ETV Bharat / sitara

রাজ্যে কবে শুটিং শুরু ? কী বলছে আর্টিস্ট ফোরাম - lockdown

কনটেনমেন্ট জ়োন ছাড়া বাংলায় প্রোডাকশনের অনুমতি দেওয়া হয়েছে । এদিকে এই পরিস্থিতিতে বাংলার শুটিং শুরু নিয়ে কী ভাবছে আর্টিস্ট ফোরাম ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

sdf
sdf
author img

By

Published : May 22, 2020, 3:09 PM IST

কলকাতা : শর্তসাপেক্ষে টেলিভিশন ধারাবাহিকের শুটিং শুরু করার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার । অন্যদিকে শুটিং শুরুর অপেক্ষায় দিন গুণছেন বাংলার কলাকুশলীরা । শুটিং বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । এর মধ্যেই আবার কালার্স বাংলা বন্ধ করে দিয়েছে চারটি বাংলা ধারাবাহিক । ফলে ক্রমশ বাড়ছে হতাশা । যদিও কনটেনমেন্ট জ়োন ছাড়া প্রোডাকশনের অনুমতি মিলেছে । এদিকে এই পরিস্থিতিতে বাংলার শুটিং শুরু নিয়ে কী ভাবছে আর্টিস্ট ফোরাম ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

এ প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায় বলেন, "তামিলনাড়ু সরকার ধারাবাহিকগুলিকে অনুমতি দিয়েছে । বাকিদের ব্যাপারটা বলতে পারব না । আমাদেরকেও তো সরকার শুটিং শুরু করার কথা বলেছে, কিন্তু গাইডলাইন স্পষ্ট নয় । আমাদের শুটিং করতে গেলে যে যে গাইডলাইনগুলো দরকার হবে, সেগুলো স্পষ্ট নয় । সেটা নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা । সর্বদলীয় বৈঠক হওয়ার কথা । এই ঝড়ের জন্য সব গন্ডগোল হয়ে গেল । কাউকে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না । অধিকাংশ লোকের বাড়িতে জল নেই, কারেন্ট নেই । এই অবস্থায় কে কোথায় মিটিং করবে আমরা কিছুই জানি না । ক'টা দিন না গেলে, পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, আমরা কিছুই করতে পারব না । আরও হয়তো দু-তিন দিন লেগে যাবে ।"

এই ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে সপ্তর্ষি বলেন, "বিদ্যুৎ এতদিন না থাকলে মানুষ মরে যাবে । স্টুডিয়ো পাড়ার কি পরিস্থিতি আমরা খোঁজ নিতে পারিনি । যোগাযোগই করতে পারিনি । একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন । যেখানে দিনে আমার কাছে 200 থেকে 250টা ফোন আসত, সেখানে গতকাল একটা এসেছে ।"

সপ্তর্ষি আরও বলেন, "শুটিং নিয়ে আমরা আলোচনা করব প্রযোজক, চ্যানেল ও সরকারের সঙ্গে । সব আলোচনা করেই সিদ্ধান্ত হবে । তার আগেই কিছুই বলা সম্ভব নয় ।"

কলকাতা : শর্তসাপেক্ষে টেলিভিশন ধারাবাহিকের শুটিং শুরু করার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার । অন্যদিকে শুটিং শুরুর অপেক্ষায় দিন গুণছেন বাংলার কলাকুশলীরা । শুটিং বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই । এর মধ্যেই আবার কালার্স বাংলা বন্ধ করে দিয়েছে চারটি বাংলা ধারাবাহিক । ফলে ক্রমশ বাড়ছে হতাশা । যদিও কনটেনমেন্ট জ়োন ছাড়া প্রোডাকশনের অনুমতি মিলেছে । এদিকে এই পরিস্থিতিতে বাংলার শুটিং শুরু নিয়ে কী ভাবছে আর্টিস্ট ফোরাম ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

এ প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায় বলেন, "তামিলনাড়ু সরকার ধারাবাহিকগুলিকে অনুমতি দিয়েছে । বাকিদের ব্যাপারটা বলতে পারব না । আমাদেরকেও তো সরকার শুটিং শুরু করার কথা বলেছে, কিন্তু গাইডলাইন স্পষ্ট নয় । আমাদের শুটিং করতে গেলে যে যে গাইডলাইনগুলো দরকার হবে, সেগুলো স্পষ্ট নয় । সেটা নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা । সর্বদলীয় বৈঠক হওয়ার কথা । এই ঝড়ের জন্য সব গন্ডগোল হয়ে গেল । কাউকে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না । অধিকাংশ লোকের বাড়িতে জল নেই, কারেন্ট নেই । এই অবস্থায় কে কোথায় মিটিং করবে আমরা কিছুই জানি না । ক'টা দিন না গেলে, পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, আমরা কিছুই করতে পারব না । আরও হয়তো দু-তিন দিন লেগে যাবে ।"

এই ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ প্রসঙ্গে সপ্তর্ষি বলেন, "বিদ্যুৎ এতদিন না থাকলে মানুষ মরে যাবে । স্টুডিয়ো পাড়ার কি পরিস্থিতি আমরা খোঁজ নিতে পারিনি । যোগাযোগই করতে পারিনি । একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন । যেখানে দিনে আমার কাছে 200 থেকে 250টা ফোন আসত, সেখানে গতকাল একটা এসেছে ।"

সপ্তর্ষি আরও বলেন, "শুটিং নিয়ে আমরা আলোচনা করব প্রযোজক, চ্যানেল ও সরকারের সঙ্গে । সব আলোচনা করেই সিদ্ধান্ত হবে । তার আগেই কিছুই বলা সম্ভব নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.