কলকাতা : সোশাল মিডিয়ায় একটি বিয়ের কার্ড পোস্ট করে শোরগোল ফেলে দেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব । অনেকেই ভাবেন এবার বিয়ে সেরে ফেলতে চাইছেন দেব ও রুক্মিনী । এই নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায় । যদিও আজ রাতের দিকেই বিষয়টি খোলসা করেন দেব ।
গতকাল একটি মেরুন রঙের বিয়ের কার্ড শেয়ার করেছিলেন দেব । লেখা ছিল 'শুভ বিবাহ' । ক্যাপশনে লেখেন, "কেউ লিক করার আগে...আশা করছি আপনাদের আশীর্বাদ থাকবে ।" ওই কার্ডকে ঘিরে শুরু হয় বিভিন্ন জল্পনা কল্পনা ।
-
Before anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈 pic.twitter.com/mGaMcVtYEM
— Dev (@idevadhikari) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Before anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈 pic.twitter.com/mGaMcVtYEM
— Dev (@idevadhikari) January 13, 2020Before anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈 pic.twitter.com/mGaMcVtYEM
— Dev (@idevadhikari) January 13, 2020
এরপর আজ আরও একটি ছবি পোস্ট করেন দেব । যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শকুন্তলা বড়ুয়ার বিয়ের ছবি পোস্ট করা হয়েছে । তবে বিয়েটা বাস্তবে একেবারেই নয় । হচ্ছে রিল লাইফে ।
-
আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে।
— Dev (@idevadhikari) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ইতি
টনিক 🙏🏻 pic.twitter.com/dDx62ybbWK
">আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে।
— Dev (@idevadhikari) January 14, 2020
ইতি
টনিক 🙏🏻 pic.twitter.com/dDx62ybbWKআমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে।
— Dev (@idevadhikari) January 14, 2020
ইতি
টনিক 🙏🏻 pic.twitter.com/dDx62ybbWK
ছবির ক্যাপশনে দেব লেখেন, "আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে । সেই উপলক্ষ্যে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো । আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে ।"
-
And it’s a wrap for Team #Tonic
— Dev (@idevadhikari) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
See u in this Summer.......❤️😘 pic.twitter.com/2jw0HFpprr
">And it’s a wrap for Team #Tonic
— Dev (@idevadhikari) January 14, 2020
See u in this Summer.......❤️😘 pic.twitter.com/2jw0HFpprrAnd it’s a wrap for Team #Tonic
— Dev (@idevadhikari) January 14, 2020
See u in this Summer.......❤️😘 pic.twitter.com/2jw0HFpprr
আসলে এটা পরিচালক অভিজিৎ সেনের ছবি 'টনিক'। সেই ছবিতেই সাতপাকে বাঁধা পড়তে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়াকে । তার প্রচারের জন্যই ওই ছবি পোস্ট করেন দেব । পাশাপাশি ছবির কলাকুশলীদের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন তিনি ।