ETV Bharat / sitara

স্বাধীনতা সংগ্রামী থেকে কিংবদন্তি অভিনেতা, তারকাদের চোখে প্রিয় ভানু - Bhanu banerjee latest news

আজ কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়ের 100-তম জন্মশতবার্ষিকী । মৃত্যুর এত বছর পরও মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করে তাঁর অভিনয় । আজও তিনি সমান জনপ্রিয়, এক কথায় লেজেন্ড । যেসব অভিনেতা বাংলা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম ভানু বন্দোপাধ্যায় । আজ তাঁর 100তম জন্মবার্ষিকীতে অনেকেই মনে করলেন সাম্যময় বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ প্রিয় ভানু বন্দ্যোপাধ্যায় । কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।

celebrities remember Bhanu bandopadhyay
celebrities remember Bhanu bandopadhyay
author img

By

Published : Aug 26, 2020, 6:34 PM IST

Updated : Aug 26, 2020, 7:17 PM IST

সৌমিত্র চট্টোপাধ্যায় : এরকম অসাধারণ অভিনেতাকে আরও কিছুদিন দেখতে পেলে ভালো হত । অসম্ভব ভালো একজন অভিনেতা ছিলেন । বলতে পারেন, আমি ভানু বন্দোপাধ্যায়ের প্রচণ্ড ভক্ত । ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে উনি একজন ছিলেন । 100 বছর পরেও মানুষ যখন তাঁকে মনে রেখেছেন, আগামী 100 বছরেও মানুষ তাঁকে মনে রাখবেন, সেই কামনা করছি । আমি ভানুদার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।

লিলি চক্রবর্তী : আমার সঙ্গে ভানুদার খুবই ভালো সম্পর্ক ছিল । তিনি আমাকে ঠিক ছোটো বোনের মতো ভালোবাসতেন । কখনও কখনও আমায় ওঁর মেয়ে মনে করতেন । আমরা একসঙ্গে অনেক আউটডোর করেছি । অনেক জায়গায় একসঙ্গে থেকেছি । 'অমৃতকুম্ভ'এর শুটিংয়ের সময় ডুয়ার্সে, এলাহাবাদে গিয়েছিলাম । অনেক ঘটনা ঘটেছে তখন । বলতে পারি আমার উপর ওঁর আলাদা স্নেহ ছিল । সেটা আমি খুব এনজয় করতাম । রাগটাগও করতেন, কিন্তু আমাদের সামনে কখনও রাগারাগি কিংবা চিৎকার করতে দেখিনি । যখন শেষের দিকে অসুস্থ হলেন, বাড়িতে দেখতে গিয়েছিলাম । খুব খুশি হয়েছিলেন । তারপর তো চলেই গেলেন । আমার কাছে ওঁর সবচেয়ে প্রিয় অভিনয় 'যমালয়ে জীবন্ত মানুষ' । তবে সিরিয়াস চরিত্রেও খুব ভালো অভিনয় করতেন ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.

শাশ্বত চট্টোপাধ্যায় : ভানু বন্দোপাধ্যায় একজন সম্পূর্ণ অভিনেতা ছিলেন । দারুণ অভিনেতা ছিলেন । সব রকমের অভিনয় করতে পারতেন । আমরা সকলেই জানি উনি কমেডিতে কতখানি সাবলীল ছিলেন । সিরিয়াস চরিত্রেও দারুণ অভিনয় করেছেন, যেমন 'নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে' এবং 'অমৃতকুম্ভের সন্ধানে' । অসাধারণ অভিনেতা ছিলেন বলেই আজ তাঁর 100 বছর পালন করা হচ্ছে । প্রজন্মের পর প্রজন্ম ধরে ভানু বন্দোপাধ্যায়ের নামটা চলে আসছে । এবং আরও 100 বছর পরও পালন করা হবে ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.

রজতাভ দত্ত : বাংলার স্বর্ণযুগের যেসব অভিনেতাদের দিকে আমরা তাকিয়ে থেকেছি, যাঁরা বাংলা ছবির জগৎকে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হলেন ভানু বন্দোপাধ্যায় । আমরা এখন যখন পুরনো দিনের ছবির টাইটেল শটগুলো দেখি, তখন দেখি নায়ক-নায়িকার সঙ্গে চরিত্রাভিনেতারাও কী পরিমাণ সমৃদ্ধ করে গেছেন সিনেমাকে । আমার দুর্ভাগ্য, কমার্শিয়াল থিয়েটারে উনি যে কাজ করেছেন, সেটা দেখার সৌভাগ্য পাইনি । কিন্তু শেখার জন্য বরাবরই যাঁদের অভিনয় দেখেছি, তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায় পড়েনই । অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, বিপ্লবী দীনেশের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ভানু বন্দোপাধ্যায় । বিপ্লবী দীনেশের সাইকেলে চড়ে প্রচুর ঘুরেছেন । তখনকার সশস্ত্র বিপ্লবে চিঠিপত্র, এমনকি রিভলবারও এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেছেন । পুলিশের কাছে খবর যেতেই তাঁকে কলকাতায় চলে আসতে হয় । কমেডির পাশাপাশি একজন অত্যন্ত সংবেদনশীল শিল্পী মানুষের পরিচয় পাই ওঁর মধ্যে । আমাদের কাছে এটা একটা খুব বড় পাওয়া । যতটা পাওয়ার কথা ছিল, চরিত্রাভিনেতারা ততটা পান না । তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায়ও পড়েন । আমার মনে হয় তাঁকে তেমনভাবে এক্সপ্লোর করা হয়নি ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.
রুদ্রনীল ঘোষ : আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে আছে যেসব কিংবদন্তি অভিনেতাদের কারণে, তাঁদের মধ্যে আইকনিক একটি নাম ভানু বন্দোপাধ্যায় । এই ধরনের বড় মাপের অভিনেতা দেশে খুব কমই জন্মেছেন । ইনি হলেন এমন একজন রেয়ার অভিনেতা, যাঁর নিজের নামে সিনেমা হয়েছে । যেমন 'ভানু পেল লটারি', 'ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট' । এটা উত্তমবাবুর নামেও হয়নি, সৌমিত্রবাবুর নামেও হয়নি, রবিবাবুর নামেও হয়নি । মানুষের কাছে তাঁর ব্যক্তিত্বই ছিল অ্যাসেট । অভিনয় না করে, শুধুমাত্র স্ক্রিনে দাঁড়ালেই দর্শকের মনে হত তাঁরা সিনেমা দেখছেন । এখন কোভিডের কারণে অনেক কিছু বন্ধ আছে । নাহলে অনেক ধরনের অনুষ্ঠানের কর্মসূচী শুনেছিলাম । ওঁর এই দিনটাকে মাথায় রেখে অনেক জায়গা থেকে আমাদের শিল্পীদের যোগাযোগ করা হয়েছিল । তবে এই লেজেন্ডারি অভিনেতার সেলিব্রেশন খুব দরকার । আরও প্রচার হওয়া দরকার ।

সৌমিত্র চট্টোপাধ্যায় : এরকম অসাধারণ অভিনেতাকে আরও কিছুদিন দেখতে পেলে ভালো হত । অসম্ভব ভালো একজন অভিনেতা ছিলেন । বলতে পারেন, আমি ভানু বন্দোপাধ্যায়ের প্রচণ্ড ভক্ত । ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে উনি একজন ছিলেন । 100 বছর পরেও মানুষ যখন তাঁকে মনে রেখেছেন, আগামী 100 বছরেও মানুষ তাঁকে মনে রাখবেন, সেই কামনা করছি । আমি ভানুদার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।

লিলি চক্রবর্তী : আমার সঙ্গে ভানুদার খুবই ভালো সম্পর্ক ছিল । তিনি আমাকে ঠিক ছোটো বোনের মতো ভালোবাসতেন । কখনও কখনও আমায় ওঁর মেয়ে মনে করতেন । আমরা একসঙ্গে অনেক আউটডোর করেছি । অনেক জায়গায় একসঙ্গে থেকেছি । 'অমৃতকুম্ভ'এর শুটিংয়ের সময় ডুয়ার্সে, এলাহাবাদে গিয়েছিলাম । অনেক ঘটনা ঘটেছে তখন । বলতে পারি আমার উপর ওঁর আলাদা স্নেহ ছিল । সেটা আমি খুব এনজয় করতাম । রাগটাগও করতেন, কিন্তু আমাদের সামনে কখনও রাগারাগি কিংবা চিৎকার করতে দেখিনি । যখন শেষের দিকে অসুস্থ হলেন, বাড়িতে দেখতে গিয়েছিলাম । খুব খুশি হয়েছিলেন । তারপর তো চলেই গেলেন । আমার কাছে ওঁর সবচেয়ে প্রিয় অভিনয় 'যমালয়ে জীবন্ত মানুষ' । তবে সিরিয়াস চরিত্রেও খুব ভালো অভিনয় করতেন ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.

শাশ্বত চট্টোপাধ্যায় : ভানু বন্দোপাধ্যায় একজন সম্পূর্ণ অভিনেতা ছিলেন । দারুণ অভিনেতা ছিলেন । সব রকমের অভিনয় করতে পারতেন । আমরা সকলেই জানি উনি কমেডিতে কতখানি সাবলীল ছিলেন । সিরিয়াস চরিত্রেও দারুণ অভিনয় করেছেন, যেমন 'নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে' এবং 'অমৃতকুম্ভের সন্ধানে' । অসাধারণ অভিনেতা ছিলেন বলেই আজ তাঁর 100 বছর পালন করা হচ্ছে । প্রজন্মের পর প্রজন্ম ধরে ভানু বন্দোপাধ্যায়ের নামটা চলে আসছে । এবং আরও 100 বছর পরও পালন করা হবে ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.

রজতাভ দত্ত : বাংলার স্বর্ণযুগের যেসব অভিনেতাদের দিকে আমরা তাকিয়ে থেকেছি, যাঁরা বাংলা ছবির জগৎকে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হলেন ভানু বন্দোপাধ্যায় । আমরা এখন যখন পুরনো দিনের ছবির টাইটেল শটগুলো দেখি, তখন দেখি নায়ক-নায়িকার সঙ্গে চরিত্রাভিনেতারাও কী পরিমাণ সমৃদ্ধ করে গেছেন সিনেমাকে । আমার দুর্ভাগ্য, কমার্শিয়াল থিয়েটারে উনি যে কাজ করেছেন, সেটা দেখার সৌভাগ্য পাইনি । কিন্তু শেখার জন্য বরাবরই যাঁদের অভিনয় দেখেছি, তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায় পড়েনই । অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, বিপ্লবী দীনেশের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ভানু বন্দোপাধ্যায় । বিপ্লবী দীনেশের সাইকেলে চড়ে প্রচুর ঘুরেছেন । তখনকার সশস্ত্র বিপ্লবে চিঠিপত্র, এমনকি রিভলবারও এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেছেন । পুলিশের কাছে খবর যেতেই তাঁকে কলকাতায় চলে আসতে হয় । কমেডির পাশাপাশি একজন অত্যন্ত সংবেদনশীল শিল্পী মানুষের পরিচয় পাই ওঁর মধ্যে । আমাদের কাছে এটা একটা খুব বড় পাওয়া । যতটা পাওয়ার কথা ছিল, চরিত্রাভিনেতারা ততটা পান না । তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায়ও পড়েন । আমার মনে হয় তাঁকে তেমনভাবে এক্সপ্লোর করা হয়নি ।

bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin
.
রুদ্রনীল ঘোষ : আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে আছে যেসব কিংবদন্তি অভিনেতাদের কারণে, তাঁদের মধ্যে আইকনিক একটি নাম ভানু বন্দোপাধ্যায় । এই ধরনের বড় মাপের অভিনেতা দেশে খুব কমই জন্মেছেন । ইনি হলেন এমন একজন রেয়ার অভিনেতা, যাঁর নিজের নামে সিনেমা হয়েছে । যেমন 'ভানু পেল লটারি', 'ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট' । এটা উত্তমবাবুর নামেও হয়নি, সৌমিত্রবাবুর নামেও হয়নি, রবিবাবুর নামেও হয়নি । মানুষের কাছে তাঁর ব্যক্তিত্বই ছিল অ্যাসেট । অভিনয় না করে, শুধুমাত্র স্ক্রিনে দাঁড়ালেই দর্শকের মনে হত তাঁরা সিনেমা দেখছেন । এখন কোভিডের কারণে অনেক কিছু বন্ধ আছে । নাহলে অনেক ধরনের অনুষ্ঠানের কর্মসূচী শুনেছিলাম । ওঁর এই দিনটাকে মাথায় রেখে অনেক জায়গা থেকে আমাদের শিল্পীদের যোগাযোগ করা হয়েছিল । তবে এই লেজেন্ডারি অভিনেতার সেলিব্রেশন খুব দরকার । আরও প্রচার হওয়া দরকার ।
Last Updated : Aug 26, 2020, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.