কলকাতা, 18 নভেম্বর: এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় জুটি বাঁধছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। পরিচালনায় শিলাদিত্য মৌলিক । শুভ মহরত হয়ে গেল ।
এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় ফের জুটি বাঁধছেন যশ-নুসরত । খবরটা আগেই চাউর হয় । কিন্তু কোন ছবি, কবে আসবে, কে পরিচালক জানা ছিল না । এ বার আর লুকোছাপা বলে কিছু নেই । জানা গেল, ছবির নাম 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' (Master Moshai Apnu Kichu Dekhen Ni)। পরিচালনায় শিলাদিত্য মৌলিক ।
ছবির নাম তপন সিনহা পরিচালিত বিখ্যাত বাংলা ছবি 'আতঙ্ক'র একটি সংলাপ । যা আজও ভোলেননি বাংলার দর্শক ৷ তপন সিনহাকে ট্রিবিউট দিতেই এই ছবি নিয়ে আসছেন এনা সাহা ও বনানী সাহার প্রযোজনা সংস্থা । শিলাদিত্য এই প্রযোজনা সংস্থার হয়ে আরও একটি ছবি পরিচালনা করছেন । নাম 'চিনেবাদাম'। এই ছবিতে অবশ্য জুটি বাঁধছেন এনা সাহা এবং যশ । এ বার ফের একই প্রযোজনা সংস্থার হয়ে ফিল্ডে নেমেছেন 'সোয়েটার' নির্মাতা শিলাদিত্য মৌলিক । ছবির গল্প লিখেছেন মোমো ।
আরও পড়ুন: IFFI : মার্কিন ও হাঙ্গেরির চিত্রনির্মাতাকে সত্যজিৎ রায় পুরস্কার, বিশেষ সম্মান হেমা-প্রসূনকে
পরিচালক ইটিভি ভারতকে জানান, "2000 সালের প্রেক্ষাপটে এই গল্প । গল্পের কেন্দ্রে থাকবে ছাত্র রাজনীতি । তপন সিনহাকে শ্রদ্ধা জানাতেই তাঁর বিখ্যাত ছবির সংলাপ ধরে ছবির এ রকম নামকরণ । একজন মাস্টারমশাইও থাকবেন চরিত্রে । যশ, নুসরত ছাড়া আর কারও নাম এখনও লক হয়নি, তাই জানাতে পারছি না । আমার ছবি মানেই সম্পর্ক, প্রেম, ভালোবাসা থাকবেই সেখানে । এখানেও আছে । অনেকদিন থেকেই ইচ্ছে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে কাজ করব । তপন সিনহার 'আতঙ্ক'তে প্রেম, ভালোবাসার দিক ছিল না । আমার গল্পে সেটা পুরোমাত্রায় আছে । গল্প লিখেছে মোমো। বাকিটা জানতে হলে অপেক্ষা কাম্য ।" এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক ।