ETV Bharat / sitara

স্থিতিশীল আছেন সৌমিত্র, স্যানিটাইজ় করা হল বাড়ি - soumitra chatterjee health update

আপাতত স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর অগণিত ভক্তদের কাছে এই খবর ঠিক যেন এক ঝলকা শান্তির বাতাসের মতো ।

soumitra chatterjee stable
soumitra chatterjee stable
author img

By

Published : Oct 6, 2020, 4:04 PM IST

কলকাতা : কোরোনা হয়েছে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । এই মুহূর্তে তাঁর স্বাস্থ্যের অবস্থা ঠিক কী, খোঁজ নিল ETV ভারত সিতারা ।

সৌমিত্রর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল । শরীর দুর্বল থাকলেও কথা বলছেন সৌমিত্র । বিপদসীমার বাইরে রয়েছেন তিনি । এমনিতেই দীর্ঘ বছর ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়ে (COPD) ভুগছেন সৌমিত্র । এর ফলে ফুসফুসের অবস্থা দুর্বল থাকে । তাই আশঙ্কার মাত্রা ছিল অনেকটাই বেশি । পরিস্থিতি যাতে আরও অপ্রীতিকর না হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসার সুযোগ সুবিধা মেলে, তাই হাসপাতালেই তাঁকে ভরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ।


গত সপ্তাহে ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবনের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং শেষ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র এবং বিনোদনজগতের সকল গুণীজনের উপস্থিতিতে শেষ হয়েছে সেই তথ্যচিত্রর কাজ । বৃহস্পতিবার শুটিং শেষ করার পর শুক্রবার থেকেই শরীর বেশ দুর্বল হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । কন্যা পৌলোমী ফোন করে বাবার আগামী ছবির ডেট বাতিল করেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
এরপর সৌমিত্রর কোরোনা পরীক্ষা করানো হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ আসায়, তাঁকে বাড়িতে ফেলে রাখেনি পরিবারের লোক । তৎক্ষণাৎ, হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালেই । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন 8জন । কোরোনা পজ়িটিভ হওয়ার পর গোটা বাড়ি স্যানিটাইজ় করা হয়েছে । কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে লোক এসে বাড়ি স্যানিটাইজ় করে গিয়েছে ইতিমধ্যেই ।
সৌমিত্র চট্টোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনাই করে ETV ভারত সিতারা।

কলকাতা : কোরোনা হয়েছে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । এই মুহূর্তে তাঁর স্বাস্থ্যের অবস্থা ঠিক কী, খোঁজ নিল ETV ভারত সিতারা ।

সৌমিত্রর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল । শরীর দুর্বল থাকলেও কথা বলছেন সৌমিত্র । বিপদসীমার বাইরে রয়েছেন তিনি । এমনিতেই দীর্ঘ বছর ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়ে (COPD) ভুগছেন সৌমিত্র । এর ফলে ফুসফুসের অবস্থা দুর্বল থাকে । তাই আশঙ্কার মাত্রা ছিল অনেকটাই বেশি । পরিস্থিতি যাতে আরও অপ্রীতিকর না হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসার সুযোগ সুবিধা মেলে, তাই হাসপাতালেই তাঁকে ভরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ।


গত সপ্তাহে ভারতলক্ষ্মী স্টুডিয়োতে নিজের জীবনের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং শেষ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্র এবং বিনোদনজগতের সকল গুণীজনের উপস্থিতিতে শেষ হয়েছে সেই তথ্যচিত্রর কাজ । বৃহস্পতিবার শুটিং শেষ করার পর শুক্রবার থেকেই শরীর বেশ দুর্বল হয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । কন্যা পৌলোমী ফোন করে বাবার আগামী ছবির ডেট বাতিল করেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
এরপর সৌমিত্রর কোরোনা পরীক্ষা করানো হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ আসায়, তাঁকে বাড়িতে ফেলে রাখেনি পরিবারের লোক । তৎক্ষণাৎ, হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালেই । সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকেন 8জন । কোরোনা পজ়িটিভ হওয়ার পর গোটা বাড়ি স্যানিটাইজ় করা হয়েছে । কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে লোক এসে বাড়ি স্যানিটাইজ় করে গিয়েছে ইতিমধ্যেই ।
সৌমিত্র চট্টোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনাই করে ETV ভারত সিতারা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.