ETV Bharat / sitara

ফিউনেরাল প্ল্যানারের গল্প বলবেন শিবপ্রসাদ নন্দিতা - windows

পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী ছবির নাম 'অন্ত্যেষ্টি ডট কম'। একজন মহিলা ফিউনেরাল প্ল্যানারের জীবনী তুলে ধরা হয়েছে ছবিতে । আজ ছবির কথা ঘোষণা করা হয় ।

ংমন
ংমুন
author img

By

Published : Jan 15, 2020, 8:21 PM IST

কলকাতা : অন্ত্যেষ্টি পরিষেবার উপর স্টার্ট-আপ ব্যবসা করে 2018 সালে পুরস্কার জিতে নিয়েছিলেন দক্ষিণ ভারতীয় যুবতি শ্রুতি রেড্ডি । আর এবার তাঁর লড়াই ও সাফল্যের কাহিনি বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির নাম 'অন্ত্যেষ্টি ডট কম'। আজ মকরসংক্রান্তির শুভদিনে সামনে এল ছবির বিষয়বস্তু ।

সকাল সাড়ে 11টা হবে কি 12টা হবে । ত্রিধারা সম্মেলনীর সামনে হঠাৎ একটি শববাহী গাড়ি এসে দাঁড়ায় । কিছুটা অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা । এরপর মঞ্চের মধ্যে বিভিন্ন ফাঁকা ফোটো ফ্রেম ঝুলিয়ে তাতে মালা দেওয়া হয় । একে একে সেখানে উপস্থিত হন সংবাদমাধ্যমের কর্মী সহ তারকারা । শুরু হয় অনুষ্ঠান ।

সেখানেই নিজেদের পরবর্তী ছবির কথা ঘোষণা করেন শিবপ্রসাদ ও নন্দিতা । তাঁদের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' একের পর এক ছবি তৈরি করে মন ভরিয়েছে দর্শকের । তার মাঝেই জানা গেল, শ্রুতি রেড্ডির জীবনকে 'অন্ত্যেষ্টি ডট কম' ছবির মাধ্যমে বড় পরদায় তুলে ধরতে চলেছেন তাঁরা ।

এই অনুষ্ঠানে ছিলেন শ্রুতি রেড্ডিও । সকালেই কলকাতায় আসেন তিনি । শ্রুতির এই সাফল্যের কাহিনি নন্দিতা জানতে পারেন একটি ম্যাগাজ়িন থেকে । তাঁর লড়াইয়ের কাহিনি বেরিয়েছিল ওই ম্যাগাজ়িনে । পেশায় একজন তথ্য প্রযুক্তির কর্মী হয়ে তিনি কীভাবে এই ব্যবসা শুরু করলেন তা লেখা হয় সেখানে । তবে সেই কাজ খুব একটা সহজ ছিল না । অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে । প্রথমে কাউকে পাশে পাননি ।

নিজের লড়াই সম্পর্কে শ্রুতি বলেন, "শুরুর দিকে কেউ আমার পাশে দাঁড়ায়নি । কারণ কেউই মৃত্যুকে নিয়ে ব্যবসার কথা ভাবতে চায় না । দিনের পর দিন লড়াই করে সফল হই । এখন আমার টিমে রয়েছে 10 জন সদস্য । মাত্র 27 বছর বয়সে এই ব্যবসা শুরু করেছিলাম ।"

তবে কে বা কারা এই ছবিতে অভিনয় করবেন সে বিষয়ে কোনও মন্তব্য করেননি পরিচালকদ্বয় । অনেক নতুন মুখ থাকবে বলে জানা গেছে । তবে শ্রুতির ইচ্ছে তাঁর চরিত্রে অভিনয় করুন রাধিকা আপ্তে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : অন্ত্যেষ্টি পরিষেবার উপর স্টার্ট-আপ ব্যবসা করে 2018 সালে পুরস্কার জিতে নিয়েছিলেন দক্ষিণ ভারতীয় যুবতি শ্রুতি রেড্ডি । আর এবার তাঁর লড়াই ও সাফল্যের কাহিনি বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির নাম 'অন্ত্যেষ্টি ডট কম'। আজ মকরসংক্রান্তির শুভদিনে সামনে এল ছবির বিষয়বস্তু ।

সকাল সাড়ে 11টা হবে কি 12টা হবে । ত্রিধারা সম্মেলনীর সামনে হঠাৎ একটি শববাহী গাড়ি এসে দাঁড়ায় । কিছুটা অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা । এরপর মঞ্চের মধ্যে বিভিন্ন ফাঁকা ফোটো ফ্রেম ঝুলিয়ে তাতে মালা দেওয়া হয় । একে একে সেখানে উপস্থিত হন সংবাদমাধ্যমের কর্মী সহ তারকারা । শুরু হয় অনুষ্ঠান ।

সেখানেই নিজেদের পরবর্তী ছবির কথা ঘোষণা করেন শিবপ্রসাদ ও নন্দিতা । তাঁদের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' একের পর এক ছবি তৈরি করে মন ভরিয়েছে দর্শকের । তার মাঝেই জানা গেল, শ্রুতি রেড্ডির জীবনকে 'অন্ত্যেষ্টি ডট কম' ছবির মাধ্যমে বড় পরদায় তুলে ধরতে চলেছেন তাঁরা ।

এই অনুষ্ঠানে ছিলেন শ্রুতি রেড্ডিও । সকালেই কলকাতায় আসেন তিনি । শ্রুতির এই সাফল্যের কাহিনি নন্দিতা জানতে পারেন একটি ম্যাগাজ়িন থেকে । তাঁর লড়াইয়ের কাহিনি বেরিয়েছিল ওই ম্যাগাজ়িনে । পেশায় একজন তথ্য প্রযুক্তির কর্মী হয়ে তিনি কীভাবে এই ব্যবসা শুরু করলেন তা লেখা হয় সেখানে । তবে সেই কাজ খুব একটা সহজ ছিল না । অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে । প্রথমে কাউকে পাশে পাননি ।

নিজের লড়াই সম্পর্কে শ্রুতি বলেন, "শুরুর দিকে কেউ আমার পাশে দাঁড়ায়নি । কারণ কেউই মৃত্যুকে নিয়ে ব্যবসার কথা ভাবতে চায় না । দিনের পর দিন লড়াই করে সফল হই । এখন আমার টিমে রয়েছে 10 জন সদস্য । মাত্র 27 বছর বয়সে এই ব্যবসা শুরু করেছিলাম ।"

তবে কে বা কারা এই ছবিতে অভিনয় করবেন সে বিষয়ে কোনও মন্তব্য করেননি পরিচালকদ্বয় । অনেক নতুন মুখ থাকবে বলে জানা গেছে । তবে শ্রুতির ইচ্ছে তাঁর চরিত্রে অভিনয় করুন রাধিকা আপ্তে ।

দেখুন ভিডিয়ো
Intro:অন্ত্যেষ্টি পরিষেবার উপর স্টার্ট-আপ ব্যবসা করে ২০১৮ সালে ন্যাশনাল এন্ত্রেপ্রেনিয়াশিপ অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন দক্ষিণ ভারতীয় তরুণী শ্রুতি রেড্ডি। তাঁর লড়াই ও সাফল্যের চ্যালেঞ্জিং কাহিনি এতটাই মনছুয়েছে পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে শ্রুতির জীবনকে বড় পর্দায় ধরতে চান তাঁরা। ছবির নাম 'অন্ত্যেষ্টি ডট কম'। আজ মকরসংক্রান্তির শুভদিনে সামনে এল ছবির বিষয়বস্তু।


Body:বর্তমানে বাংলা ছবির জগতে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় উজ্জ্বল নক্ষত্র। তাঁদের প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' একের পর এক ছবি তৈরি করে মন ভরিয়েছে দর্শকের। এমনিতেই তাঁদের পাইপলাইনে রয়েছে একাধিক ছবি। তার মাঝেই জানা গেল, দক্ষিণ ভারতীয় সাকসেসফুল লেডি শ্রুতি রেড্ডির জীবনকে তাঁরা ধরতে চলেছেন বড় পর্দায় আর সেই গল্প দেখাতে চলেছেন 'অন্ত্যেষ্টি ডট কম' ছবির মাধ্যমে।

ছবির ঘোষণায় উপস্থিত ছিলেন শ্রুতি রেড্ডিও। সকালেই ফ্লাইট ধরে চলে এসেছেন কলকাতায়। শ্রুতির এই সাফল্যের কাহিনি নন্দিতারা জানতে পারেন ম্যাগাজিন পড়ে। সেখানে বেরিয়েছিল সুতির এই অনবদ্য লড়াইয়ের গল্প। কীভাবে একজন আইটি প্রফেশনাল হয় অন্তেষ্টি পরিষেবার এই ব্যবসা শুরু করেন তিনি এবং কতখানি প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। শ্রুতি নিজে আমাদের জানিয়েছেন, শুরুর দিকে কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি পর্যন্ত। কেন না কেউই মৃত্যুকে নিয়ে ব্যবসা করার কথা ভাবতে চায় না। সেইখানে দাড়িয়ে দিনের পর দিন লড়াই করে আজ শ্রুতি সফল। তাঁর টিমে রয়েছে ১০ জন কর্মী। মাত্র ২৭ বছর বয়সে চাকরি ছেড়ে এই স্টার্টআপ শুরু করেন জননী শ্রুতি।


Conclusion:কিন্তু কে শ্রুতির চরিত্রে অভিনয় করবেন বড়পর্দায়? বিষয়টি যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। যদি শ্রুতির ইচ্ছে তার চরিত্রে অভিনয় করুন রাধিকা আপ্তে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.