পাকিস্তান : পাক গায়িকা রবি পিরজ়াদার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়া। রীতিমতো ট্রোল করা হয় তাঁকে। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে খুবই প্রভাবিত হয়ে গেছেন গায়িকা। আর তাই বিনোদন দুনিয়া ছাড়লেন তিনি।
গতকাল টুইটারে একটি পোস্টের মাধ্যমে রবি জানান যে, তিনি বিনোদন দুনিয়া ছাড়ছেন। তিনি লিখেছেন, "আমি রবি পিরজ়াদা, বিনোদন দুনিয়া ছাড়ছি। আশা করব আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দেবেন এবং আমার সপক্ষে সবার মনোভাবকে নরম করবেন।"
-
میں رابی پیرذادہ شوبز سے کنارہ کشی اختیار کرتی ہوں ۔ اللہ تعالیٰ میرے گناہوں کو معاف کرے۔ اور میرے حق میں لوگوں کا دل نرم کرے۔
— Rabi Pirzada (@Rabipirzada) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
وَتُعِزُ مَن تَشَاء وَتُذِلُ مَن تَشَاء#SaveaSoul
">میں رابی پیرذادہ شوبز سے کنارہ کشی اختیار کرتی ہوں ۔ اللہ تعالیٰ میرے گناہوں کو معاف کرے۔ اور میرے حق میں لوگوں کا دل نرم کرے۔
— Rabi Pirzada (@Rabipirzada) November 4, 2019
وَتُعِزُ مَن تَشَاء وَتُذِلُ مَن تَشَاء#SaveaSoulمیں رابی پیرذادہ شوبز سے کنارہ کشی اختیار کرتی ہوں ۔ اللہ تعالیٰ میرے گناہوں کو معاف کرے۔ اور میرے حق میں لوگوں کا دل نرم کرے۔
— Rabi Pirzada (@Rabipirzada) November 4, 2019
وَتُعِزُ مَن تَشَاء وَتُذِلُ مَن تَشَاء#SaveaSoul
এর আগে রবি নরেন্দ্র মোদিকে মৃত্যুর হুমকি দিয়ে হেডলাইন তৈরি করেছিলেন। একটা সাপকে হাতে ধরে ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার উপহার। আমার বন্ধুরা আপনাকে নিয়ে ফিস্ট করবে।" কিন্তু, এই ভিডিয়ো তৈরির অপরাধে বন্যপশু বিভাগকে একটা মোটা টাকা ফাইন দিতে হয় রবিকে।
-
The lyrics of this song 😍
— Rabi Pirzada (@Rabipirzada) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch full videohttps://t.co/gN0k00OUfV pic.twitter.com/waFyxzFpXr
">The lyrics of this song 😍
— Rabi Pirzada (@Rabipirzada) October 26, 2019
Watch full videohttps://t.co/gN0k00OUfV pic.twitter.com/waFyxzFpXrThe lyrics of this song 😍
— Rabi Pirzada (@Rabipirzada) October 26, 2019
Watch full videohttps://t.co/gN0k00OUfV pic.twitter.com/waFyxzFpXr
শোনা যাচ্ছে যারা রবির নগ্ন ভিডিয়ো আপলোড করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গায়িকা।