ETV Bharat / sitara

কৌশিক মিটস কৌশিক - koushik ganguly

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এবার কৌশিক সেন ।

কৌশিক সেনের খবর
কৌশিক সেনের খবর
author img

By

Published : Jan 4, 2020, 7:59 PM IST

কলকাতা : কৌশিক গাঙ্গুলির ছবি মানেই দর্শকের মুখিয়ে থাকা । আগামী গরমের ছুটিতে আসতে পারে তাঁর একটি ছবি । সম্পর্কভিত্তিক বলা যেতে পারে সেই ছবিকে । আর নতুন বছরের শুরুতেই এই সুখবর দিলেন কৌশিক সেন । ছবিতে কৌশিক সেন ছাড়াও লিড চরিত্রে রয়েছেন জয়া এহসান ও চূর্ণী গাঙ্গুলি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


কৌশিক সেন আমাদের বললেন, "ছবির শুটিং শেষ হয়েছে নভেম্বরে । এটা কৌশিক গাঙ্গুলির একটা নতুন ছবি । পয়লা বৈশাখে রিলিজ় করার কথা । ছবিটার নাম 'অর্ধাঙ্গিনী' । এখানে চূর্ণী আমার প্রাক্তন স্ত্রী এবং জয়া এহসান আমার বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । আসলে গল্প তো ওরকমভাবে বলা যায় না, তাহলে পুরোটাই বলে দিতে হয়। এই দুটি মেয়ের মধ্যে কোনও পরিচয় ছিল না । একটি বিশেষ ঘটনায় এই দুজনের দেখা হয়ে যায় । মাঝখানের এই মানুষটিকে নিয়েই এদের নানারকমের টানাপোড়েন । একটা ক্রিটিকাল সিচুয়েশন তৈরি হয় ।"

কৌশিক, চূর্ণী এবং জয়া ছাড়াও ছবিতে রয়েছে লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

কলকাতা : কৌশিক গাঙ্গুলির ছবি মানেই দর্শকের মুখিয়ে থাকা । আগামী গরমের ছুটিতে আসতে পারে তাঁর একটি ছবি । সম্পর্কভিত্তিক বলা যেতে পারে সেই ছবিকে । আর নতুন বছরের শুরুতেই এই সুখবর দিলেন কৌশিক সেন । ছবিতে কৌশিক সেন ছাড়াও লিড চরিত্রে রয়েছেন জয়া এহসান ও চূর্ণী গাঙ্গুলি । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


কৌশিক সেন আমাদের বললেন, "ছবির শুটিং শেষ হয়েছে নভেম্বরে । এটা কৌশিক গাঙ্গুলির একটা নতুন ছবি । পয়লা বৈশাখে রিলিজ় করার কথা । ছবিটার নাম 'অর্ধাঙ্গিনী' । এখানে চূর্ণী আমার প্রাক্তন স্ত্রী এবং জয়া এহসান আমার বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । আসলে গল্প তো ওরকমভাবে বলা যায় না, তাহলে পুরোটাই বলে দিতে হয়। এই দুটি মেয়ের মধ্যে কোনও পরিচয় ছিল না । একটি বিশেষ ঘটনায় এই দুজনের দেখা হয়ে যায় । মাঝখানের এই মানুষটিকে নিয়েই এদের নানারকমের টানাপোড়েন । একটা ক্রিটিকাল সিচুয়েশন তৈরি হয় ।"

কৌশিক, চূর্ণী এবং জয়া ছাড়াও ছবিতে রয়েছে লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

Intro:কৌশিক গাঙ্গুলির ছবি মানেই দর্শকের মুখিয়ে থাকা। আগামী গরমের ছুটিতে আসতে পারে তাঁর একটি ছবি। সম্পর্কভিত্তিক বলা যেতে পারে সেই ছবিকে। আর নতুন বছরের শুরুতেই সেই চমক দিলেন কৌশিক। ছবিতে কৌশিক সেন ছাড়াও লিড চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলি। খোঁজ নিল ETV ভারত সিতারা।


Body:কৌশিক সেন আমাদের বললেন, "ছবির শুটিং শেষ হয়েছে নভেম্বরে। এটা কৌশিক গাঙ্গুলির একটা নতুন ছবি। পয়লা বৈশাখে রিলিজ করার কথা। ছবিটার নাম 'অর্ধাঙ্গিনী'। এখানে চূর্ণী আমার প্রাক্তন স্ত্রী এবং জয়া আহসান আমার বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। আসলে গল্প তো ওরমভাবে বলা যায় না, তাহলে পুরোটাই বলে দিতে হয়। এই দুটি মেয়ের মধ্যে কোনও পরিচয় ছিল না। একটি বিশেষ ঘটনায় এই দুজনের দেখা হয়ে যায়। মাঝখানের এই মানুষটিকে নিয়েই এদের নানারকমের টানাপোড়েন। সেই সিচুয়েশনটা একটা ক্রিতিক্যাল সিচুয়েশন।"

কৌশিক আমাদের এও জানান, ছবির শুটিং শেষ হয়েছে নভেম্বরের শেষে। কৌশিক, চূর্ণী এবং জয়া ছাড়াও ছবিতে রয়েছে লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.