নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সিনেমাপ্রেমীরা ৷ ধরেই নিয়েছিলেন অস্কার পুরস্কারের মনোনয়ন পাবে দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের ছবি 'জয় ভীম' ৷ কিন্তু শেষ পর্যন্ত সেরা ছবির মনোনয়নের দৌড় থেকে ছিটকে গিয়েছে এই ছবি ৷ সেরা ছবির মনোনয়ন তালিকায় হতাশ হতে হলেও আশার আলোও রয়েছে ৷ কারণ সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনয়ন পেয়েছে ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' (Documentary Feature Writing With Fire nominated for the Oscars) ৷ 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এবার লড়াই করবে রিণ্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত পরিচালিত 'রাইটিং উইথ ফায়ার' ৷ ছবির জগতে এই তথ্যচিত্রের হাত ধরেই অভিষেক ঘটেছে এই দুই পরিচালকের ৷
'রাইটিং উইথ ফায়ার' তুলে ধরে ভারতের একমাত্র দলিত মহিলাদের দ্বারা পরিচালিত সংবাদপত্র 'খবর ল্য়াহেরিয়া'-র কাহিনি ৷ পরিচালক সুস্মিত সংবাদমাধ্যমকে বলেন,"আমরা সত্যিই যার পর নাই খুশি, এটা আমাদের ভারতীয় সিনেমার জন্য একটি বিশাল বড় ঘটনা ৷ এই ছবিটি নির্ভীক দলিত মহিলা সাংবাদিকদের নিয়ে যাঁরা ক্ষমতার অর্থ কী তা পুনরায় সংজ্ঞায়িত করছেন, মূলত এটি আধুনিক ভারতীয় মহিলার গল্প ৷" একইভাবে নিজের খুশি প্রকাশ করেছেন পরিচালক রিণ্টু থমাসও ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি একটি ভিডিয়োও শেয়ার করেছেন যেখানে দেখা যায়, 'রাইটিং উইথ ফায়ার' মনোনয়ন পাওয়ার পর সুস্মিত এবং তাঁর পরিবারের সঙ্গে কীভাবে আনন্দ উদযাপন করছেন তাঁরা ৷
আরও পড়ুন: অস্কারের মঞ্চে মনোনয়ন পেতে পারে ভারতীয় ছবি 'জয় ভীম'
এই ছবিতে দেখানো হবে কীভাবে একদল মহিলা তাঁদের চিফ রিপোর্টার মীরার নেতৃত্বে একটি সংবাদপত্রকে প্রিন্ট থেকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার জন্য লড়াই চালাচ্ছে ৷ তাঁদের অদম্য সাহস এবং হাতের অস্ত্র স্মার্ট ফোনটিকে ব্যবহার করে কীভাবে একের পর এক ঘটনাকে সকলের সামনে তুলে ধরছেন তাঁরা ৷ 27 মার্চ সমস্ত বিভাগের সেরাদের হাতে তুলে দেওয়া হবে 94তম অ্যাকাডেমি পুরস্কার ৷ 'রাইটিং উইথ ফায়ার' ছাড়াও এই বিভাগে মনোনীত হয়েছে 'অ্যাসেনশন', 'অ্যাটিকা', 'ফ্লি', এবং 'সামার অফ সোল (অথবা, যখন বিপ্লব টিভিতে দেখানো যায়নি)'।