ETV Bharat / sitara

Sushmita Sen : কেন কথায় কথায় "দুগ্গা দুগ্গা" বলেন সুস্মিতা সেন ? - দুর্গা পুজো

কেন কথায় কথায় দুগ্গা দুগ্গা (Dugga Dugga) বলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)? পুজোর দিনে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তা খোলসা করলেন তিনি ৷

Why actress Sushmita Sen often says 'Dugga Dugga'?
কেন কথায় কথায় দুগ্গা দুগ্গা বলেন সুস্মিতা সেন ?
author img

By

Published : Oct 15, 2021, 8:43 AM IST

মুম্বই, 15 অক্টোবর: বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রতিটি ইনস্টা পোস্টে একটি শব্দ অবশ্যই থাকে ৷ দুগ্গা দুগ্গা (Dugga Dugga) ৷ দেবী দুর্গায় আস্থা রাখা সুস্মিতা এবারের পুজোয় তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷ কেন বারবার 'দুগ্গা দুগ্গা' কথাটা উল্লেখ করেন তিনি, তাও প্রকাশ করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে তাঁকে দুর্গা (Durga Puja) মন্ত্র জপ করতে শোনা গিয়েছে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "তোমাদের ও তোমাদের ভালোবাসার মানুষদের জানাই শুভ দুর্গা অষ্টমী ! প্রায়ই আমার দুগ্গা দুগ্গা বলার কারণ হল এই প্রার্থনা ৷ মা দুর্গা যাতে আমাদের হৃদয়ে এসে বাস করতে পারে, তার জন্য শক্তি জোগায় এই প্রার্থনা...ভয়ের পরিবর্তে নেতৃত্ব দেওয়ার সাহস জোগায় এটি ৷ এটি একটি গভীর সফর ৷ বড়দের আমার প্রণাম ও বাকিদের আমার দৃঢ় আলিঙ্গন জানাই ৷ তোমাদের সবাইকে খুব ভালোবাসি ৷"

আরও পড়ুন: Durga Puja-Rituparna Sengupta : মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় ঋতুপর্ণা

এই শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি নিজের একটি সুন্দর সেলফিও পোস্ট করেছেন সুস্মিতা সেন ৷ তাঁর এই পোস্ট দেখে মনে হয়েছে, কোভিড আবহে প্যান্ডেল ও পুজো থেকে এ বছর নিজেকে সরিয়েই রেখেছেন তিনি ৷

আরও পড়ুন : Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

কর্মক্ষেত্রে সুস্মিতার জনপ্রিয় ওয়েব সিরিজ আরিয়া মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ রাম মাধবানি পরিচালিত এই ছবিতে আধুনিক একটি মহিলার চরিত্র ফুটিয়ে তুলেছেন সুস্মিতা সেন ৷ সব দিক একা হাতে সামাল দিয়েছেন এই রমণী ৷ বাচ্চা, সংসার, ব্যবসা, শত্রুদের মোকাবিলা - সব দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে ৷ এই সিরিজের মাধ্যমেই ডিজিটাল মিডিয়ায় অভিষেক ঘটে প্রাক্তন মিস ইউনিভার্সের ৷ এই ক্রাইম থ্রিলারের দ্বিতীয় সিরিজেও তাঁকে ঘিরেই এগোবে গল্প ৷ কীভাবে তিনি নয়া চ্যালেঞ্জের মোকাবিলা করেন, তা জানতে অপেক্ষা আরও কিছুদিনের ৷

আরও পড়ুন: Money Heist Season 5 Volume 2 : আসছে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’, প্রকাশ পেল টানটান উত্তেজনায় ভরা টিজার

মুম্বই, 15 অক্টোবর: বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রতিটি ইনস্টা পোস্টে একটি শব্দ অবশ্যই থাকে ৷ দুগ্গা দুগ্গা (Dugga Dugga) ৷ দেবী দুর্গায় আস্থা রাখা সুস্মিতা এবারের পুজোয় তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ৷ কেন বারবার 'দুগ্গা দুগ্গা' কথাটা উল্লেখ করেন তিনি, তাও প্রকাশ করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে তাঁকে দুর্গা (Durga Puja) মন্ত্র জপ করতে শোনা গিয়েছে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "তোমাদের ও তোমাদের ভালোবাসার মানুষদের জানাই শুভ দুর্গা অষ্টমী ! প্রায়ই আমার দুগ্গা দুগ্গা বলার কারণ হল এই প্রার্থনা ৷ মা দুর্গা যাতে আমাদের হৃদয়ে এসে বাস করতে পারে, তার জন্য শক্তি জোগায় এই প্রার্থনা...ভয়ের পরিবর্তে নেতৃত্ব দেওয়ার সাহস জোগায় এটি ৷ এটি একটি গভীর সফর ৷ বড়দের আমার প্রণাম ও বাকিদের আমার দৃঢ় আলিঙ্গন জানাই ৷ তোমাদের সবাইকে খুব ভালোবাসি ৷"

আরও পড়ুন: Durga Puja-Rituparna Sengupta : মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় ঋতুপর্ণা

এই শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি নিজের একটি সুন্দর সেলফিও পোস্ট করেছেন সুস্মিতা সেন ৷ তাঁর এই পোস্ট দেখে মনে হয়েছে, কোভিড আবহে প্যান্ডেল ও পুজো থেকে এ বছর নিজেকে সরিয়েই রেখেছেন তিনি ৷

আরও পড়ুন : Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

কর্মক্ষেত্রে সুস্মিতার জনপ্রিয় ওয়েব সিরিজ আরিয়া মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ রাম মাধবানি পরিচালিত এই ছবিতে আধুনিক একটি মহিলার চরিত্র ফুটিয়ে তুলেছেন সুস্মিতা সেন ৷ সব দিক একা হাতে সামাল দিয়েছেন এই রমণী ৷ বাচ্চা, সংসার, ব্যবসা, শত্রুদের মোকাবিলা - সব দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে ৷ এই সিরিজের মাধ্যমেই ডিজিটাল মিডিয়ায় অভিষেক ঘটে প্রাক্তন মিস ইউনিভার্সের ৷ এই ক্রাইম থ্রিলারের দ্বিতীয় সিরিজেও তাঁকে ঘিরেই এগোবে গল্প ৷ কীভাবে তিনি নয়া চ্যালেঞ্জের মোকাবিলা করেন, তা জানতে অপেক্ষা আরও কিছুদিনের ৷

আরও পড়ুন: Money Heist Season 5 Volume 2 : আসছে ‘মানি হাইস্ট সিজন 5, ভলিউম 2’, প্রকাশ পেল টানটান উত্তেজনায় ভরা টিজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.