাছে যে আইনি কাগজপত্র আছে তাতে স্পষ্ট করে লেখা, তিনি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কনফেডারেশনের প্রেসিডেন্ট। সেই কাগজ বৈদ্যবাবু ETV ভারতকে দেখিয়েওছেন। তাহলে সেটা কীসের কাগজ? এই প্রশ্নে অগ্নিমিত্রা বলেন, "ওঁদেরটা রেজলিউশন পাস হওয়ার আগের কাগজ। ওঁরা আগের পেপার নিয়ে এসে দেখাচ্ছে। ২৮ তারিখ রেজুলেশন পাশ করে আমাদের ওর মধ্যে নেওয়া হয়েছে। বৈদ্যবাবুরা বোকা বোকা কথা বলছেন। বোকা বোকা কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টের আন্ডারে আমরা কাজ করছি। আমরা থোড়াই এরকম কাঁচা কাজ করব।"
Conclusion:
২৯ তারিখ অগ্নিমিত্রা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা বলেন, " আমার মনে হয় কনফিউশনের এখানে কিছু নেই। যেখানে দিলীপ ঘোষ উপস্থিত থাকেন। সেখানে কনফিউশনের কোনও বিষয় থাকতে পারে না। এটা তো পার্টি থেকে আমাদের করতে বলা হয়েছে।"