ETV Bharat / sitara

'বেলা চাও'-র অনুপ্রেরণায় তৈরি হল বাংলা গান 'লড়ে যাও' - লড়ে যাও

'মানি হেইস্ট' ওয়েব সিরিজ়ে ব্যবহৃত ইতালীয় গান 'বেলা চাও' এতটাই জনপ্রিয় হয়েছে যে তা এখন শ্রোতাদের মুখে-মুখে ঘুরছে । সেই গানের অনুপ্রেরণাতেই তৈরি হল বাংলা গান 'লড়ে যাও' । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

বেলা চাও বাংলায় লড়ে যাও
বেলা চাও বাংলায় লড়ে যাও
author img

By

Published : May 1, 2020, 11:34 PM IST

কলকাতা : ইতালিতে সিভিল যুদ্ধের সময় তৈরি হয়েছিল 'বেলা চাও' গানটি । এটি একটি ফ্যাসিজ়ম বিরোধী গান, যা কিনা মুক্তির কথা বলে, সহ্য করার কথা বলে । ইতালির ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ এই গান গেয়েছেন 1943 থেকে 1945 সালে । বর্তমান প্রজন্মের বাঙালি শ্রোতাদের মধ্যে গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছে । এতটাই জনপ্রিয় হয়েছে, যে গানটির অনুপ্রেরণায় তৈরি হয়েছে একটি গান, যার নাম দেওয়া হয়েছে 'লড়ে যাও'। একটি মিউজ়িক ভিডিয়ো রূপে মুক্তি পেয়েছে এই গান ।

বেলা চাও বাংলায় লড়ে যাও
সৌরসেনী

'লড়ে যাও' গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী । মিউজিক রিঅ্যারেঞ্জ করেছেন অম্লান । গানটি গেয়েছেন শুভঙ্কর এবং অমৃতা । প্রোগ্রামিং এবং মিক্স মাস্টার ছিলেন বব এস. এন.। গানটি একটি মিউজিক ভিডিয়োর রূপ নিয়েছে । সেখানে ভিজ়ুয়াল টেক্সট অনুপ্রাণিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে । টেক্সট লিখেছেন প্রশান্ত দত্ত । গানের ভিজ়ুয়াল গ্রাফিক্স করেছে ছায়াছবি । স্টুডিয়ো পোস্টার ডিজাইন করেছে শুভব্রত । গানটি প্রডিউস করেছে টিভিওয়ালা মিউজ়িক স্টেশন ।

বেলা চাও বাংলায় লড়ে যাও
ঋতব্রত

টিভিওয়ালা মিউজ়িক স্টেশনের কর্ণধার অমিত গাঙ্গুলি আমাদের বলেছেন, "সব ডাক্তার, স্বাস্থকর্মী, পুলিশ, পাবলিক সার্ভেন্ট, নার্স, ট্রাফিক পুলিশ... কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বাঁচানোর জন্য লড়ছেন । আমরা যাতে বাড়িতে সুস্থ থাকি, সেটা দেখছেন । আমাদের এই ভিডিো তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানোর একটি প্রয়াস।"

বেলা চাও বাংলায় লড়ে যাও
তৃণা

মিউজ়িক ভিডিয়োতে উপস্থিত সৌরসেনী মৈত্র, তৃণা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, পূজারিণী ঘোষ, নীল ভট্টাচার্য, ঋতব্রত মুখার্জি, স্বস্তিকা দত্ত, জয়ী দেবরায়, রেজওয়ান রাব্বানি শেখ, অমর্ত্য রায়, অনুরাধা মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, রণজয় বিষ্ণু, বিবৃতি চট্টোপাধ্যায়, ঋষভ বসু, আদিত্য চৌধুরি, রাজদীপ গুপ্ত, পায়েল দেব, সায়ন্তনী গুহঠাকুরতা, পৌলমী দাস, অলিভিয়া সরকার, রোহন ভট্টাচার্য, মৈনাক ব্যানার্জি, আদিত্য সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, দেবপ্রিয় দাশগুপ্ত, সায়ন ঘোষ, উদয় প্রতাপ সিং, ঈশান মজুমদার, আর্য দাশগুপ্ত, অপ্সরা গুহঠাকুরতা এবং দেবলীনা কুমার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : ইতালিতে সিভিল যুদ্ধের সময় তৈরি হয়েছিল 'বেলা চাও' গানটি । এটি একটি ফ্যাসিজ়ম বিরোধী গান, যা কিনা মুক্তির কথা বলে, সহ্য করার কথা বলে । ইতালির ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেকটা মানুষ এই গান গেয়েছেন 1943 থেকে 1945 সালে । বর্তমান প্রজন্মের বাঙালি শ্রোতাদের মধ্যে গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছে । এতটাই জনপ্রিয় হয়েছে, যে গানটির অনুপ্রেরণায় তৈরি হয়েছে একটি গান, যার নাম দেওয়া হয়েছে 'লড়ে যাও'। একটি মিউজ়িক ভিডিয়ো রূপে মুক্তি পেয়েছে এই গান ।

বেলা চাও বাংলায় লড়ে যাও
সৌরসেনী

'লড়ে যাও' গানটির কথা লিখেছেন আকাশ চক্রবর্তী । মিউজিক রিঅ্যারেঞ্জ করেছেন অম্লান । গানটি গেয়েছেন শুভঙ্কর এবং অমৃতা । প্রোগ্রামিং এবং মিক্স মাস্টার ছিলেন বব এস. এন.। গানটি একটি মিউজিক ভিডিয়োর রূপ নিয়েছে । সেখানে ভিজ়ুয়াল টেক্সট অনুপ্রাণিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে । টেক্সট লিখেছেন প্রশান্ত দত্ত । গানের ভিজ়ুয়াল গ্রাফিক্স করেছে ছায়াছবি । স্টুডিয়ো পোস্টার ডিজাইন করেছে শুভব্রত । গানটি প্রডিউস করেছে টিভিওয়ালা মিউজ়িক স্টেশন ।

বেলা চাও বাংলায় লড়ে যাও
ঋতব্রত

টিভিওয়ালা মিউজ়িক স্টেশনের কর্ণধার অমিত গাঙ্গুলি আমাদের বলেছেন, "সব ডাক্তার, স্বাস্থকর্মী, পুলিশ, পাবলিক সার্ভেন্ট, নার্স, ট্রাফিক পুলিশ... কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বাঁচানোর জন্য লড়ছেন । আমরা যাতে বাড়িতে সুস্থ থাকি, সেটা দেখছেন । আমাদের এই ভিডিো তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানোর একটি প্রয়াস।"

বেলা চাও বাংলায় লড়ে যাও
তৃণা

মিউজ়িক ভিডিয়োতে উপস্থিত সৌরসেনী মৈত্র, তৃণা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, পূজারিণী ঘোষ, নীল ভট্টাচার্য, ঋতব্রত মুখার্জি, স্বস্তিকা দত্ত, জয়ী দেবরায়, রেজওয়ান রাব্বানি শেখ, অমর্ত্য রায়, অনুরাধা মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, রণজয় বিষ্ণু, বিবৃতি চট্টোপাধ্যায়, ঋষভ বসু, আদিত্য চৌধুরি, রাজদীপ গুপ্ত, পায়েল দেব, সায়ন্তনী গুহঠাকুরতা, পৌলমী দাস, অলিভিয়া সরকার, রোহন ভট্টাচার্য, মৈনাক ব্যানার্জি, আদিত্য সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, দেবপ্রিয় দাশগুপ্ত, সায়ন ঘোষ, উদয় প্রতাপ সিং, ঈশান মজুমদার, আর্য দাশগুপ্ত, অপ্সরা গুহঠাকুরতা এবং দেবলীনা কুমার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.