ETV Bharat / sitara

কলকাতায় আয়োজিত ন্যাশনাল থিয়েটার সেমিনারে নাট্যপ্রেমীদের ভিড় - play to production

শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার । 11 তারিখে শুরু এই সেমিনারে প্রতিদিনই উপচে পড়েছে নাট্যপ্রেমীদের ভিড় ।

ন্যাশনাল থিয়েটার সেমিনার
author img

By

Published : Sep 15, 2019, 3:18 PM IST

Updated : Sep 16, 2019, 10:03 AM IST

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার (৪th National Theatre Seminar) । শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে । 11 সেপ্টেম্বর শুরু হওয়া সেমিনারটির আজ শেষ দিন । গত চারদিনই নাট্যপ্রেমীদের ভিড় উপচে পড়েছে কলকাতার মিনার্ভা থিয়েটারে ।

সেমিনারে আলোচনার বিষয় 'প্লে টু প্রোডাকশন' (Play to Production) । এই বিষয়ে মতামত রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব । বক্তব্য রেখেছেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুণ ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দ । আজ শেষদিন উপস্থিত থাকবেন অমল পালেকর ও রবিন দাস । রাত 8 টায় সেমিনারের ক্লোজ়িং সেরেমনি মিনার্ভাতেই পালন করা হবে ।

NTS
সেমিনারের কিছু মুহূর্ত

এই ফেস্টিভাল শুরু হয় 11 সেপ্টেম্বর বিকেল চারটের সময় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সাধন পান্ডে, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক, অতীন ঘোষ, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মাকারন্দ দেশপান্ডে ও অমল আল্লানা । শিশির ভাদুড়ীর উপর লেখা বই 'শিশিরকথা' প্রকাশিত হয় সেমিনারে ।

মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রে আয়োজিত এই সর্বভারতীয় নাট্য আলোচনাচক্রের জন্য আগাম শুভেচ্ছা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও । সেমিনার সম্পর্কে বিস্তারিত জানালেন মিনার্ভা সেমিনারের নিয়োজিত কার্যকরী সমিতির সদস্য অণীশ ঘোষ । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন অনীশ ঘোষের বক্তব্য

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার (৪th National Theatre Seminar) । শহরের নাট্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে । 11 সেপ্টেম্বর শুরু হওয়া সেমিনারটির আজ শেষ দিন । গত চারদিনই নাট্যপ্রেমীদের ভিড় উপচে পড়েছে কলকাতার মিনার্ভা থিয়েটারে ।

সেমিনারে আলোচনার বিষয় 'প্লে টু প্রোডাকশন' (Play to Production) । এই বিষয়ে মতামত রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব । বক্তব্য রেখেছেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুণ ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দ । আজ শেষদিন উপস্থিত থাকবেন অমল পালেকর ও রবিন দাস । রাত 8 টায় সেমিনারের ক্লোজ়িং সেরেমনি মিনার্ভাতেই পালন করা হবে ।

NTS
সেমিনারের কিছু মুহূর্ত

এই ফেস্টিভাল শুরু হয় 11 সেপ্টেম্বর বিকেল চারটের সময় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সাধন পান্ডে, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক, অতীন ঘোষ, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মাকারন্দ দেশপান্ডে ও অমল আল্লানা । শিশির ভাদুড়ীর উপর লেখা বই 'শিশিরকথা' প্রকাশিত হয় সেমিনারে ।

মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রে আয়োজিত এই সর্বভারতীয় নাট্য আলোচনাচক্রের জন্য আগাম শুভেচ্ছা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও । সেমিনার সম্পর্কে বিস্তারিত জানালেন মিনার্ভা সেমিনারের নিয়োজিত কার্যকরী সমিতির সদস্য অণীশ ঘোষ । ভিডিয়োয় শুনে নিন তাঁর বক্তব্য...

ভিডিয়োয় শুনুন অনীশ ঘোষের বক্তব্য
Intro:পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত চতুর্থ জাতীয় থিয়েটার সেমিনার (4th National Theatre Seminar) ভালোই সাড়া ফেলেছে মহানগরীর নাট্যপ্রেমীদের মনে। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর, এই চারদিন উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারে উপচে পড়ছে নাট্যানুরোগীদের ভিড়। হল ভরাচ্ছে দর্শক ও শ্রোতাদের উপস্থিতি। সেমিনারের অনেককিছুই আপনাদের সামনে তুলে ধরল ETV ভারত সিতারা।


Body:আলোচনার বিষয় 'প্লে টু প্রোডাকশন' (Play to Production)। তাতে মতামত রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন নাট্যব্যক্তিত্বরা। বক্তব্য রাখছেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুন ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দ। শেষদিন, অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর উপস্থিত থাকবেন অমল পালেকার এবং রবিন দাস। এদিনে রাত ৮টায় মিনার্ভাতেই পালিত হবে উৎসবের ক্লোসিং সেরিমনি।

চতুর্থ জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ১১ সেপ্টেম্বর বিকেল ৪টের সময়। সেদিন উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সাধন পান্ডে, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক, অতীন ঘোষ, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মাকারন্দ দেশপান্ডে এবং অমল আল্লানা। সেদিন শিশির ভাদুড়ীর উপর লেখা 'শিশিরকথা' বইটিও প্রকাশিত হয় সেমিনারে।

মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রে আয়োজিত এই সর্বভারতীয় নাট্য আলোচনাচক্রের জন্য আগাম শুভেচ্ছা এসেছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও। চিঠিতে লিখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন তিনি। যাতে লেখা ছিল, "বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের উপস্থিতিতে এই আলোচনাচক্র এক বিশেষ মাত্রা লাভ করবে - এই আশা রাখলাম। অনুষ্ঠানের সাফল্য কামনা করছি ও আয়োজকদের আমার অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।"




Conclusion:এই সেমিনার সম্পর্কে বিস্তারিতভাবে বললেন মিনার্ভা সেমিনারের নিয়োজিত কার্যকরী সমিতির সদস্য অণীশ ঘোষ। ভিডিওতে শুনুন তাঁর বক্তব্য এবং দেখুন সেমিনারের স্মরণীয় কিছু মুহূর্ত :
Last Updated : Sep 16, 2019, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.