ETV Bharat / sitara

সিনেমা হল খোলার আর্জি নিয়ে EIMPA হাউজ়ে জরুরি বৈঠক - cinema hall to open ?

সিনেমা হলগুলোর ভবিষ্যৎ কী ? আলোচনায় বসবে EIMPA । আগামীকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর ধর্মতলা চত্বরে অবস্থিত EIMPA হাউজ়ে আয়োজন করা হয়েছে মিটিংয়ের ।

cinema halls theatre EIMPA house
cinema halls theatre EIMPA house
author img

By

Published : Sep 1, 2020, 10:49 PM IST

কলকাতা : সেই 17 মার্চ এই EIMPA হাউজ়েই ঘোষণা করা হয়েছিল, এই প্যানডেমিক পরিস্থিতিতে সিনেমা হলে জনসমাগম এড়ানোর জন্যই হলগুলো বন্ধ করা হল । ব্যাস, তারপর থেকে সমস্ত সিনেমা হল, থিয়েটার সব বন্ধ । হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে আছে মানুষ । কর্মীরা মাসের পর মাস বেকার । হল মালিক, ডিস্ট্রিবিউটরদেরও মাথায় হাত । কবে খুলবে হল প্রহর গুনছে সবাই ।

সকলেই আশা করেছিল, 'আনলক-4-এর সময়কালে সিনেমা হল খোলার অনুমতি মিলবে । কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও অনুমতি দেয়নি । যে কারণে হল মালিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে । 6 মাস ধরে তুমুল অর্থনৈতিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : সিনেমা হল খুলে দেওয়ার আর্জি দেব-মিমি-নুসরতদের

EIPMA-র সভাপতি পিয়া সেনগুপ্ত আমাদের জানিয়েছেন, "আগামীকাল 2 সেপ্টেম্বর আমরা একটা বৈঠক করব EIMPA হাউজ়ে । নানারকম বিষয় আলোচনা করা হবে হল খোলার ব্যাপারে । কেন্দ্রীয় সরকারকে আর্জি জানানো হবে ।"

ইতিমধ্যেই দেব, পাওলি সহ একাধিক সেলেব্রিটি সোশাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন সিনেমা হল খোলার বিষয়টিকে ঘিরে । এতগুলো কর্মী জড়িয়ে আছে যেই ইন্ডাস্ট্রির সঙ্গে, কত দিন, কত মাস বন্ধ থাকবে সেটি ? সকলেই চায় এবার খোলা হোক সিনেমা হল । সকলের মিলিত আবেদনের কারণেই হয়তো এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চত্বরে অবস্থিত EIMPA হাউজ়ে ।

কলকাতা : সেই 17 মার্চ এই EIMPA হাউজ়েই ঘোষণা করা হয়েছিল, এই প্যানডেমিক পরিস্থিতিতে সিনেমা হলে জনসমাগম এড়ানোর জন্যই হলগুলো বন্ধ করা হল । ব্যাস, তারপর থেকে সমস্ত সিনেমা হল, থিয়েটার সব বন্ধ । হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে আছে মানুষ । কর্মীরা মাসের পর মাস বেকার । হল মালিক, ডিস্ট্রিবিউটরদেরও মাথায় হাত । কবে খুলবে হল প্রহর গুনছে সবাই ।

সকলেই আশা করেছিল, 'আনলক-4-এর সময়কালে সিনেমা হল খোলার অনুমতি মিলবে । কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও অনুমতি দেয়নি । যে কারণে হল মালিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে । 6 মাস ধরে তুমুল অর্থনৈতিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা ।

আরও পড়ুন : সিনেমা হল খুলে দেওয়ার আর্জি দেব-মিমি-নুসরতদের

EIPMA-র সভাপতি পিয়া সেনগুপ্ত আমাদের জানিয়েছেন, "আগামীকাল 2 সেপ্টেম্বর আমরা একটা বৈঠক করব EIMPA হাউজ়ে । নানারকম বিষয় আলোচনা করা হবে হল খোলার ব্যাপারে । কেন্দ্রীয় সরকারকে আর্জি জানানো হবে ।"

ইতিমধ্যেই দেব, পাওলি সহ একাধিক সেলেব্রিটি সোশাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন সিনেমা হল খোলার বিষয়টিকে ঘিরে । এতগুলো কর্মী জড়িয়ে আছে যেই ইন্ডাস্ট্রির সঙ্গে, কত দিন, কত মাস বন্ধ থাকবে সেটি ? সকলেই চায় এবার খোলা হোক সিনেমা হল । সকলের মিলিত আবেদনের কারণেই হয়তো এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চত্বরে অবস্থিত EIMPA হাউজ়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.