সৌমিত্র চট্টোপাধ্যায় : এরকম অসাধারণ অভিনেতাকে আরও কিছুদিন দেখতে পেলে ভালো হত । অসম্ভব ভালো একজন অভিনেতা ছিলেন । বলতে পারেন, আমি ভানু বন্দোপাধ্যায়ের প্রচণ্ড ভক্ত । ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে উনি একজন ছিলেন । 100 বছর পরেও মানুষ যখন তাঁকে মনে রেখেছেন, আগামী 100 বছরেও মানুষ তাঁকে মনে রাখবেন, সেই কামনা করছি । আমি ভানুদার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।
লিলি চক্রবর্তী : আমার সঙ্গে ভানুদার খুবই ভালো সম্পর্ক ছিল । তিনি আমাকে ঠিক ছোটো বোনের মতো ভালোবাসতেন । কখনও কখনও আমায় ওঁর মেয়ে মনে করতেন । আমরা একসঙ্গে অনেক আউটডোর করেছি । অনেক জায়গায় একসঙ্গে থেকেছি । 'অমৃতকুম্ভ'এর শুটিংয়ের সময় ডুয়ার্সে, এলাহাবাদে গিয়েছিলাম । অনেক ঘটনা ঘটেছে তখন । বলতে পারি আমার উপর ওঁর আলাদা স্নেহ ছিল । সেটা আমি খুব এনজয় করতাম । রাগটাগও করতেন, কিন্তু আমাদের সামনে কখনও রাগারাগি কিংবা চিৎকার করতে দেখিনি । যখন শেষের দিকে অসুস্থ হলেন, বাড়িতে দেখতে গিয়েছিলাম । খুব খুশি হয়েছিলেন । তারপর তো চলেই গেলেন । আমার কাছে ওঁর সবচেয়ে প্রিয় অভিনয় 'যমালয়ে জীবন্ত মানুষ' । তবে সিরিয়াস চরিত্রেও খুব ভালো অভিনয় করতেন ।
![bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8566544_bhanu-4.jpg)
শাশ্বত চট্টোপাধ্যায় : ভানু বন্দোপাধ্যায় একজন সম্পূর্ণ অভিনেতা ছিলেন । দারুণ অভিনেতা ছিলেন । সব রকমের অভিনয় করতে পারতেন । আমরা সকলেই জানি উনি কমেডিতে কতখানি সাবলীল ছিলেন । সিরিয়াস চরিত্রেও দারুণ অভিনয় করেছেন, যেমন 'নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে' এবং 'অমৃতকুম্ভের সন্ধানে' । অসাধারণ অভিনেতা ছিলেন বলেই আজ তাঁর 100 বছর পালন করা হচ্ছে । প্রজন্মের পর প্রজন্ম ধরে ভানু বন্দোপাধ্যায়ের নামটা চলে আসছে । এবং আরও 100 বছর পরও পালন করা হবে ।
![bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8566544_bhanu-1.jpg)
রজতাভ দত্ত : বাংলার স্বর্ণযুগের যেসব অভিনেতাদের দিকে আমরা তাকিয়ে থেকেছি, যাঁরা বাংলা ছবির জগৎকে সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হলেন ভানু বন্দোপাধ্যায় । আমরা এখন যখন পুরনো দিনের ছবির টাইটেল শটগুলো দেখি, তখন দেখি নায়ক-নায়িকার সঙ্গে চরিত্রাভিনেতারাও কী পরিমাণ সমৃদ্ধ করে গেছেন সিনেমাকে । আমার দুর্ভাগ্য, কমার্শিয়াল থিয়েটারে উনি যে কাজ করেছেন, সেটা দেখার সৌভাগ্য পাইনি । কিন্তু শেখার জন্য বরাবরই যাঁদের অভিনয় দেখেছি, তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায় পড়েনই । অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, বিপ্লবী দীনেশের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ভানু বন্দোপাধ্যায় । বিপ্লবী দীনেশের সাইকেলে চড়ে প্রচুর ঘুরেছেন । তখনকার সশস্ত্র বিপ্লবে চিঠিপত্র, এমনকি রিভলবারও এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেছেন । পুলিশের কাছে খবর যেতেই তাঁকে কলকাতায় চলে আসতে হয় । কমেডির পাশাপাশি একজন অত্যন্ত সংবেদনশীল শিল্পী মানুষের পরিচয় পাই ওঁর মধ্যে । আমাদের কাছে এটা একটা খুব বড় পাওয়া । যতটা পাওয়ার কথা ছিল, চরিত্রাভিনেতারা ততটা পান না । তাঁদের মধ্যে ভানু বন্দোপাধ্যায়ও পড়েন । আমার মনে হয় তাঁকে তেমনভাবে এক্সপ্লোর করা হয়নি ।
![bhanu banerjee samyomoy tollywood 100 jonmodin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8566544_bhanu-2.jpg)