ETV Bharat / sitara

পুরুলিয়ায় শুটিং শুরু হল 'স্যাক্রিফাইজ়'-এর - স্যাক্রিফাইস বাংলা ছবি

পরিচালক স্বপন নন্দীর বাংলা ছবি 'স্যাক্রিফাইজ়'-এর শুটিং শুরু হল পুরুলিয়ায় । পুরুলিয়ার জয়চন্ডী পাহার, যেখানে এক সময়ে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, সেখানেই শুটিং শুরু হল এই বাংলা ছবির ।

Satyajit Ray bengali fil sacifice
Satyajit Ray bengali fil sacifice
author img

By

Published : Jan 29, 2020, 3:09 PM IST

পুরুলিয়া : পুরুলিয়া জেলার অন্যতম বড় পর্যটনকেন্দ্র হল জয়চন্ডী পাহাড় । সেখানে স্বপন নন্দী শুরু করলেন তাঁর ফিল্মের শুটিং । মূলত প্রেমের গল্প 'স্যাক্রিফাইজ়'-এ মুখ্য ভূমিকায় সোমা ইন্দু দে ও অমিতাভ ভট্টাচার্য ।

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

রাজ্যের বিভিন্ন প্রান্তেই হবে ছবির শুটিং । তার মধ্যে জয়চন্ডী পাহাড়ে জেলার কিছু ছেলেমেয়েদের নিয়ে একটি বিশেষ অংশ শুট করা হল । পুরুলিয়া জেলার ছেলে অশীস ব্যানার্জি ও নবীন চক্রবর্তী অভিনয় করছেন এই ছবিতে । অন্যদিকে মিউজ়িক সেকশনে রয়েছেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে খুদে নৃত্য় শিল্পীরা ।

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

স্বপন নন্দী বলেন, "এই জেলায় এসে এখানকার মানুষদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে । এখানে সবার সহযোগিতা পেয়ে খুব সুন্দর করে কাজ করতে পারছি ।"

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

অন্যদিকে সোমা ইন্দু বলেন, "পুরুলিয়ার সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে । এখানকার মানুষের আতিথেয়তা ও সহযোগিতা পেয়ে আমি আপ্লুত ।"

একই সুরে অমিতাভ বললেন, পুরুলিয়ার মাটির গন্ধ যেন মন ভোলানো ।

পুরুলিয়া : পুরুলিয়া জেলার অন্যতম বড় পর্যটনকেন্দ্র হল জয়চন্ডী পাহাড় । সেখানে স্বপন নন্দী শুরু করলেন তাঁর ফিল্মের শুটিং । মূলত প্রেমের গল্প 'স্যাক্রিফাইজ়'-এ মুখ্য ভূমিকায় সোমা ইন্দু দে ও অমিতাভ ভট্টাচার্য ।

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

রাজ্যের বিভিন্ন প্রান্তেই হবে ছবির শুটিং । তার মধ্যে জয়চন্ডী পাহাড়ে জেলার কিছু ছেলেমেয়েদের নিয়ে একটি বিশেষ অংশ শুট করা হল । পুরুলিয়া জেলার ছেলে অশীস ব্যানার্জি ও নবীন চক্রবর্তী অভিনয় করছেন এই ছবিতে । অন্যদিকে মিউজ়িক সেকশনে রয়েছেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে খুদে নৃত্য় শিল্পীরা ।

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

স্বপন নন্দী বলেন, "এই জেলায় এসে এখানকার মানুষদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে । এখানে সবার সহযোগিতা পেয়ে খুব সুন্দর করে কাজ করতে পারছি ।"

Satyajit Ray bengali fil sacifice
শুটিংয়ের দৃশ্য

অন্যদিকে সোমা ইন্দু বলেন, "পুরুলিয়ার সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে । এখানকার মানুষের আতিথেয়তা ও সহযোগিতা পেয়ে আমি আপ্লুত ।"

একই সুরে অমিতাভ বললেন, পুরুলিয়ার মাটির গন্ধ যেন মন ভোলানো ।

Intro:পরিচালক সত্যজিৎ রায়ের ছবির শুটিং করা পুরুলিয়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র জয়চন্ডী পাহাড়ে এবার পুরুলিয়া জেলার মানুষদের সঙ্গে নিয়ে স্বপন নন্দীর পরিচালিত বাংলা ছবি (ফিল্ম) "Sacrifice" এর শুটিং হচ্ছে।ছবিতে নায়িকার চরিত্রে রয়েছে সোমা ইন্দু দে ও নায়কের চরিত্রে অমিতাভ ভট্টাচার্য।মূলত এই ছবিতে প্রেমকে ফুটিয়ে তোলা হচ্ছে।Body:রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবির শুটিং করা হচ্ছে। আর তারই মাঝে পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণীয় স্থল জয়চন্ডী পাহাড়ে জেলার ছেলে মেয়েডের নিয়ে ছবির এক টুকরো শুটিং করা হলো।এই ছবিতে জেলার ছেলে আশীষ বন্দ্যোপাধ্যায় ও নবীন চক্রবর্তী চরিত্রে রয়েছেন।এছাড়াও একটি গানের চরিত্রে রয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের খুদে নিত্য শিল্পীরাও।Conclusion:ছবির পরিচালক স্বপন নন্দী দে বলেন,"পুরুলিয়াতে এসে পুরুলিয়ার মানুষজনদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে।এখানে সকলের সহযোগিতা পেয়ে খুব সুন্দর কাজ করতে পারছি।"

নায়িকার চরিত্রে থাকা সোমা ইন্দু দে বলেন, "পুরুলিয়ার সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে,এখানকার মানুষের আতিথিয়তা এবং সহযোগিতা পেয়ে আমি সত্যিই আপ্লুত।"
অপরদিকে নায়কের চরিত্রে থাকা অমিতাভ ভট্টাচার্য বলেন, খুব ভালো লাগছে এখানে এসে।পুরুলিয়ার মাটির গন্ধ সত্যিই মন ভোলানো।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.