ETV Bharat / sitara

গ্ল্যামার নয়, ঘাম ঝরানোর প্রচার-ছবিতে সেলেবদের সোশ্যালের দেওয়াল লিখন - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভোটের প্রচারে ঝড় তুলেছেন তারকা প্রার্থীরা ৷ ভোটের নিয়ম মেনে তাঁদের নামে দেওয়াল লিখনও চলছে ৷ তবে নিজেদের সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনেও বিশেষ জোর দিচ্ছেন শাসক-বিরোধী তারকারা ৷ পেশাগত প্রোমোশনাল পোস্ট ছেড়ে এখন সবাই ব্যস্ত নিজের নিজের রাজনৈতিক দলের প্রচারে ৷

west bengal assembly election 2021: bengal celebrities busy with their election campaign
গ্ল্যামার নয়, ঘাম ঝরানোর প্রচার-ছবিতে সেলেব সোশ্যালের দেওয়াল লিখন
author img

By

Published : Mar 14, 2021, 2:58 PM IST

কলকাতা, 14 মার্চ: বাড়ির কুকুরকে আদর ৷ ঝলমলে পোশাকে পোজ় ৷ কিমবা বিকিনি পরে ফটোশ্যুট ৷ সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই সব ছবিতেই অভ্যস্ত সবাই ৷ তবে এখন সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আর এ বারের ভোটের নানা রঙের মধ্যে একে আরও রঙিন করে তুলেছে তারকা সমাবেশ ৷ ভোটের মুখেই একের পর এক তারার হাতে উঠেছে নানা রঙের পতাকা ৷ অনেকে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৷ অনেকে আবার এখনও সেই আশায় রয়েছেন ৷ স্বাভাবিকভাবেই রাজনীতির রঙ বদলের সঙ্গে সঙ্গে চরিত্র বদলে গিয়েছে সেলেব ডায়েরির ৷ এখন সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার পাতায় শুধুই বাজছে ভোটের দামামা ৷

তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৷ তাতে নাম রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো গ্ল্যামার জগতের অনেকেরই ৷ বিজেপিও প্রথম দু দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে নাম রয়েছে অভিনেতা হিরণের ৷ জল্পনায় রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পায়েল সরকার, অঞ্জনা বসুদের মতো অভিনেত্রীদের নামও ৷ আর এঁদের সবার ফেসবুক, টুইটারের প্রোফাইলে এখন ঘোরাফেরা করছে শুধুই রাজনৈতিক প্রচারমূলক পোস্ট ৷

ব্যারাকপুর কেন্দ্র থেকে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়েছে তৃণমূল ৷ দিনভর এখন সেই কেন্দ্রেই সময় কাটাচ্ছেন পরিচালক ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, সেলফি তুলছেন ৷ গলায় মালা পরিয়ে, ফুল ছড়িয়ে তারকা প্রার্থীকে বরণ করে নিতে মানুষের উত্সাহও ক্যামেরাবন্দি হয়েছে ৷ সেই ছবি ভিডিয়োতেই নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখন চালিয়ে যাচ্ছেন রাজ ৷

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তৃণমূলের আর এক প্রার্থী সায়নী ঘোষ ৷ নিজের প্রচারের ছবি ভিডিয়ো নিয়মিত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায় ৷ আসানসোলের রাস্তায় হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর ছবি তুলে ধরেছেন তিনি ৷ অভিনেত্রীকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলা, সেলফি নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ৷ এ বার বাঁকুড়ায় তৃণমূলের হয়ে লড়ছেন তিনি ৷ অন্যান্যদের মতোই সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ নিজের কোনও সিনেমার প্রোমোশন নয়, এখন তাঁর টুইটার-ফেসবুকে শুধুই বিজেপি বিরোধী পোস্ট ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ৷ মানুষের আশীর্বাদ চেয়ে ভোটের তরী পার করতে ব্যস্ত তিনি ৷

  • সকল বাঁকুড়াবাসীর সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত । 🙏🏻🙏🏻 pic.twitter.com/Na6Jm5et2U

    — Sayantika Banerjee (@sayantika12) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রচারে ঝড় তুলেছেন উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক, সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র, রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী সোহম চক্রবর্তী, বারাসতের প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী ও মেদিনীপুর শহরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ।

  • Participated in a huge procession from Ram Mandir to the SDO office in support of BJP candidate Shri Hiran Chattopadhyay towards submission of his nomination papers for the upcoming Assembly election in "Kharagpur Sadar",Midnapore. #BJP4SonarBangla pic.twitter.com/AJmY9IzKu2

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) March 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভাঙা পায়েই নবান্ন দখল করবে মমতা, মেয়ো রোড থেকে অভিষেক

শুধু তৃণমূলই নয়, প্রচারের ছবিতেই সোশ্য়াল মিডিয়াতেও প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির তারকারাও ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই ভোটে লড়ার টিকিট পেয়েছেন হিরণ ৷ তারকা তকমা ঝেড়ে ফেলে এখন খড়গপুরে ঘরের ছেলের মতো প্রচারে মন দিয়েছেন তিনি ৷ সেলেব প্রার্থীকে নিয়ে উন্মাদনাও ধরা পড়েছে মানুষের মধ্যে ৷ সেই ছবিই তুলে ধরেছেন অভিনেতা ৷

west bengal assembly election 2021: bengal celebrities busy with their election campaign
গ্ল্যামার নয়, ঘাম ঝরানোর প্রচার-ছবিতে সেলেব সোশ্যালের দেওয়াল লিখন

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, পায়েল সরকারেরা বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে কি না তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে সে সবে মাথা না-ঘামিয়ে নিজেদের প্রোফাইলে প্রচারে পিছিয়ে নেই কেউই ৷

  • বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির, মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন।#BanglaChaayeBJPModel

    — Srabanti (@srabantismile) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চেনা মুখের আড়ালে যেন অচেনা মানুষদেরই খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ ৷ তারকারা আজ আর অধরা নয়, তাঁরা আজ কাছের মানুষ ৷ কে কতটা জনপ্রিয়, সেই ছবিই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে আপাতত ব্যস্ত সেলেব তারকারা ৷

কলকাতা, 14 মার্চ: বাড়ির কুকুরকে আদর ৷ ঝলমলে পোশাকে পোজ় ৷ কিমবা বিকিনি পরে ফটোশ্যুট ৷ সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এই সব ছবিতেই অভ্যস্ত সবাই ৷ তবে এখন সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ আর এ বারের ভোটের নানা রঙের মধ্যে একে আরও রঙিন করে তুলেছে তারকা সমাবেশ ৷ ভোটের মুখেই একের পর এক তারার হাতে উঠেছে নানা রঙের পতাকা ৷ অনেকে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৷ অনেকে আবার এখনও সেই আশায় রয়েছেন ৷ স্বাভাবিকভাবেই রাজনীতির রঙ বদলের সঙ্গে সঙ্গে চরিত্র বদলে গিয়েছে সেলেব ডায়েরির ৷ এখন সেলেব্রিটিদের সোশ্যাল মিডিয়ার পাতায় শুধুই বাজছে ভোটের দামামা ৷

তৃণমূলের প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৷ তাতে নাম রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো গ্ল্যামার জগতের অনেকেরই ৷ বিজেপিও প্রথম দু দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে নাম রয়েছে অভিনেতা হিরণের ৷ জল্পনায় রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পায়েল সরকার, অঞ্জনা বসুদের মতো অভিনেত্রীদের নামও ৷ আর এঁদের সবার ফেসবুক, টুইটারের প্রোফাইলে এখন ঘোরাফেরা করছে শুধুই রাজনৈতিক প্রচারমূলক পোস্ট ৷

ব্যারাকপুর কেন্দ্র থেকে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়েছে তৃণমূল ৷ দিনভর এখন সেই কেন্দ্রেই সময় কাটাচ্ছেন পরিচালক ৷ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, সেলফি তুলছেন ৷ গলায় মালা পরিয়ে, ফুল ছড়িয়ে তারকা প্রার্থীকে বরণ করে নিতে মানুষের উত্সাহও ক্যামেরাবন্দি হয়েছে ৷ সেই ছবি ভিডিয়োতেই নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়াল লিখন চালিয়ে যাচ্ছেন রাজ ৷

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তৃণমূলের আর এক প্রার্থী সায়নী ঘোষ ৷ নিজের প্রচারের ছবি ভিডিয়ো নিয়মিত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায় ৷ আসানসোলের রাস্তায় হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর ছবি তুলে ধরেছেন তিনি ৷ অভিনেত্রীকে পেয়ে তাঁর সঙ্গে কথা বলা, সেলফি নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে অভিষেক ঘটেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ৷ এ বার বাঁকুড়ায় তৃণমূলের হয়ে লড়ছেন তিনি ৷ অন্যান্যদের মতোই সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ নিজের কোনও সিনেমার প্রোমোশন নয়, এখন তাঁর টুইটার-ফেসবুকে শুধুই বিজেপি বিরোধী পোস্ট ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ৷ মানুষের আশীর্বাদ চেয়ে ভোটের তরী পার করতে ব্যস্ত তিনি ৷

  • সকল বাঁকুড়াবাসীর সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত । 🙏🏻🙏🏻 pic.twitter.com/Na6Jm5et2U

    — Sayantika Banerjee (@sayantika12) March 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রচারে ঝড় তুলেছেন উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক, সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র, রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী সোহম চক্রবর্তী, বারাসতের প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী ও মেদিনীপুর শহরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ।

  • Participated in a huge procession from Ram Mandir to the SDO office in support of BJP candidate Shri Hiran Chattopadhyay towards submission of his nomination papers for the upcoming Assembly election in "Kharagpur Sadar",Midnapore. #BJP4SonarBangla pic.twitter.com/AJmY9IzKu2

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) March 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভাঙা পায়েই নবান্ন দখল করবে মমতা, মেয়ো রোড থেকে অভিষেক

শুধু তৃণমূলই নয়, প্রচারের ছবিতেই সোশ্য়াল মিডিয়াতেও প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির তারকারাও ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই ভোটে লড়ার টিকিট পেয়েছেন হিরণ ৷ তারকা তকমা ঝেড়ে ফেলে এখন খড়গপুরে ঘরের ছেলের মতো প্রচারে মন দিয়েছেন তিনি ৷ সেলেব প্রার্থীকে নিয়ে উন্মাদনাও ধরা পড়েছে মানুষের মধ্যে ৷ সেই ছবিই তুলে ধরেছেন অভিনেতা ৷

west bengal assembly election 2021: bengal celebrities busy with their election campaign
গ্ল্যামার নয়, ঘাম ঝরানোর প্রচার-ছবিতে সেলেব সোশ্যালের দেওয়াল লিখন

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, পায়েল সরকারেরা বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে কি না তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে সে সবে মাথা না-ঘামিয়ে নিজেদের প্রোফাইলে প্রচারে পিছিয়ে নেই কেউই ৷

  • বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির, মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন।#BanglaChaayeBJPModel

    — Srabanti (@srabantismile) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চেনা মুখের আড়ালে যেন অচেনা মানুষদেরই খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ ৷ তারকারা আজ আর অধরা নয়, তাঁরা আজ কাছের মানুষ ৷ কে কতটা জনপ্রিয়, সেই ছবিই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে আপাতত ব্যস্ত সেলেব তারকারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.