কলকাতা : আলাদা আলাদা থেকেও মনের টান আছে ষোলোআনা । কথা হচ্ছে 'মিসৃ'কে নিয়ে । অর্থাৎ, সদ্য বিবাহিত রফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি । আজ তো জামাইষষ্ঠী । বাংলাদেশে ধূমধামের সঙ্গে পালন করা হয় এই অনুষ্ঠান । আর এই পরিস্থিতিতে দুটো আলাদা দেশে রয়েছেন তাঁরা । একে অপরের থেকে দূরে । তবে নিজে হাতে আয়োজন না করতে পারলেও, সৃজিতকে কী পরামর্শ দিলেন মিথিলা ? জানালেন ETV ভারত সিতারাকে ।
জামাইষষ্ঠীতে মিথিলা কী উপদেশ দিলেন সৃজিতকে? - সৃজিত মুখার্জির খবর
প্রথম জামাইষষ্ঠী দূরে দূরেই কাটল সৃজিত-মিথিলার ।
srijit mukherjee and mithila
কলকাতা : আলাদা আলাদা থেকেও মনের টান আছে ষোলোআনা । কথা হচ্ছে 'মিসৃ'কে নিয়ে । অর্থাৎ, সদ্য বিবাহিত রফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি । আজ তো জামাইষষ্ঠী । বাংলাদেশে ধূমধামের সঙ্গে পালন করা হয় এই অনুষ্ঠান । আর এই পরিস্থিতিতে দুটো আলাদা দেশে রয়েছেন তাঁরা । একে অপরের থেকে দূরে । তবে নিজে হাতে আয়োজন না করতে পারলেও, সৃজিতকে কী পরামর্শ দিলেন মিথিলা ? জানালেন ETV ভারত সিতারাকে ।
Last Updated : May 28, 2020, 7:10 PM IST