দুবাই : দুবাইতে দর্শকের সামনে অভিনয় করার সময় অতিরিক্ত চিন্তার কারণে স্টেজেই মৃত্যু হল একজন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ানের ।
36 বছর বয়সি কমেডিয়ান মঞ্জুনাথ নাইডু স্টেজে অভিনয় করার সময় হৃদরোগে আক্রান্ত হন । তিনি অতিরিক্ত উদ্বেগের অভিযোগ করেছিলেন । স্টেজে অভিনয় করার সময় হঠাৎই তিনি বেঞ্চে বসে পড়েন এবং তারপর মাটিতে পড়ে যান । শ্রোতারা প্রথমে ভাবেন এটা হয়তো তাঁর অভিনয়ের অংশ ।
আবু ধাবিতে জন্ম হলেও মঞ্জুনাথ পরে দুবাইতে চলে আসেন । তাঁর বন্ধু ও সহকর্মী কমেডিয়ান মিকদাদ দোহাদওয়ালা বলেন, "সেদিন একেবারে শেষ পর্বে ছিল মঞ্জু । তিনি মঞ্চে উঠে দর্শককে তাঁর গল্প শুনিয়ে হাসাচ্ছিলেন । তিনি তাঁর বাবা ও পরিবারের কথা বলছিলেন । তারপর তিনি কীভাবে উদ্বেগের সঙ্গে লড়াই করেছিলেন তা বলছিলেন । গল্পটা শুরু করার এক মিনিটের মধ্যেই তিনি পড়ে যান ।"
দর্শক মনে করেন এটা তাঁর অভিনয়েরই অংশ । উদ্বেগ নিয়ে কথা বলতে বলতে পড়ে যাওয়ায় দর্শকরা মনে করেন জোক করছেন মঞ্জুনাথ । দোহাদওয়ালা বলেন, "তাঁর বাবা মাও মারা গেছেন । একজন ভাই আছেন । কিন্তু আত্মীয় কেউ নেই । আর্ট বা কমেডি সার্কেলে তাঁর পরিবারই সব ।"