ETV Bharat / sitara

Bikram Ghosh : মুকুটে নয়া পালক, ডক্টরেট উপাধি পেলেন বিক্রম ঘোষ - ডক্টরেট উপাধি

একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনা এবং আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এই তবলা শিল্পী ।

Bikram Ghosh
মুকুটে নয়া পালক, ডক্টরেট উপাধি পেলেন বিক্রম ঘোষ
author img

By

Published : Oct 1, 2021, 3:35 PM IST

কলকাতা, 1 অক্টোবর : ডক্টরেট উপাধি পেলেন প্রখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ । বেঙ্গালুরুর 'সেন্ট মাদার টেরেসা ইউনিভার্সিটি' থেকে 'মাস্টারি ইন ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক'-এ এই উপাধি পেয়েছেন তিনি ৷

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই শুভক্ষণের বেশ কিছু ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন "বেঙ্গালুরুর সেন্ট মাদার টেরেজা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলাম ৷ ভগবান দয়াময় ৷" একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনা এবং আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এই তবলা শিল্পী । এখনও হাতে রয়েছে অনেক কাজ ৷

আরও পড়ুন : Gourab Roy Chowdhury : বাড়ি আর পাড়ায় কাটবে দুর্গাপুজো, দ্রুত শ্যুটিংয়ে ফিরছেন গৌরব

অরিন্দম শীল পরিচালিত সব ছবিরই সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । সাম্প্রতিককালে 'গোলন্দাজ' ছবিরও সঙ্গীতের বিষয়টি সামলেছেন এই শিল্পী । এই ছবির 'যুদ্ধংদেহী' গানটির সঙ্গীতায়োজনও তাঁরই । গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । গেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় । এই পুজোয় আসন্ন 'মহানন্দা' ছবিরও সঙ্গীত তাঁরই করা । শাস্ত্রীয়, রক, আধুনিক , ফিউশন সব ক্ষেত্রেই বিক্রমের অবাধ বিচরণ । সঞ্জয় দত্ত অভিনীত, গিরীশ মল্লিক পরিচালিত ওয়েব ফিল্ম 'তোরবাজ'-এর জন্য 'দ্য ক্লেফ মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০-২০২১'-এ 'বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর (ফিল্ম)'-এর খেতাবও পেয়েছেন তিনি ।

এই পুজোতেই বিক্রম ঘোষ এবং সঙ্গীত শিল্পী শানের যুগলবন্দিতে মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও অ্যালবাম 'আজ বাজা তুই ঢাক' ।

কলকাতা, 1 অক্টোবর : ডক্টরেট উপাধি পেলেন প্রখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ । বেঙ্গালুরুর 'সেন্ট মাদার টেরেসা ইউনিভার্সিটি' থেকে 'মাস্টারি ইন ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক'-এ এই উপাধি পেয়েছেন তিনি ৷

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই শুভক্ষণের বেশ কিছু ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন "বেঙ্গালুরুর সেন্ট মাদার টেরেজা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলাম ৷ ভগবান দয়াময় ৷" একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনা এবং আবহ সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এই তবলা শিল্পী । এখনও হাতে রয়েছে অনেক কাজ ৷

আরও পড়ুন : Gourab Roy Chowdhury : বাড়ি আর পাড়ায় কাটবে দুর্গাপুজো, দ্রুত শ্যুটিংয়ে ফিরছেন গৌরব

অরিন্দম শীল পরিচালিত সব ছবিরই সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । সাম্প্রতিককালে 'গোলন্দাজ' ছবিরও সঙ্গীতের বিষয়টি সামলেছেন এই শিল্পী । এই ছবির 'যুদ্ধংদেহী' গানটির সঙ্গীতায়োজনও তাঁরই । গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । গেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় । এই পুজোয় আসন্ন 'মহানন্দা' ছবিরও সঙ্গীত তাঁরই করা । শাস্ত্রীয়, রক, আধুনিক , ফিউশন সব ক্ষেত্রেই বিক্রমের অবাধ বিচরণ । সঞ্জয় দত্ত অভিনীত, গিরীশ মল্লিক পরিচালিত ওয়েব ফিল্ম 'তোরবাজ'-এর জন্য 'দ্য ক্লেফ মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০-২০২১'-এ 'বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর (ফিল্ম)'-এর খেতাবও পেয়েছেন তিনি ।

এই পুজোতেই বিক্রম ঘোষ এবং সঙ্গীত শিল্পী শানের যুগলবন্দিতে মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও অ্যালবাম 'আজ বাজা তুই ঢাক' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.