কলকাতা : ক্রমশ রিয়েলিস্টিক ফিল্মের দিকে ঝোঁক বাড়ছে পরিচালক রাজ চক্রবর্তী। রোম্যান্টিক কমেডি বা পারিবারিক সংঘর্ষের গল্প ছেড়ে রাজ এবার সামাজিক ও মানসিক সমস্যা গুলোকে অ্যাড্রেস করছেন। তাঁর পরবর্তী ছবি 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইলের নেশা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।
ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক। বললেন, "ছবিটার নাম 'হাবজি গাবজি'। বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে গল্প। শুধু বাচ্চা নয়, সকলেরই। এখন মোবাইলটাই আমাদের সম্বল হয়ে গেছে। আর কারো প্রয়োজন নেই। বাবা-মা-সন্তান, কেউ না থাকলেও চলবে, শুধু প্রয়োজন একটা মোবাইলের। সেই অ্যাডিকশন থেকে কী কী হতে পারে এবং সেটা থেকে একটা অ্যাওয়্যারনেসের উপরেই ছবিটা।"
এই ছবিতে কাজ করছেন কাঁরা? রাজ জানালেন, "ছবির প্রধান চরিত্রে অভিনয় করছে পরমব্রত এবং শুভশ্রী। এই ছবির চিত্রনাট্যর সঙ্গে ওঁরা খুব মানানসই, তাই ওঁদেরকে নিয়েছি।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রাজ পরিচালিত পরপর তিনটে ছবির অভিনেত্রী শুভশ্রী। চিত্রনাট্যের প্রয়োজনেই বারবার শুভশ্রীকে বেছে নিচ্ছেন রাজ। আর শুভশ্রীও নিজেকে ভাঙছেন চরিত্রের প্রয়োজনে। 'পরিণীতা'-র সাফল্যের পর এখন সবাই তাকিয়ে 'ধর্মযুদ্ধ'-এর দিকে। আপাতত চুটিয়ে চলছে সেই ছবিরই কাজ।