ETV Bharat / sitara

মোবাইলের নেশায় ডুবছে শৈশব, চিন্তিত রাজ

রাজের পাইপলাইনে ফের নতুন ছবি। আসতে চলেছে 'হাবজি গাবজি'।

raj chakrabarty new film
raj chakrabarty new film
author img

By

Published : Dec 12, 2019, 3:20 PM IST

কলকাতা : ক্রমশ রিয়েলিস্টিক ফিল্মের দিকে ঝোঁক বাড়ছে পরিচালক রাজ চক্রবর্তী। রোম্যান্টিক কমেডি বা পারিবারিক সংঘর্ষের গল্প ছেড়ে রাজ এবার সামাজিক ও মানসিক সমস্যা গুলোকে অ্যাড্রেস করছেন। তাঁর পরবর্তী ছবি 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইলের নেশা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক। বললেন, "ছবিটার নাম 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে গল্প। শুধু বাচ্চা নয়, সকলেরই। এখন মোবাইলটাই আমাদের সম্বল হয়ে গেছে। আর কারো প্রয়োজন নেই। বাবা-মা-সন্তান, কেউ না থাকলেও চলবে, শুধু প্রয়োজন একটা মোবাইলের। সেই অ্যাডিকশন থেকে কী কী হতে পারে এবং সেটা থেকে একটা অ্যাওয়্যারনেসের উপরেই ছবিটা।"

এই ছবিতে কাজ করছেন কাঁরা? রাজ জানালেন, "ছবির প্রধান চরিত্রে অভিনয় করছে পরমব্রত এবং শুভশ্রী। এই ছবির চিত্রনাট্যর সঙ্গে ওঁরা খুব মানানসই, তাই ওঁদেরকে নিয়েছি।"


রাজ পরিচালিত পরপর তিনটে ছবির অভিনেত্রী শুভশ্রী। চিত্রনাট্যের প্রয়োজনেই বারবার শুভশ্রীকে বেছে নিচ্ছেন রাজ। আর শুভশ্রীও নিজেকে ভাঙছেন চরিত্রের প্রয়োজনে। 'পরিণীতা'-র সাফল্যের পর এখন সবাই তাকিয়ে 'ধর্মযুদ্ধ'-এর দিকে। আপাতত চুটিয়ে চলছে সেই ছবিরই কাজ।

কলকাতা : ক্রমশ রিয়েলিস্টিক ফিল্মের দিকে ঝোঁক বাড়ছে পরিচালক রাজ চক্রবর্তী। রোম্যান্টিক কমেডি বা পারিবারিক সংঘর্ষের গল্প ছেড়ে রাজ এবার সামাজিক ও মানসিক সমস্যা গুলোকে অ্যাড্রেস করছেন। তাঁর পরবর্তী ছবি 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইলের নেশা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক। বললেন, "ছবিটার নাম 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে গল্প। শুধু বাচ্চা নয়, সকলেরই। এখন মোবাইলটাই আমাদের সম্বল হয়ে গেছে। আর কারো প্রয়োজন নেই। বাবা-মা-সন্তান, কেউ না থাকলেও চলবে, শুধু প্রয়োজন একটা মোবাইলের। সেই অ্যাডিকশন থেকে কী কী হতে পারে এবং সেটা থেকে একটা অ্যাওয়্যারনেসের উপরেই ছবিটা।"

এই ছবিতে কাজ করছেন কাঁরা? রাজ জানালেন, "ছবির প্রধান চরিত্রে অভিনয় করছে পরমব্রত এবং শুভশ্রী। এই ছবির চিত্রনাট্যর সঙ্গে ওঁরা খুব মানানসই, তাই ওঁদেরকে নিয়েছি।"


রাজ পরিচালিত পরপর তিনটে ছবির অভিনেত্রী শুভশ্রী। চিত্রনাট্যের প্রয়োজনেই বারবার শুভশ্রীকে বেছে নিচ্ছেন রাজ। আর শুভশ্রীও নিজেকে ভাঙছেন চরিত্রের প্রয়োজনে। 'পরিণীতা'-র সাফল্যের পর এখন সবাই তাকিয়ে 'ধর্মযুদ্ধ'-এর দিকে। আপাতত চুটিয়ে চলছে সেই ছবিরই কাজ।

Intro:ক্রমশ রিয়ালিস্টিক ছবির দিকে ঝোঁক বাড়ছে পরিচালক রাজ চক্রবর্তীর। হার্ডকোর কমার্শিয়াল ছবির পাশাপাশি বাস্তবভিত্তিক ছবির ক্ষেত্রেও যে তিনি সিদ্ধহস্ত, তা আর নতুন কথা কি? অনেক আগেই আমরা সেই প্রমাণ পেয়ে গেছি। মাসকয়েক আগে মুক্তি পায় রাজের 'পরিণীতা' ছবিটি। সেখানেও প্রবলভাবে ধরা পড়েছে বাস্তব। আর এখন রাজ ব্যস্ত তাঁর 'ধর্মযুদ্ধ' ছবিটি নিয়ে। এর মাঝেই রাজ আমাদের জানালেন তাঁর আরও একটি ছবির কথা। যে ছবিটির চিত্রনাট্য ফের বাস্তব থেকে উঠে এসেছে।


Body:ETV ভারত সিতারাকে রাজ বলেছেন, "ছবিটার নাম 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে গল্প। শুধু বাচ্চা নয়, সকলেরই। এখন মোবাইলটাই আমাদের সম্বল হয়ে গেছে। আর যেন কারোরই প্রয়োজন পড়ে না। বাবা-মা-সন্তান, কেউ না থাকলেও চলবে, শুধু প্রয়োজন একটা মোবাইলের। সেই অ্যাডিকশন থেকে কী কী হতে পারে এবং সেটা থেকে একটা অ্যাওয়্যারনেসের উপরেই ছবিটা।"




Conclusion:এই ছবিতে কাজ করছেন কাঁরা? রাজ জানালেন, "ছবির প্রধান চরিত্রে অভিনয় করছে পরমব্রত এবং শুভশ্রী। এই ছবির চিত্রনাট্যর সঙ্গে ওঁরা খুব মানানসই, তাই ওঁদেরকে নিয়েছি।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.