ETV Bharat / sitara

'রঙ্গবতী' আজকের নয়, বহু পুরোনো! - Bengali Film

উড়িষ্যার অন্যতম জনপ্রিয় গান 'রঙ্গবতী'। সাতের দশকের মাঝামাঝি সময়ে গানটি প্রথম রেকর্ড হয় অল ইন্ডিয়া রেডিয়োতে। রাতারাতি জনপ্রিয় হয়ে যায় গানটি। এরপর একাধিকবার রেকর্ড করা হয়েছে এই গানটি। জনপ্রিয় হবার পর কলকাতার একটি রেকর্ড কম্পানি 'ইন্ডিয়ান রেকর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড' গানটি রেকর্ড করে ১৯৭৬ সালে। ডিস্ক রিলিজ় করতে দেরি হয় এবং শেষমেশ ১৯৭৮-১৯৭৯ সালের মাঝামাঝি গিয়ে রিলিজ় করে। ২০১৭ সালে গানটি গেয়ে 'পদ্মশ্রী' সম্মান পেয়েছিলেন গায়ক জিতেন্দ্র হারিপাল। সুতরাং 'রঙ্গবতী' আজকের নয়, অনেক পুরোনো।

রঙ্গবতী
author img

By

Published : Aug 2, 2019, 3:17 PM IST

কলকাতা : সম্প্রতি 'রঙ্গবতী' নিয়ে খুব হইচই চলছে টলিপাড়ায়। 'গোত্র' ছবির এই গান যতটা জনপ্রিয় হয়েছে, ততটাই জনপ্রিয় হয়েছে 'রঙ্গবতী চ্যালেঞ্জ'। সুরজিৎ ও ইমন চক্রবর্তীর গাওয়া গানে পা মিলিয়েছেন টলিউডের একাধিক সেলেব্রিটি, বাদ পড়েননি সাধারণ মানুষও। তবে এই গানের ইতিহাস অনেকদিনের। সাতের দশকে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন ধাপে জনপ্রিয়তা পেয়েছে এই গান।

সম্বলপুরী গানটি লিখেছেন মিত্রভানু গাউনটিয়া। কম্পোজ় করেছেন প্রভু দত্ত প্রধান এবং গেয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা প্যাটেল। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক সম্মানও পেয়েছে 'রঙ্গবতী'। ২০০৭ সালে নিউ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন ওড়িশা রাজ্যের হয়ে প্রদর্শিত হয় 'রঙ্গবতী'। সেই বছরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গায়ক জিতেন্দ্র হরিপালকে সম্মান দেন। কটকের স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, তখন ভারতকে উৎসাহ দেওয়ার জন্য বাজতে থাকে 'রঙ্গবতী'।

রঙ্গবতী
রঙ্গবতী রাধিকা..

২০১৫ সালে নীল মাধব পাণ্ডার হিন্দি ছবি 'কৌন কিতনে পানি মে'-তে গানটির সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। গেয়েছিলেন কৃষ্ণা বরুয়া ও রেখা রাও।

রঙ্গবতী
গানের দৃশ্যে রাধিকার সঙ্গী কুনাল কাপুর

এরপরও গানটি রিমেক হয় কম্পোজ়ার রাম সম্পথের হাত ধরে। কোক স্টুডিয়োতে গানটি গিয়েছিলেন সোনা মহাপাত্র এবং ঋতুরাজ মহান্তি। এমনকি নাইজেরিয়ার গায়ক স্যামুয়েল গানটির একটি কভার ভার্সন রিলিজ় করেন।

দেখে নিন এই গানে রাধিকা আপ্তের দুর্দান্ত নাচ...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : সম্প্রতি 'রঙ্গবতী' নিয়ে খুব হইচই চলছে টলিপাড়ায়। 'গোত্র' ছবির এই গান যতটা জনপ্রিয় হয়েছে, ততটাই জনপ্রিয় হয়েছে 'রঙ্গবতী চ্যালেঞ্জ'। সুরজিৎ ও ইমন চক্রবর্তীর গাওয়া গানে পা মিলিয়েছেন টলিউডের একাধিক সেলেব্রিটি, বাদ পড়েননি সাধারণ মানুষও। তবে এই গানের ইতিহাস অনেকদিনের। সাতের দশকে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন ধাপে জনপ্রিয়তা পেয়েছে এই গান।

সম্বলপুরী গানটি লিখেছেন মিত্রভানু গাউনটিয়া। কম্পোজ় করেছেন প্রভু দত্ত প্রধান এবং গেয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা প্যাটেল। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক সম্মানও পেয়েছে 'রঙ্গবতী'। ২০০৭ সালে নিউ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন ওড়িশা রাজ্যের হয়ে প্রদর্শিত হয় 'রঙ্গবতী'। সেই বছরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গায়ক জিতেন্দ্র হরিপালকে সম্মান দেন। কটকের স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, তখন ভারতকে উৎসাহ দেওয়ার জন্য বাজতে থাকে 'রঙ্গবতী'।

রঙ্গবতী
রঙ্গবতী রাধিকা..

২০১৫ সালে নীল মাধব পাণ্ডার হিন্দি ছবি 'কৌন কিতনে পানি মে'-তে গানটির সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। গেয়েছিলেন কৃষ্ণা বরুয়া ও রেখা রাও।

রঙ্গবতী
গানের দৃশ্যে রাধিকার সঙ্গী কুনাল কাপুর

এরপরও গানটি রিমেক হয় কম্পোজ়ার রাম সম্পথের হাত ধরে। কোক স্টুডিয়োতে গানটি গিয়েছিলেন সোনা মহাপাত্র এবং ঋতুরাজ মহান্তি। এমনকি নাইজেরিয়ার গায়ক স্যামুয়েল গানটির একটি কভার ভার্সন রিলিজ় করেন।

দেখে নিন এই গানে রাধিকা আপ্তের দুর্দান্ত নাচ...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:উড়িষ্যার অন্যতম জনপ্রিয় গান রঙ্গবতী। অনেকবার রেকর্ড করা হয়েছে এই গানটি।




Body:২০১৭ সালে গানটি গেয়ে 'পদ্মশ্রী' সম্মান পেয়েছিলেন গায়ক জিতেন্দ্র হারিপাল।

সাতের দশকের মাঝামাঝি গানটি প্রথম রেকর্ড হয় অল ইন্ডিয়া রেডিওতে। রাতারাতি জনপ্রিয় হয়ে যায়।

জনপ্রিয় হবার পর কলকাতার একটি রেকর্ড কম্পানি ' 'ইন্ডিয়ান রেকর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড' গানটি রেকর্ড করে ১৯৭৬ সালে। ডিস্ক রিলিজ করতে দেরি হয় এবং শেষমেশ ১৯৭৮-১৯৭৯ সালের মাঝামাঝি গিয়ে রিলিজ করে।

এই সম্বলপুরী গানটি লিখেছেন মিত্রভানু গাউনটিয়া। এটি কম্পোজ করেছেন প্রভু দত্ত প্রধান এবং গিয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা প্যাটেল। ১৯৭০ থেকে ১৯৮০ ফের গানটি জনপ্রিয় হয় এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও বিসর্জনে বাজতে শুরু করে। ২০০৭ সালে নিউ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন উড়িষ্যা রাজ্যের হয়ে প্রদর্শিত হয় রঙ্গবতী। সেই বছরই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গায়ক জিতেন্দ্র হরিপালকে সম্মাননা দেন। কটকের স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, তখন ভারতকে উৎসাহ দেওয়ার জন্য বাজতে থাকে রঙ্গবতী।




Conclusion:উড়িয়া ভাষা ছাড়াও, বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি হয়েছে রঙ্গবতী গানটি। শোনা যায়, চাইনিজ ভাষাতেও নাকি রিলিজ করবে গানটি। ২০০৭ সালে সাউথ কোরিয়ার ৭তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের অনুষ্ঠানে কোরিয়ান নৃত্যশিল্পীরা এই গানের সুরে নেচেছিলেন। তারপর ২০১৫ সালে নীল মাধব পাণ্ডার হিন্দি ছবি 'কউন কিতনে পানি মে'তে গানটির সঙ্গে নাচেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তারপর গানটি রিমেক করেন কম্পোজার রাম সম্পথ। কোক স্টুডিওতে গানটি গিয়েছিলেন সোনা মহাপাত্র এবং ঋতুরাজ মহান্তি। এমনকী নাইজেরিয়ার গায়ক স্যামুয়েল গানটির একটি কভার ভার্সন রিলিজ করেন।

এমনকী বিতর্কও তৈরি হয় রঙ্গবতীকে নিয়ে। ২০১৫ সালের ৫ জুলাই কোক স্টুডিওতে রঙ্গবতী রিমিক্স টেলিকাস্ট করার কারণে পশ্চিম উড়িষ্যা এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ তৈরি হয়। কারণ হিসেবে বলা হয়, কোক স্টুডিওতে গানের আসল কম্পোজার প্রভুদত্ত প্রধানকে স্বীকৃতি দেওয়া হয়নি। এবং তাঁর কাছ থেকে কোনওরকম অনুমতিও নেওয়া হয়নি টেলিকাস্ট করার আগে। সেদিনই একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। দশ মিলিয়নের ক্ষতিপূরণ চাওয়া হয়। আর এই আইন ই চিঠি পাঠায় ভারতের সর্বোচ্চ আদালত হিন্দুস্থান কোকাকোলা বেভারেজ, viacom18 মিডিয়া, সোনা মহাপাত্র, রাম সম্পথ এবং ঋতুরাজ মহান্তিকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.