কলকাতা : কৌশিক গাঙ্গুলির ছবি মানেই দর্শকের মুখিয়ে থাকা । আগামী গরমের ছুটিতে আসতে পারে তাঁর একটি ছবি । সম্পর্কভিত্তিক বলা যেতে পারে সেই ছবিকে । আর নতুন বছরের শুরুতেই এই সুখবর দিলেন কৌশিক সেন । ছবিতে কৌশিক সেন ছাড়াও লিড চরিত্রে রয়েছেন জয়া এহসান ও চূর্ণী গাঙ্গুলি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।
কৌশিক সেন আমাদের বললেন, "ছবির শুটিং শেষ হয়েছে নভেম্বরে । এটা কৌশিক গাঙ্গুলির একটা নতুন ছবি । পয়লা বৈশাখে রিলিজ় করার কথা । ছবিটার নাম 'অর্ধাঙ্গিনী' । এখানে চূর্ণী আমার প্রাক্তন স্ত্রী এবং জয়া এহসান আমার বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । আসলে গল্প তো ওরকমভাবে বলা যায় না, তাহলে পুরোটাই বলে দিতে হয়। এই দুটি মেয়ের মধ্যে কোনও পরিচয় ছিল না । একটি বিশেষ ঘটনায় এই দুজনের দেখা হয়ে যায় । মাঝখানের এই মানুষটিকে নিয়েই এদের নানারকমের টানাপোড়েন । একটা ক্রিটিকাল সিচুয়েশন তৈরি হয় ।"
কৌশিক, চূর্ণী এবং জয়া ছাড়াও ছবিতে রয়েছে লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীরা।